ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন
1. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন?
- ক. ডেবিট হেয়ার
- খ. উইলিয়াম কেরি
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. মদনমোহন তর্কালঙ্কার
উত্তরঃ উইলিয়াম কেরি
3. কি কারনে ব্যাকরণ পাঠের প্রয়োজন?
- ক. ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
- খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্নয়ের জন্য
- গ. ভাষার বিকাশের জন্য
- ঘ. ভাষা শিক্ষার জন্য
উত্তরঃ ভাষার শুদ্ধাশুদ্ধি নির্নয়ের জন্য
4. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
- ক. A Grammar of the Bengali Language
- খ. মাতৃভাষা ও রচনা সওগাত
- গ. সরল ভাষা ও ব্যাকরণ রচনা
- ঘ. বাংলা ব্যাকরণ
উত্তরঃ A Grammar of the Bengali Language
5. ধ্বনি পরিবর্তন ও লোপ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. ধ্বনিতত্ত্বে
- গ. অর্থতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
6. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
- ক. শব্দতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. ধ্বনিতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
7. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়?
- ক. ক্রিয়াপদ সংকুচিত রূপ ব্যবহৃত হয়
- খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
- গ. তৎসম শব্দের প্রয়োগ বেশি
- ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তরঃ তৎসম শব্দের প্রয়োগ বেশি
9. সাধুভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
- ক. বিশেষ্য ও সর্বনাম
- খ. বিশেষ্য ও ক্রিয়া
- গ. সর্বনাম ও ক্রিয়া
- ঘ. ক্রিয়া ও বিশেষন
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
10. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
- ক. তৎসম শব্দবহুল
- খ. পরিবর্তনশীল
- গ. কৃতিম
- ঘ. গুরুগম্ভীর
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
15. কখনো কখনো উদ্ধৃতির পূর্বে--
- ক. সেমিকোলন বসে
- খ. হাইফেন বসে
- গ. কোলন বসে
- ঘ. প্রশ্নবোধক চিহ্ন বসে
উত্তরঃ কোলন বসে
16. কারো উক্তি যথাযথ বর্ণনা করতে ব্যবহৃত হয় কোন চিহ্ন?
- ক. কোলন
- খ. বন্ধনী
- গ. কমা
- ঘ. উদ্ধৃতি চিহ্ন
উত্তরঃ উদ্ধৃতি চিহ্ন
17. পরবর্তী রূপবোধক চিহ্নে কত সময় বিরতির প্রয়োজন?
- ক. ১ বলার দ্বিগুণ সময়
- খ. থামার প্রয়োজন নেই
- গ. ১ সেকেন্ড
- ঘ. ১ বলতে যে সময় লাগে
উত্তরঃ থামার প্রয়োজন নেই
21. দাড়ি (পূর্ণচ্ছেদ) এ কত সময় থামতে হয়?
- ক. এক মিনিট
- খ. এক উচ্চারণে যে সময় লাগে
- গ. থামার প্রয়োজন নেই
- ঘ. এক সেকেন্ড
উত্তরঃ এক সেকেন্ড
22. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
- ক. ভারতীয় আর্য
- খ. সংস্কৃত
- গ. ইন্দো-ইউরোপীয়
- ঘ. বঙ্গ-কামরূপী
উত্তরঃ বঙ্গ-কামরূপী
23. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
- ক. কানাড়ি ভাষা
- খ. বৈদিক ভাষা
- গ. হিন্দি ভাষা
- ঘ. প্রাকৃত ভাষা
উত্তরঃ প্রাকৃত ভাষা
24. বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
- ক. বৈষ্ণবপদাবলী
- খ. শ্রীকৃষ্ণকীর্তন
- গ. চর্যাপদ
- ঘ. রামায়ণ
উত্তরঃ চর্যাপদ
25. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
- ক. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
- খ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
- গ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
- ঘ. দ্বশম থেকে চতুর্দশ শতাব্দী
উত্তরঃ দ্বশম থেকে চতুর্দশ শতাব্দী