বাক্য
176. 'যা নিবাস, তা আমার নাই'- বাক্যটি--
- ক. যৌগিক বাক্য
- খ. সরল বাক্য
- গ. জটিল বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
177. 'তাঁর টাকা আছে, কিন্তু দান করেন না' এটি একটি--
- ক. জটিল ও যৌগিকের মিশ্রণ
- খ. যৌগিক বাক্য
- গ. জটিল বাক্য
- ঘ. সরল বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
178. 'সে একজন বিদুষা নারী।' বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে--
- ক. বচনজনিত
- খ. বানানজনিত
- গ. শব্দজনিত
- ঘ. লিঙ্গজনিত
উত্তরঃ বানানজনিত
- ক. সাঁতার কাট, তবে স্বাস্থ্য ভালো হবে
- খ. পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম করে এবং সুখী হয়
- গ. যে ব্যক্তি পরিশ্রমী, সে সুখী হয়
- ঘ. পরিশ্রমী ব্যক্তি সুখী হয়
উত্তরঃ যে ব্যক্তি পরিশ্রমী, সে সুখী হয়
180. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো ‘- এ বাক্য কোন ধরনের?
- ক. অনুজ্ঞাবাচক
- খ. নির্দেশাত্মক
- গ. বিষ্ময়বোধক
- ঘ. প্রশ্নবোধক
উত্তরঃ নির্দেশাত্মক
181. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই -
- ক. রসতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. বাক্যতত্ত্ব
- ঘ. ক্রিয়ার কাল
উত্তরঃ রসতত্ত্ব
183. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?
- ক. ড্যাশ
- খ. সেমিকোলন
- গ. কোলন
- ঘ. হাইফেন
উত্তরঃ কোলন
184. যত বড় মুখ নয় তত বড় কথা - এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে?
- ক. অনুভূতি
- খ. শক্তি
- গ. প্রত্যাশা
- ঘ. গালি
উত্তরঃ শক্তি
185. কোনটি সার্থক বাক্যের গুণাবলির মধ্যে পড়ে না -
- ক. আকাঙ্ক্ষা
- খ. আসক্তি
- গ. যোগ্যতা
- ঘ. আসত্তি
উত্তরঃ আসক্তি
186. ‘বিপদ এবং দুঃখ একই সময়ে আসে’। - কোন ধরনের বাক্য?
- ক. যৌগিক বাক্য
- খ. জটিল বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
187. ‘দুঃখ এবং বিপদ একসাথে আসে’ এটি কোন শ্রেণির বাক্য?
- ক. সরল বাক্য
- খ. জটিল বাক্য
- গ. যৌগিক বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
188. অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
- ক. যারা অসহায়, তাদের পাশ দাঁড়াও।
- খ. কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও।
- গ. পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়।
- ঘ. অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।
উত্তরঃ কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও।
189. বাক্যের প্রধান তিনটি অংশ -
- ক. সমাস, উপসর্গ, প্রত্যয়
- খ. ধ্বনি, শব্দ, বাক্য
- গ. বিশেষ্য, সর্বনাম, বিশেষণ
- ঘ. কর্তা, কর্ম, ক্রিয়া
উত্তরঃ কর্তা, কর্ম, ক্রিয়া
190. ‘যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।’ - কোন ধরনের বাক্য?
- ক. মিশ্র বাক্য
- খ. সরল বাক্য
- গ. যৌগিক বাক্য
- ঘ. ব্যাস বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
191. ‘তাতে সমাজজীবন চলে না।’ এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
- ক. তাতে সমাজজীবন চলে।
- খ. তাতে না সমাজজীবন চলে।
- গ. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
- ঘ. তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
উত্তরঃ তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
192. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’ - এটি কোন ধরনের বাক্য?
- ক. সরল বাক্য
- খ. জটিল বাক্য
- গ. যৌগিক বাক্য
- ঘ. খণ্ড বাক্য
উত্তরঃ জটিল বাক্য
193. রক্ষকই ভক্ষক কোন জাতীয় বাক্য?
- ক. যৌগিক বাক্য
- খ. মিশ্র বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. জটিল বাক্য
উত্তরঃ সরল বাক্য
195. নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
- ক. অভিপ্রায়
- খ. আসত্তি
- গ. যোগ্যতা
- ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ অভিপ্রায়
196. ‘যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন।’ - কোন ধরনের বাক্য?
- ক. মিশ্র বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. প্রশ্নবোধক বাক্য
- ঘ. সরল বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
- ক. তোমার মঙ্গল হোক।
- খ. তোমার আজ কি পরীক্ষা
- গ. সে ঢাকা যাবে না।
- ঘ. তাজ্জব ব্যাপার।
উত্তরঃ সে ঢাকা যাবে না।
198. নিচের কোনটি যৌগিক বাক্য?
- ক. দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
- খ. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
- গ. মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন।
- ঘ. ছেলেটি চঞ্চল তবে মেধাবী
উত্তরঃ ছেলেটি চঞ্চল তবে মেধাবী