প্রত্যয়
27. ‘দোলনা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. দুল্+ না
- খ. দোল্ + না
- গ. দোল্ + অনা
- ঘ. দোল্না + না
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
28. যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়?
- ক. প্রত্যয়
- খ. সন্ধি
- গ. সমাস
- ঘ. অব্যয়
উত্তরঃ প্রত্যয়
29. নিচের কোনটি দ্বন্দ্বের প্রকৃতি নয়?
- ক. মতানৈক্য
- খ. বিপরীতমুখী সম্পর্ক
- গ. প্রতিযোগিতা
- ঘ. পরিবেশের প্রভাব
উত্তরঃ পরিবেশের প্রভাব
30. বর্তমানে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক কয়টি?
- ক. ৬৪টি
- খ. ৬৩টি
- গ. ৬২টি
- ঘ. ৫৭টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
32. ‘প্রচলিত’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
- ক. ইত প্রত্যয়
- খ. ই প্রত্যয়
- গ. ঈয় প্রত্যয়
- ঘ. তা প্রত্যয়
উত্তরঃ ইত প্রত্যয়
34. ‘বার্ষিক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. বর্ষ + ষ্ণিক
- খ. ব + ষ্ণিক
- গ. বরষ + ইক
- ঘ. বর্ষা + ষ্ণিক
উত্তরঃ বর্ষ + ষ্ণিক
- ক. বৃদ্ধ + ইয়স
- খ. বৃদ্ধ + ঈয়স
- গ. বৃদ্ধ + ত্রীয়স
- ঘ. বৃদ্ধ + নীরস
উত্তরঃ বৃদ্ধ + ঈয়স
- ক. বাংলা কৃৎ প্রত্যয়
- খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
- গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- ঘ. বিদেশি তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ বিদেশি তদ্ধিত প্রত্যয়
38. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. দুল + না
- খ. দোল + ন
- গ. দোল + অনা
- ঘ. দোলনা + আ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
39. ‘মহিমা’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. মহি + ইমন
- খ. মহা + ইমা
- গ. মহিম + আ
- ঘ. মহৎ + ইমন
উত্তরঃ মহৎ + ইমন
41. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
- ক. ধাতু প্রত্যয়
- খ. শব্দ প্রত্যয়
- গ. কৃৎ প্রত্যয়
- ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ কৃৎ প্রত্যয়
42. ‘তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. খণ্ড
- গ. যৌগিক
- ঘ. জটিল
উত্তরঃ যৌগিক
43. কোন শব্দটিতে বিদেশী প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
- ক. চালবাজ
- খ. কানকাটা
- গ. বেআক্কেল
- ঘ. দিগগঞ্জ
উত্তরঃ চালবাজ
- ক. সন্ধিজনিত
- খ. প্রত্যয়জনিত
- গ. উপসর্গজনিত
- ঘ. বিভক্তিজনিত
উত্তরঃ প্রত্যয়জনিত
47. ‘জনক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. জন+এক
- খ. জনক+আ
- গ. জন+ইক
- ঘ. জনি+অক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
48. কোন ই/ঈ প্রত্যয় বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. নেপালি
- খ. রাখালি
- গ. সরকারি
- ঘ. বাহাদুরি
উত্তরঃ রাখালি
49. ‘পিতা’ কিভাবে ‘পৈত্রিক’ -এ রূপান্তরিত হয়েছে?
- ক. পিতা+উক
- খ. পিতা+ঋক
- গ. পিতা+এক
- ঘ. পিতা+ইক
উত্তরঃ পিতা+ইক
- ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
- খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
- গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- ঘ. বাংলা কৃৎ প্রত্যয়
উত্তরঃ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়