ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন
51. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. প্যারীচাঁদ মিত্র
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ প্রমথ চৌধুরী
52. ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতার উপযোগী?
- ক. আঞ্চলিক রীতি
- খ. সাধু রীতি
- গ. চলিত রীতি
- ঘ. লেখ্য রীতি
উত্তরঃ চলিত রীতি
53. বাংলা সাধু ভাষা বলতে বোঝায়--
- ক. নাটক রচনার ভাষা
- খ. কবিতা রচনার ভাষা
- গ. তৎসম শব্দবহুল ভাষার রীতি
- ঘ. সাধু পুরুষদের ব্যবহৃত ভাষা
উত্তরঃ তৎসম শব্দবহুল ভাষার রীতি
56. প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?
- ক. চলিত ভাষার ব্যবহারে
- খ. গদ্য কবিতা রচনায়
- গ. সাহিত্যে মুসলিম চরিত্র সৃষ্টিতে
- ঘ. উপন্যাসে ইতিহাস বর্জনে
উত্তরঃ চলিত ভাষার ব্যবহারে
60. বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
- ক. সাধুরীতি
- খ. চলিতরীতি
- গ. কথ্যরীতি
- ঘ. মিশ্ররীতি
উত্তরঃ সাধুরীতি
61. সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
- ক. উৎপ্রেক্ষা দোষে
- খ. বাহুল্য দোষে
- গ. গুরুচণ্ডালী দোষে
- ঘ. আঞ্চলিক দোষে
উত্তরঃ গুরুচণ্ডালী দোষে
62. গুরুচণ্ডালী দোষ কিসের সাথে সম্পর্কিত?
- ক. রূপতত্ত্বের সঙ্গে
- খ. ভাষারীতির সঙ্গে
- গ. উচ্চারণের সঙ্গে
- ঘ. বানানের সঙ্গে
উত্তরঃ ভাষারীতির সঙ্গে
65. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে?
- ক. বাহুল্য দোষ
- খ. গুরুচণ্ডালী দোষ
- গ. দুর্বোধ্যতা
- ঘ. উপমার ভুল প্রয়োগ
উত্তরঃ গুরুচণ্ডালী দোষ
72. বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ কয় প্রকার?
- ক. ২ প্রকার
- খ. ৩ প্রকার
- গ. ৪ প্রকার
- ঘ. ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
There are no comments yet.