ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন
126. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
- ক. হাইফেন
- খ. কোলন
- গ. কোলন ড্যাশ
- ঘ. ড্যাশ
উত্তরঃ কোলন
130. ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় না--
- ক. কথার বিস্তারে
- খ. নাটকের সংলাপের আগে
- গ. সম্বোধন বোঝাতে
- ঘ. অসম্পূর্ণ বাক্যের শেষে
উত্তরঃ সম্বোধন বোঝাতে
132. নিচের কোন কবিতায় মাত্র দুটি বিরামচিহ্ন ব্যবহৃত হয়েছে?
- ক. আমার পূর্ব বাংলা
- খ. তাহারেই পড়ে মনে
- গ. বাংলাদেশ
- ঘ. সোনার তরী
উত্তরঃ আমার পূর্ব বাংলা
133. 'যত্ন করে লাগাতো মৌসুমি ফুল গন্ধরাজ বকুল হাসনাহেনা দুচারটে গোলাপও' বাক্যটিতে বিরামচিহ্ন বসবে--
- ক. ৫ টি
- খ. ৪ টি
- গ. ৬ টি
- ঘ. ২ টি
উত্তরঃ ৫ টি
134. যতি বা ছেদ চিহ্নের ব্যবহার ব্যাকরণেরঃ
- ক. অর্থতত্ত্বে
- খ. বাক্যতত্ত্বে
- গ. শব্দতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
135. হাইফেন এ কতটুকু থামতে হয়?
- ক. এক বলার দ্বিগুণ
- খ. এক মিনিট
- গ. থামার প্রয়োজন নেই
- ঘ. এক সেকেন্ড
উত্তরঃ থামার প্রয়োজন নেই
136. যে ইংরেজ ব্যাক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী অয়ে আছে তার নাম---
- ক. লর্ড উইলিয়াম বেন্টিংক
- খ. উইলিয়াম কেরি
- গ. লর্ড ক্লাইভ
- ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ উইলিয়াম কেরি
137. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই ?
- ক. হাইফেন
- খ. ড্যাস
- গ. সেমিকোলন
- ঘ. কোলন
উত্তরঃ হাইফেন
There are no comments yet.