বাক্য

151. কোন বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলে?

  • ক. উদ্দেশ্য
  • খ. বিধেয়
  • গ. সর্বনাম
  • ঘ. অব্যয়

উত্তরঃ উদ্দেশ্য

বিস্তারিত

153. ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকতে হয়?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

154. 'চন্দ্র পৃথিবীর চারিদিকে' বাক্যটিতে কিসের অভাব রয়েছে?

  • ক. আকাঙ্ক্ষা
  • খ. আসত্তি
  • গ. যোগ্যতা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আকাঙ্ক্ষা

বিস্তারিত

155. 'কবি ছিলেন একজন বড় রবীন্দ্রনাথ' বাক্যটিতে কিসের অভাব রয়েছে?

  • ক. আকাঙ্ক্ষা
  • খ. আসত্তি
  • গ. যোগ্যতা
  • ঘ. খ ও গ

উত্তরঃ আসত্তি

বিস্তারিত

156. 'গরু আকাশে উড়ছে' বাক্যটিতে কিসের অভাব রয়েছে?

  • ক. যোগ্যতা
  • খ. আকাঙ্ক্ষা
  • গ. আসত্তি
  • ঘ. ক ও খ উভয়ই

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

157. পুকুরে ইলিশ মাছ জন্মে না- এটি কোন ধরনের বাক্য?

  • ক. মিশ্র বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. জটিল বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

158. মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে- এটি কোন ধরনের বাক্য?

  • ক. মিশ্র বাক্য
  • খ. সরল বাক্য
  • গ. জটিল বাক্য
  • ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

159. 'যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তিনি দানশীল' এটি কোন ধরনের বাক্য?

  • ক. জটিল বাক্য
  • খ. সরল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

160. বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে কোন দোষ ঘটে?

  • ক. গুরুচণ্ডালী দোষ
  • খ. বাহুল্য দোষ
  • গ. দুর্বোধ্যতা
  • ঘ. উপমার ভুল

উত্তরঃ বাহুল্য দোষ

বিস্তারিত

161. বর্ণনামূলক বাক্য কত প্রকার?

  • ক. তিন প্রকার
  • খ. দুই প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. এক প্রকার

উত্তরঃ দুই প্রকার

বিস্তারিত

162. নিচের কোনটি বাক্যের সঠিক সংজ্ঞা?

  • ক. একাধিক শব্দ পাশাপাশি বসলে
  • খ. যে সকল শব্দ মিলিয়ে কোন কিছু প্রকাশ করে
  • গ. যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়
  • ঘ. অর্থবোধক শব্দসমষ্টি

উত্তরঃ অর্থবোধক শব্দসমষ্টি

বিস্তারিত

163. যে উদ্দেশ্য বা বিধেয় একটি মাত্র পদ নিয়ে গঠিত হয় তাকে কি বলে?

  • ক. জটিল উদ্দেশ্য বা বিধেয়
  • খ. সম্প্রসারিত উদ্দেশ্য বা বিধেয়
  • গ. সরল উদ্দেশ্য বা বিধেয়
  • ঘ. মিশ্র উদ্দেশ্য বা বিধেয়

উত্তরঃ সরল উদ্দেশ্য বা বিধেয়

বিস্তারিত

164. নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?

  • ক. যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
  • খ. ভালো ছেলেকে সবাই ভালোবাসে
  • গ. তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
  • ঘ. তুমি এলে আমরা যাব

উত্তরঃ যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে

বিস্তারিত

165. হলুদ ফুল ফুটেছে- বাক্যটিতে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে কিভাবে?

  • ক. সমার্থক যোগে
  • খ. ক্রিয়া বিশেষণ যোগে
  • গ. বিশেষণ যোগে
  • ঘ. সম্বন্ধ যোগে

উত্তরঃ বিশেষণ যোগে

বিস্তারিত

166. বাক্যের বলিষ্ঠ ভঙ্গিকে কি গুণ বলে?

  • ক. যোগ্যতা গুণ
  • খ. মাধুর্য গুণ
  • গ. ওজো গুণ
  • ঘ. প্রসাদ গুণ

উত্তরঃ ওজো গুণ

বিস্তারিত

167. 'ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে'- এই সরল বাক্যের মিশ্র বাক্যের রূপ কোনটি?

  • ক. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে
  • খ. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
  • গ. ভালো ছেলেদের দ্বারা শিক্ষকের আদেশ পালিত হয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে

বিস্তারিত

168. শব্দ প্রয়োগকালে যদি তার যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট বলা হয়?

  • ক. বাহুল্য দোষে
  • খ. বাগধারার রদবদল
  • গ. গুরুচণ্ডালী দোষে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

169. কোন বাক্যের মাধুর্য গুণ বাক্যকে কি বৈশিষ্ট্যমণ্ডিত করে?

  • ক. বাক্যের জটিলতা মুক্ত করে
  • খ. বাক্যকে সহজ বোধ্য করে তোলে
  • গ. বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে
  • ঘ. বাক্যকে ভাবভঙ্গিকে বলিষ্ঠ করে তোলে

উত্তরঃ বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে

বিস্তারিত

170. কোন বাক্যে যদি উপমার ভূল থাকে তবে উক্ত বাক্যে কোন বাক্যে কোন গুণের অভাব দেখা দেয়?

  • ক. মাধুর্য
  • খ. আসত্তি
  • গ. যোগ্যতা
  • ঘ. আকাঙ্ক্ষা

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

171. 'গান শেষ হলে বাড়ি ফিরব'- বাক্যটিতে কোন গুণের অভাব আছে?

  • ক. মাধুর্য
  • খ. যোগ্যতা
  • গ. আসত্তি
  • ঘ. আকাঙ্ক্ষা

উত্তরঃ মাধুর্য

বিস্তারিত

172. 'যখন বিপদ আসে, তখন দুঃখ ও আসে'। গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর?

  • ক. মিশ্র বাক্য
  • খ. সরল বাক্য
  • গ. যৌগিক
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মিশ্র বাক্য

বিস্তারিত

173. ইংরেজি Complex ও Compound sentence- এর বঙ্গানুবাদ কোন বাক্যে করলে সহজ ও সুন্দর হয়?

  • ক. একাধিক জটিল বাক্যে
  • খ. একাধিক সরল বাক্যে
  • গ. মিশ্র বাক্যে
  • ঘ. জটিল বাক্যে

উত্তরঃ একাধিক সরল বাক্যে

বিস্তারিত

174. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে--

  • ক. ৪ টি
  • খ. ২ টি
  • গ. ৫ টি
  • ঘ. ৩ টি

উত্তরঃ ৩ টি

বিস্তারিত

175. 'পড়া শেষে খেলতে যাব'- এ বাক্যে কি প্রকাশ পেয়েছে?

  • ক. অনুরোধ
  • খ. আদেশ
  • গ. অভিব্যক্তি
  • ঘ. উপদেশ

উত্তরঃ অভিব্যক্তি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects