বিপরীতার্থক শব্দ

201. 'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অকুটিল
  • খ. সরল
  • গ. অকৃতিম
  • ঘ. সোজা

উত্তরঃ সরল

বিস্তারিত

202. 'মুক্ত' এর বিপরীতার্থক শব্দ--

  • ক. বাহির
  • খ. মুক্তি
  • গ. বন্ধ
  • ঘ. স্বাধীন

উত্তরঃ বন্ধ

বিস্তারিত

203. 'সুরভি' এর বিপরীতার্থক শব্দ---

  • ক. সুশীল
  • খ. পুতি
  • গ. শুভ্র
  • ঘ. কৃষ

উত্তরঃ পুতি

বিস্তারিত

204. 'সংকীর্ণ'- এর বিপরীত শব্দ কি?

  • ক. বিস্তৃত
  • খ. চওড়া
  • গ. প্রসারিত
  • ঘ. প্রশস্ত

উত্তরঃ প্রশস্ত

বিস্তারিত

205. 'যোজক'- এর বিপরীত শব্দ কি?

  • ক. হ্রাস
  • খ. প্রণালী
  • গ. বিয়োজক
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিয়োজক

বিস্তারিত

206. 'সংকুচিত' -এর বিপরীতার্থক শব্দ কি?

  • ক. বিস্তৃত
  • খ. প্রশস্ত
  • গ. প্রসারিত
  • ঘ. চওড়া

উত্তরঃ প্রসারিত

বিস্তারিত

207. 'এঁড়ে' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. বকনা
  • খ. গোঁয়ার
  • গ. আনাড়ি
  • ঘ. অকপট

উত্তরঃ বকনা

বিস্তারিত

208. 'সান্ত' এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. গতিশীল
  • খ. অনন্ত
  • গ. অনবরত
  • ঘ. স্থির

উত্তরঃ অনন্ত

বিস্তারিত

209. 'কৃতঘ্ন' এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. ক্ষতিকর
  • খ. উপকারী
  • গ. কৃতজ্ঞ
  • ঘ. অকৃতজ্ঞ

উত্তরঃ কৃতজ্ঞ

বিস্তারিত

210. 'অমরাবতী'- এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. নরক
  • খ. দ্যুলোক
  • গ. অম্বর
  • ঘ. সুরলোক

উত্তরঃ নরক

বিস্তারিত

211. 'কড়ি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. কানা
  • খ. পয়সা
  • গ. মধুর
  • ঘ. কোমল

উত্তরঃ কোমল

বিস্তারিত

212. 'সহোদর' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে নিচের কোন শব্দ?

  • ক. জাতিক
  • খ. বৈমাত্রেয়
  • গ. অগ্রজ
  • ঘ. অনাদর

উত্তরঃ বৈমাত্রেয়

বিস্তারিত

213. 'খিড়কি' শব্দের বিপরীতার্থক শব্দ--

  • ক. সিংহদ্বার
  • খ. চিলেকোঠা
  • গ. বাতায়ন
  • ঘ. গুপ্তপথ

উত্তরঃ সিংহদ্বার

বিস্তারিত

214. 'মোক্ষ' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. মুখর
  • খ. মুখ্য
  • গ. বন্ধন
  • ঘ. মুক্ত

উত্তরঃ বন্ধন

বিস্তারিত

215. 'ঊষা' শব্দটির বিপরীতার্থক শব্দঃ

  • ক. গোধুলী
  • খ. আনত
  • গ. অস্ত
  • ঘ. সন্ধ্যা

উত্তরঃ সন্ধ্যা

বিস্তারিত

216. 'ভূত' এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. সম্ভব
  • খ. প্রেত
  • গ. ভাবী
  • ঘ. বর্তমান

উত্তরঃ ভাবী

বিস্তারিত

217. 'বন্ধুর' শব্দের বিপরীতার্থক শব্দ কী?

  • ক. মসৃণ
  • খ. উৎরাই
  • গ. উঁচুনীচু
  • ঘ. পাহাড়ি

উত্তরঃ মসৃণ

বিস্তারিত

218. ইহলৌকিক শব্দের বিপরীত শব্দ--

  • ক. পরলোক
  • খ. পরলৌকিক
  • গ. পরকাল
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ পরলৌকিক

বিস্তারিত

219. ঈর্ষা শব্দের বিপরীত শব্দ--

  • ক. ভালোবাসা
  • খ. ঘৃণা
  • গ. পছন্দ
  • ঘ. প্রীতি

উত্তরঃ প্রীতি

বিস্তারিত

220. ঋজু শব্দের বিপরীত শব্দ--

  • ক. সোজা
  • খ. সরল
  • গ. বক্র
  • ঘ. বাঁকা

উত্তরঃ বক্র

বিস্তারিত

221. একতা শব্দের বিপরীত শব্দ--

  • ক. সঙ্গী
  • খ. ছাড়াছাড়ি
  • গ. বিচ্ছিন্নতা
  • ঘ. একাগ্রতা

উত্তরঃ বিচ্ছিন্নতা

বিস্তারিত

222. ঐকমত্য শব্দের বিপরীত শব্দ--

  • ক. মতভেদ
  • খ. মতামত
  • গ. একমত
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মতভেদ

বিস্তারিত

223. ওস্তাদ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. সহকারী
  • খ. সাগরেদ
  • গ. শিষ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সাগরেদ

বিস্তারিত

224. খুঁত শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. খাঁটি
  • খ. নির্মল
  • গ. নিখুঁত
  • ঘ. গরল

উত্তরঃ নিখুঁত

বিস্তারিত

225. চালু শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. বুদ্ধিমান
  • খ. বোকা
  • গ. অচালু
  • ঘ. স্থির

উত্তরঃ অচালু

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects