বিপরীতার্থক শব্দ

226. জরিমানা শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. শাস্তি
  • খ. আক্কেল সেলামী
  • গ. বকশিস
  • ঘ. দণ্ড

উত্তরঃ বকশিস

বিস্তারিত

227. ডুবা শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. নিমজ্জিত
  • খ. ভাসা
  • গ. তলিয়ে যাওয়া
  • ঘ. হারিয়ে যাওয়া

উত্তরঃ ভাসা

বিস্তারিত

228. থামা শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. সচল
  • খ. স্থির
  • গ. চলা
  • ঘ. ধীর

উত্তরঃ চলা

বিস্তারিত

229. দাস শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. চাকর
  • খ. ভৃত্য
  • গ. প্রভু
  • ঘ. মালিক

উত্তরঃ প্রভু

বিস্তারিত

230. 'ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. বৃদ্ধিপ্রাপ্ত
  • খ. বর্ধমান
  • গ. বৃদ্ধি
  • ঘ. বৃহৎ

উত্তরঃ বর্ধমান

বিস্তারিত

231. 'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রীতিচী
  • খ. প্রচীতী
  • গ. প্রতিচী
  • ঘ. প্রতীচী

উত্তরঃ প্রতীচী

বিস্তারিত

232. 'পাশ্চাত্য' শব্দের বিপরীত শব্দ---

  • ক. পূর্ব-পশ্চিম
  • খ. পশ্চিমা
  • গ. প্রাচ্য
  • ঘ. প্রতীচ্য

উত্তরঃ প্রাচ্য

বিস্তারিত

233. প্রাচী-শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. প্রীতিচী
  • খ. প্রতিচী
  • গ. প্রতীচী
  • ঘ. প্রচীতী

উত্তরঃ প্রতীচী

বিস্তারিত

234. 'চিরন্তন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. পরলোক
  • খ. তিরোভাব
  • গ. ক্ষণকালীন
  • ঘ. পুরাতন

উত্তরঃ ক্ষণকালীন

বিস্তারিত

235. 'নিমগ্ন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. নিস্তেজ
  • খ. অপকর্ষ
  • গ. জাগরিত
  • ঘ. উদাসীন

উত্তরঃ উদাসীন

বিস্তারিত

236. 'অতিকায়' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. অল্প
  • খ. অণু
  • গ. ক্ষুদ্রকায়
  • ঘ. বৃহৎ

উত্তরঃ ক্ষুদ্রকায়

বিস্তারিত

237. 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. ইত্তাল
  • খ. উচুনিচু
  • গ. প্রশান্ত
  • ঘ. উর্ধ্বটান

উত্তরঃ প্রশান্ত

বিস্তারিত

238. কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ?

  • ক. মৃত
  • খ. গরল
  • গ. তিক্ত
  • ঘ. সরস

উত্তরঃ গরল

বিস্তারিত

239. 'সখ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিষণ্ন
  • খ. বৈর
  • গ. শত্রু
  • ঘ. অসখ্য

উত্তরঃ বৈর

বিস্তারিত

240. সংশয় এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. নির্ভয়
  • খ. বিস্ময়
  • গ. প্রত্যয়
  • ঘ. দ্বিধা

উত্তরঃ প্রত্যয়

বিস্তারিত

241. ভূত এর বিপরীতার্থক শব্দ -

  • ক. ভবিষ্যৎ
  • খ. পেত্নি
  • গ. ভোতা
  • ঘ. ভাষা

উত্তরঃ ভবিষ্যৎ

বিস্তারিত

242. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. ত্যক্ত
  • খ. গ্রাহ্য
  • গ. দৃঢ়
  • ঘ. গূঢ়

উত্তরঃ গূঢ়

বিস্তারিত

243. ”বিধি” শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিরোধ
  • খ. অবিধি
  • গ. নিষেধ
  • ঘ. নিষিদ্ধ

উত্তরঃ নিষেধ

বিস্তারিত

244. ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. আমদানি
  • খ. আগমন
  • গ. গমন
  • ঘ. তিরোভাব

উত্তরঃ তিরোভাব

বিস্তারিত

245. সমুদ্র শব্দের বিপরীত শব্দ হলো -

  • ক. স্রোতস্বিনী
  • খ. ঊর্মি
  • গ. অর্ণব
  • ঘ. তরঙ্গ

উত্তরঃ স্রোতস্বিনী

বিস্তারিত

246. ‘ব্যর্থ’ শব্দের বিপরীতার্থক -

  • ক. সার্থক
  • খ. স্বার্থক
  • গ. পরার্থ
  • ঘ. অপর্থ

উত্তরঃ সার্থক

বিস্তারিত

247. ‘অমৃত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. তরল
  • খ. গরল
  • গ. কটু
  • ঘ. তিক্ত

উত্তরঃ গরল

বিস্তারিত

248. ‘প্রাচীন’ এর বিপরীত শব্দ কী?

  • ক. প্রবীণ
  • খ. নবীন
  • গ. অর্বাচীন
  • ঘ. নতুন

উত্তরঃ অর্বাচীন

বিস্তারিত

249. বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?

  • ক. অমৃত - গরল
  • খ. তস্কর - সাধু
  • গ. কৃশ - স্থুল
  • ঘ. অর্বাচীন - আধুনিক

উত্তরঃ অর্বাচীন - আধুনিক

বিস্তারিত

250. বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. উদ্ধত্ত
  • খ. ঔদ্ভত্য
  • গ. ঔদ্ধত
  • ঘ. উদ্ধত্য

উত্তরঃ ঔদ্ভত্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects