ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন

26. বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?

  • ক. রাম রাম বসু
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. রাজা রামমোহন রায়

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

27. কোন লিপি ডানদিক থেকে লেখা হত?

  • ক. উদ্ধলিপি
  • খ. আরবীলিপি
  • গ. খরোষ্ঠীলিপি
  • ঘ. ব্রাক্ষী লিপি

উত্তরঃ খরোষ্ঠীলিপি

বিস্তারিত

28. ভাষার মৌলিক রীতি কোনটি?

  • ক. লেখা ও বলার রীতি
  • খ. কথা বলার রীতি
  • গ. লেখার রীতি
  • ঘ. বক্তৃতার রীতি

উত্তরঃ লেখার রীতি

বিস্তারিত

29. বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি?

  • ক. বৈদিক ভাষা
  • খ. প্রাকৃত
  • গ. প্রত্ন-উড়িয়া
  • ঘ. প্রত্ন-বাঙ্গালা

উত্তরঃ প্রাকৃত

বিস্তারিত

30. কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?

  • ক. পাল আমলে
  • খ. পাঠান আমলে
  • গ. গুপ্ত আমলে
  • ঘ. সেন আমলে

উত্তরঃ পাঠান আমলে

বিস্তারিত

31. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়?

  • ক. কথ্য রীতি
  • খ. চলিত রীতি
  • গ. আঞ্চলিক রীত
  • ঘ. সাধু রীতি

উত্তরঃ সাধু রীতি

বিস্তারিত

33. প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুনঃ

  • ক. ভোজপুরী
  • খ. বৈদিক
  • গ. প্রাকৃত
  • ঘ. পালি

উত্তরঃ বৈদিক

বিস্তারিত

34. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?

  • ক. মিশ্রভাষা
  • খ. উপভাষা
  • গ. সাধু ভাষা
  • ঘ. চলিত ভাষা

উত্তরঃ উপভাষা

বিস্তারিত

35. ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি?

  • ক. সংস্কৃত ভাষা
  • খ. অনার্য ভাষা
  • গ. বৈদিক ভাষা
  • ঘ. মূল আর্যভাষা

উত্তরঃ অনার্য ভাষা

বিস্তারিত

36. দেশ, কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য হয়?

  • ক. বাক্যের
  • খ. ভাষার
  • গ. শব্দের
  • ঘ. ধ্বনির

উত্তরঃ ভাষার

বিস্তারিত

37. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋনী?

  • ক. সংস্কৃত
  • খ. অবহট্ট
  • গ. অপভ্রংশ
  • ঘ. পালি

উত্তরঃ অপভ্রংশ

বিস্তারিত

38. মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি?

  • ক. আচরণ
  • খ. ইঙ্গিত
  • গ. চিত্র
  • ঘ. ভাষা

উত্তরঃ ভাষা

বিস্তারিত

39. "বঙ্গ-কামরূপী" থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি?

  • ক. ব্রজবুলি
  • খ. উড়িয়া
  • গ. অসমিয়া
  • ঘ. হিন্দি

উত্তরঃ অসমিয়া

বিস্তারিত

40. উনিশ শতকে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটান কারা?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি
  • খ. রাজা রামমোহন রায়, মধুসূদন দত্ত
  • গ. আবদুল হাকিম, আলাওল
  • ঘ. প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রাজা রামমোহন রায়, মধুসূদন দত্ত

বিস্তারিত

41. 'বাংলা' কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত?

  • ক. ইন্দো-আর্য
  • খ. তিব্বতী-বার্মিজ
  • গ. দ্রাবিড়
  • ঘ. অস্ট্রো এশিয়াটিক

উত্তরঃ ইন্দো-আর্য

বিস্তারিত

42. সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়--

  • ক. ১৯৯০ সালে
  • খ. ১৯৮৭ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

উত্তরঃ ১৯৮৭ সালে

বিস্তারিত

43. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায়--

  • ক. ২৮ কোটি
  • খ. ২৩ কোটি
  • গ. ২৫ কোটি
  • ঘ. ১৮ কোটি

উত্তরঃ ২৩ কোটি

বিস্তারিত

44. বাংলা ভাষার পূর্ববর্তী স্তর--

  • ক. মহারাষ্ট্রী প্রাকৃত
  • খ. শৌরসেনী প্রাকৃত
  • গ. মাগধী প্রাকৃত
  • ঘ. পৈশাচী প্রাকৃত

উত্তরঃ মাগধী প্রাকৃত

বিস্তারিত

45. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি?

  • ক. গুড়িয়া
  • খ. অসমিয়া
  • গ. অপভ্রংশ
  • ঘ. মারাঠি

উত্তরঃ অপভ্রংশ

বিস্তারিত

46. বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?

  • ক. ১ টি
  • খ. ২ টি
  • গ. ৩ টি
  • ঘ. ৪ টি

উত্তরঃ ৪ টি

বিস্তারিত

47. ভাষার একক হলো--

  • ক. ধ্বনি
  • খ. বাক্য
  • গ. বর্ণ
  • ঘ. শব্দ

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

48. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

  • ক. সংস্কৃত
  • খ. বঙ্গ-কামরূপী
  • গ. হিন্দি
  • ঘ. অসমিয়া

উত্তরঃ বঙ্গ-কামরূপী

বিস্তারিত

49. 'বুনো' কোন ভাষারীতির শব্দ?

  • ক. সাধু ভাষা
  • খ. কথ্য ভাষা
  • গ. আঞ্চলিক ভাষা
  • ঘ. চলিত ভাষা

উত্তরঃ চলিত ভাষা

বিস্তারিত

50. নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?

  • ক. তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
  • খ. তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
  • গ. তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
  • ঘ. তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়াছে

উত্তরঃ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects