বাক্য

26. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে -

  • ক. কোলন
  • খ. কমা
  • গ. সেমিকোলন
  • ঘ. কোলন-ড্যাশ

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

27. ‘বাংলাদেশ যেন জয়লাভ করে’। এটি কোন ধরনের বাক্য?

  • ক. আবেগসূচক
  • খ. প্রার্থনাসূচক
  • গ. বর্ণনাত্বক
  • ঘ. অনুজ্ঞাসূচক

উত্তরঃ প্রার্থনাসূচক

বিস্তারিত

28. ‘ধর্ম ও ন্যায়ের পথে চলো।’ - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?

  • ক. অনুরোধ
  • খ. উপদেশ
  • গ. আদেশ
  • ঘ. বিধান

উত্তরঃ উপদেশ

বিস্তারিত

29. ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ কোন বাক্যের উদাহরণ?

  • ক. যৌগিক বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

30. অনুরোধ প্রকাশ পেয়েছে কোন বাক্যে?

  • ক. ‘সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি’
  • খ. ‘আরমান, আমার চিঠিটা দিয়ে এসো তো’
  • গ. আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।
  • ঘ. দোয়া করি, ধনী নয়, মানুষের মত মানুষ হও।

উত্তরঃ ‘সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি’

বিস্তারিত

31. গঠন অনুসারে বাক্য কত প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৫ প্রকার
  • গ. ৩ প্রকার
  • ঘ. ৪ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

32. ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ এটি একটি -

  • ক. জটিল বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

33. ‘যদি বৃষ্টি হয়, তবে বের হবো না’ - এটি কোন ধরনের বাক্য?

  • ক. সরল
  • খ. জটিল
  • গ. হ্যাঁ-বাচক
  • ঘ. যৌগিক

উত্তরঃ জটিল

বিস্তারিত

34. ‘সে নাকি আসবে না’ - এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?

  • ক. অনুমান অর্থে
  • খ. বিস্ময় অর্থে
  • গ. সম্ভাবনা অর্থে
  • ঘ. বিরক্তি অর্থে

উত্তরঃ সম্ভাবনা অর্থে

বিস্তারিত

35. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

  • ক. করছিলাম
  • খ. করেছি
  • গ. করছি
  • ঘ. করব

উত্তরঃ করব

বিস্তারিত

36. ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’ কোন ধরনের বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. মিশ্র বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. জটিল বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

37. ‘যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম।’ এটি কোন জাতীয় বাক্য?

  • ক. মিশ্র বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. মৌলিক বাক্য
  • ঘ. সরল বাক্য

উত্তরঃ মিশ্র বাক্য

বিস্তারিত

38. একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো -

  • ক. ক্রিয়া
  • খ. অব্যয়
  • গ. বিশেষ্য
  • ঘ. বিশেষণ

উত্তরঃ ক্রিয়া

বিস্তারিত

39. গঠন অনুসারে বাক্য কত প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ২ প্রকার

বিস্তারিত

40. ‘তিনি ধনী কিন্তু কৃপণ’ - কোন জাতীয় বাক্যের উদাহরণ?

  • ক. জটিল
  • খ. যৌগিক
  • গ. সরল
  • ঘ. মিশ্র

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

41. গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার?

  • ক. ৪ প্রকার
  • খ. ৫ প্রকার
  • গ. ২ প্রকার
  • ঘ. ৩ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

42. ‘সে কি যাবে?’ - এটি কোন ধরনের বাক্য?

  • ক. আদেশমূলক
  • খ. বিবৃতিমূলক
  • গ. প্রশ্নসূচক
  • ঘ. বিস্ময়সূচক

উত্তরঃ প্রশ্নসূচক

বিস্তারিত

43. ‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে’ বাক্যটি কোন শ্রেণির?

  • ক. জটিল
  • খ. মিশ্র
  • গ. যৌগিক
  • ঘ. সরল

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

44. ‘আমি যাব তবে কাল যাব’ - এটি কি ধরনের বাক্য?

  • ক. যৌগিক বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. মিশ্র বাক্য
  • ঘ. সরল বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

46. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’ - কোন ধরনের বাক্য?

  • ক. জটিল
  • খ. যৌগিক
  • গ. সরল
  • ঘ. মিশ্র

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

47. “আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল”-বাক্যটিতে কোন দোষ আছে?

  • ক. বাগধারার দোষ
  • খ. গুরুচণ্ডালী দোষ
  • গ. উপমার ভুল প্রয়োগ
  • ঘ. বাহুল্য দোষ

উত্তরঃ উপমার ভুল প্রয়োগ

বিস্তারিত

48. ‘গুরুচণ্ডালী দোষ’ বলতে বুঝায়-

  • ক. সাধু ও চলিত ভাষার মিশ্রণ
  • খ. সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
  • গ. বিদেশী ও দেশী ভাষার মিশ্রণ
  • ঘ. বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ

উত্তরঃ সাধু ও চলিত ভাষার মিশ্রণ

বিস্তারিত

49. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

  • ক. শব পোড়া
  • খ. মড়া দেহ
  • গ. শবদাহ
  • ঘ. শবমড়া

উত্তরঃ শবদাহ

বিস্তারিত

50. “সকল আলেমগণ আজ উপস্থিত”-বাক্যটি কোন দোষে দুষ্ট?

  • ক. গুরুচণ্ডালী দোষে
  • খ. বাহুল্য দোষে
  • গ. দূর্বোধ্যতা দোষে
  • ঘ. বিদেশী শব্দ দোষে

উত্তরঃ বাহুল্য দোষে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects