বিপরীতার্থক শব্দ

76. ‘প্রসন্ন’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রতিপন্ন
  • খ. বিষণ্ণ
  • গ. বিপন্ন
  • ঘ. নিকৃষ্ট

উত্তরঃ বিষণ্ণ

বিস্তারিত

77. ‘ক্ষীয়মাণ’ - এর বিপরীত শব্দ কি?

  • ক. বৃহৎ
  • খ. বর্ধিষ্ণু
  • গ. বর্ধমান
  • ঘ. বৃদ্ধিপ্রাপ্ত

উত্তরঃ বর্ধমান

বিস্তারিত

78. ‘অতিকায়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. অল্প
  • খ. অণু
  • গ. ক্ষুদ্রকায়
  • ঘ. বৃহৎ

উত্তরঃ ক্ষুদ্রকায়

বিস্তারিত

79. নিচের কোন শব্দটি ভিন্নার্থক?

  • ক. জলধি
  • খ. প্রবাহিণী
  • গ. সিন্ধু
  • ঘ. সমুদ্র

উত্তরঃ প্রবাহিণী

বিস্তারিত

80. ‘সরস’ শব্দে বিপরীত অর্থবোধক শব্দ কোনটি?

  • ক. সুরস
  • খ. বিরস
  • গ. নীরস
  • ঘ. সুরল

উত্তরঃ নীরস

বিস্তারিত

81. ‘অনুরাগ’ - শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. অভিমান
  • খ. অনুভব
  • গ. বিবাদ
  • ঘ. বিরাগ

উত্তরঃ বিরাগ

বিস্তারিত

82. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ -

  • ক. নীরস
  • খ. সবল
  • গ. নিশ্চেষ্ট
  • ঘ. দুর্বল

উত্তরঃ নিশ্চেষ্ট

বিস্তারিত

83. ‘মুখ্য’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রধান
  • খ. গৌণ
  • গ. সুক্ষ
  • ঘ. গুণ্য

উত্তরঃ গৌণ

বিস্তারিত

84. ‘চপল’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. ঠাণ্ডা
  • খ. রাশভারী
  • গ. চালাক
  • ঘ. সরল

উত্তরঃ রাশভারী

বিস্তারিত

85. ‘ঐচ্ছিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. আবশ্যক
  • খ. আবশ্যকীয়
  • গ. আবিশ্যিক
  • ঘ. অত্যাবশ্যক

উত্তরঃ আবিশ্যিক

বিস্তারিত

86. ‘বন্ধুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. মিষ্টি
  • খ. মসৃণ
  • গ. অমসৃণ
  • ঘ. সমতল

উত্তরঃ মসৃণ

বিস্তারিত

87. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. নির্ভর
  • খ. বিস্ময়
  • গ. প্রত্যয়
  • ঘ. দ্বিধা

উত্তরঃ প্রত্যয়

বিস্তারিত

88. ‘বন্ধন’ এর বিপরীত শব্দ হচ্ছে-

  • ক. মুক্ত
  • খ. উন্মক্ত
  • গ. মুক্তি
  • ঘ. খোলা

উত্তরঃ মুক্তি

বিস্তারিত

89. ‘সৌম্য’ এর বিপরতি শব্দ-

  • ক. শান্ত
  • খ. কঠিন
  • গ. উদ্ধত
  • ঘ. উগ্র

উত্তরঃ উগ্র

বিস্তারিত

90. ‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ-

  • ক. মেজাজ
  • খ. চপল
  • গ. সৌম্য
  • ঘ. বিজ্ঞ

উত্তরঃ সৌম্য

বিস্তারিত

91. ‘চপল’-এর বিপরীতার্থক শব্দ

  • ক. স্তব্ধ
  • খ. রাশভারী
  • গ. ঠাণ্ডা
  • ঘ. গম্ভীর

উত্তরঃ গম্ভীর

বিস্তারিত

92. ‘উদার’ এর বিপরীতার্থক শব্দ--

  • ক. কঠিন
  • খ. কোমল
  • গ. সংকীর্ণ
  • ঘ. হৃদয়বান

উত্তরঃ সংকীর্ণ

বিস্তারিত

93. অর্বাচীন-এর বিপরীতার্থক শব্দ--

  • ক. অচেনা
  • খ. নবীন
  • গ. প্রাচীন
  • ঘ. তরুণ

উত্তরঃ প্রাচীন

বিস্তারিত

94. ‘কোমল’ এর বিপরীতার্থক শব্দ-

  • ক. কর্কশ
  • খ. কঠিন
  • গ. শক্ত
  • ঘ. মমত্ব

উত্তরঃ কর্কশ

বিস্তারিত

95. ‘অনুগ্রহ’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. দয়া
  • খ. কঠোর
  • গ. বিগ্রহ
  • ঘ. নিগ্রহ

উত্তরঃ নিগ্রহ

বিস্তারিত

96. ‘বিদিত’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অজ্ঞাত
  • খ. গৃহীত
  • গ. বিদীর্ণ
  • ঘ. বিসর্জন

উত্তরঃ অজ্ঞাত

বিস্তারিত

97. ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?

  • ক. বৃহৎ
  • খ. বহিষ্ণু
  • গ. বর্ধমান
  • ঘ. বৃদ্ধিপ্রাপ্ত

উত্তরঃ বর্ধমান

বিস্তারিত

98. ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অরন্য
  • খ. পর্বত
  • গ. স্থাবর
  • ঘ. সমুদ্র

উত্তরঃ স্থাবর

বিস্তারিত

99. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ--

  • ক. শৈত্য
  • খ. শীতল
  • গ. উত্তাপ
  • ঘ. হিম

উত্তরঃ শৈত্য

বিস্তারিত

100. কোনটি ‘অধিত্যকা’ শব্দের বিপরীতার্থক শব্দ?

  • ক. অন্ধকার
  • খ. তিরোভাব
  • গ. হালকা
  • ঘ. উপত্যকা

উত্তরঃ উপত্যকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects