ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন

1. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন?

  • ক. ডেবিট হেয়ার
  • খ. উইলিয়াম কেরি
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. মদনমোহন তর্কালঙ্কার

উত্তরঃ উইলিয়াম কেরি

বিস্তারিত

2. ব্যাকরণের মৌলিক অংশ কয়টি?

  • ক. ছয়টি
  • খ. পাঁচটি
  • গ. চারটি
  • ঘ. তিনটি

উত্তরঃ চারটি

বিস্তারিত

3. কি কারনে ব্যাকরণ পাঠের প্রয়োজন?

  • ক. ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
  • খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্নয়ের জন্য
  • গ. ভাষার বিকাশের জন্য
  • ঘ. ভাষা শিক্ষার জন্য

উত্তরঃ ভাষার শুদ্ধাশুদ্ধি নির্নয়ের জন্য

বিস্তারিত

4. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?

  • ক. A Grammar of the Bengali Language
  • খ. মাতৃভাষা ও রচনা সওগাত
  • গ. সরল ভাষা ও ব্যাকরণ রচনা
  • ঘ. বাংলা ব্যাকরণ

উত্তরঃ A Grammar of the Bengali Language

বিস্তারিত

5. ধ্বনি পরিবর্তন ও লোপ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

  • ক. রূপতত্ত্বে
  • খ. ধ্বনিতত্ত্বে
  • গ. অর্থতত্ত্বে
  • ঘ. বাক্যতত্ত্বে

উত্তরঃ ধ্বনিতত্ত্বে

বিস্তারিত

6. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?

  • ক. শব্দতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. ধ্বনিতত্ত্বে
  • ঘ. বাক্যতত্ত্বে

উত্তরঃ ধ্বনিতত্ত্বে

বিস্তারিত

7. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়?

  • ক. ক্রিয়াপদ সংকুচিত রূপ ব্যবহৃত হয়
  • খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
  • গ. তৎসম শব্দের প্রয়োগ বেশি
  • ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়

উত্তরঃ তৎসম শব্দের প্রয়োগ বেশি

বিস্তারিত

8. ভাষা কি?

  • ক. শব্দের উচ্চারণ
  • খ. ধ্বনির উচ্চারণ
  • গ. বাক্যের উচ্চারণ
  • ঘ. ভাবের উচ্চারণ

উত্তরঃ শব্দের উচ্চারণ

বিস্তারিত

9. সাধুভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?

  • ক. বিশেষ্য ও সর্বনাম
  • খ. বিশেষ্য ও ক্রিয়া
  • গ. সর্বনাম ও ক্রিয়া
  • ঘ. ক্রিয়া ও বিশেষন

উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া

বিস্তারিত

10. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

  • ক. তৎসম শব্দবহুল
  • খ. পরিবর্তনশীল
  • গ. কৃতিম
  • ঘ. গুরুগম্ভীর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

11. বাক্যে স্বল্প বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?

  • ক. কোলন
  • খ. দাঁড়ি
  • গ. সেমিকোলন
  • ঘ. কমা

উত্তরঃ কমা

বিস্তারিত

12. বাক্যে দৃষ্টান্ত প্রয়োগের জন্য কোন চিহ্ন বসে?

  • ক. কোলন
  • খ. হাইফেন
  • গ. কমা
  • ঘ. অর্ধচ্ছেদ

উত্তরঃ কোলন

বিস্তারিত

13. কমা চিহ্ন কোনটি?

  • ক. ,
  • খ. :
  • গ. ?
  • ঘ. ;

উত্তরঃ ,

বিস্তারিত

14. বিস্ময় চিহ্ন কোনটি?

  • ক. :-
  • খ. !
  • গ. :
  • ঘ. ;

উত্তরঃ !

বিস্তারিত

15. কখনো কখনো উদ্ধৃতির পূর্বে--

  • ক. সেমিকোলন বসে
  • খ. হাইফেন বসে
  • গ. কোলন বসে
  • ঘ. প্রশ্নবোধক চিহ্ন বসে

উত্তরঃ কোলন বসে

বিস্তারিত

16. কারো উক্তি যথাযথ বর্ণনা করতে ব্যবহৃত হয় কোন চিহ্ন?

  • ক. কোলন
  • খ. বন্ধনী
  • গ. কমা
  • ঘ. উদ্ধৃতি চিহ্ন

উত্তরঃ উদ্ধৃতি চিহ্ন

বিস্তারিত

17. পরবর্তী রূপবোধক চিহ্নে কত সময় বিরতির প্রয়োজন?

  • ক. ১ বলার দ্বিগুণ সময়
  • খ. থামার প্রয়োজন নেই
  • গ. ১ সেকেন্ড
  • ঘ. ১ বলতে যে সময় লাগে

উত্তরঃ থামার প্রয়োজন নেই

বিস্তারিত

18. উদ্ধরণ চিহ্ন কাকে বলে?

  • ক. '
  • খ. ""
  • গ. ;
  • ঘ. :

উত্তরঃ ""

বিস্তারিত

20. হাইফেন চিহ্ন কোনটি?

  • ক. !
  • খ. ;
  • গ. -
  • ঘ. ,

উত্তরঃ -

বিস্তারিত

21. দাড়ি (পূর্ণচ্ছেদ) এ কত সময় থামতে হয়?

  • ক. এক মিনিট
  • খ. এক উচ্চারণে যে সময় লাগে
  • গ. থামার প্রয়োজন নেই
  • ঘ. এক সেকেন্ড

উত্তরঃ এক সেকেন্ড

বিস্তারিত

22. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

  • ক. ভারতীয় আর্য
  • খ. সংস্কৃত
  • গ. ইন্দো-ইউরোপীয়
  • ঘ. বঙ্গ-কামরূপী

উত্তরঃ বঙ্গ-কামরূপী

বিস্তারিত

23. বাংলা ভাষার মূল উৎস কোনটি?

  • ক. কানাড়ি ভাষা
  • খ. বৈদিক ভাষা
  • গ. হিন্দি ভাষা
  • ঘ. প্রাকৃত ভাষা

উত্তরঃ প্রাকৃত ভাষা

বিস্তারিত

24. বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. বৈষ্ণবপদাবলী
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. চর্যাপদ
  • ঘ. রামায়ণ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

25. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

  • ক. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
  • খ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
  • গ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
  • ঘ. দ্বশম থেকে চতুর্দশ শতাব্দী

উত্তরঃ দ্বশম থেকে চতুর্দশ শতাব্দী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects