প্রত্যয়

176. 'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি ?

  • ক. √দীপ্য + মান
  • খ. √দীপ + আনন
  • গ. √দীপ + আন
  • ঘ. √দীপ + শানচ

উত্তরঃ √দীপ + শানচ

বিস্তারিত

177. কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. ধেনো
  • খ. জেলে
  • গ. গেছো
  • ঘ. জমিদার

উত্তরঃ জেলে

বিস্তারিত

178. নিচের কোনগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ?

  • ক. ওয়ালা, গর, পনা
  • খ. ইমন, ইষ্ঠ, ঈন
  • গ. আল, আলো, আলি
  • ঘ. দার, বাজ, সই

উত্তরঃ ইমন, ইষ্ঠ, ঈন

বিস্তারিত

179. নিচের কোনটি বিদেশী তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ?

  • ক. তাঁবেদার
  • খ. বাহাদুরি
  • গ. কনকনে
  • ঘ. হাজিরা

উত্তরঃ তাঁবেদার

বিস্তারিত

180. নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ?

  • ক. বড়াই
  • খ. ছেলেমি
  • গ. দেনাদার
  • ঘ. সার্বভৌম

উত্তরঃ সার্বভৌম

বিস্তারিত

181. 'নীলিমা' শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?

  • ক. নীল + ইমা
  • খ. নীল + ইমন
  • গ. নীঃ + ইমন
  • ঘ. নীল + ঈমা

উত্তরঃ নীল + ইমন

বিস্তারিত

182. 'মেধাবী' শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?

  • ক. মেধা + বি
  • খ. মেধাবি + ঈ
  • গ. মেধা + ইন
  • ঘ. মেধা + বিন

উত্তরঃ মেধা + বিন

বিস্তারিত

183. 'চৌকিদার' শব্দের দার কোন ভাষা থেকে এসেছে ?

  • ক. হিন্দি
  • খ. ইংরেজি
  • গ. ফারসি
  • ঘ. আরবি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

184. নিচের কোনটি বিশেষ নিয়মের প্রত্যয়যোগে গঠিত শব্দ ?

  • ক. গতি
  • খ. দুগ্ধ
  • গ. সিক্ত
  • ঘ. মতি

উত্তরঃ মতি

বিস্তারিত

185. 'যশস্বী' এর সঠিক প্রত্যয় কোনটি ?

  • ক. যশ + বিন
  • খ. যশঃ + বিন
  • গ. যশো + শি
  • ঘ. যশোঃ + শী

উত্তরঃ যশঃ + বিন

বিস্তারিত

186. নিচের কোনটি 'মানব' এর সঠিক প্রত্যয় ?

  • ক. মনু + ষ্ণ
  • খ. মনু + ষ্ণু
  • গ. মানব + অ
  • ঘ. মানুষ + ষ্ণ

উত্তরঃ মনু + ষ্ণ

বিস্তারিত

187. সূর্য শব্দটিতে নিচের কোন প্রত্যয় যুক্ত হয়েছে ?

  • ক. অ
  • খ. ষ্ণ্য
  • গ. ষ্ণ
  • ঘ. ষ্ণু

উত্তরঃ ষ্ণ্য

বিস্তারিত

188. 'মানব' কোন ধরনের প্রত্যয় ?

  • ক. বাংলা কৃৎ প্রত্যয়
  • খ. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  • গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  • ঘ. বাংলা তদ্ধিত প্রত্যয়

উত্তরঃ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

বিস্তারিত

189. নিচের কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ ?

  • ক. ডুবন্ত
  • খ. চড়াই
  • গ. শৈশব
  • ঘ. নিমাই

উত্তরঃ ডুবন্ত

বিস্তারিত

190. নিচের কোনটি বিশেষ নিয়মে প্রত্যয়যোগে সাধিত শব্দ ?

  • ক. গতি
  • খ. সিক্ত
  • গ. মতে
  • ঘ. দুগ্ধ

উত্তরঃ মতে

বিস্তারিত

191. 'পৈতৃক' এর সঠিক প্রত্যয় কোনটি ?

  • ক. পিতা + ইক
  • খ. পিতা + উক
  • গ. পিতা + এক
  • ঘ. পিতা + ঋক

উত্তরঃ পিতা + ইক

বিস্তারিত

192. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি ?

  • ক. মালা
  • খ. মণ্ডলী
  • গ. কুল
  • ঘ. সমাজ

উত্তরঃ মালা

বিস্তারিত

193. নিচের কোনটি কৃদন্ত শব্দ ?

  • ক. ঢাকা + আই = ঢাকাই
  • খ. ঘাট + তি = ঘাটতি
  • গ. সাপ + উড়ে = সাপুড়ে
  • ঘ. হাট + উরে = হাটুরে

উত্তরঃ ঘাট + তি = ঘাটতি

বিস্তারিত

194. 'কারক' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?

  • ক. √কৃ + অক
  • খ. √কার + অক
  • গ. √কৃচ + ণক
  • ঘ. √কৃ + ণক

উত্তরঃ √কৃ + ণক

বিস্তারিত

195. নিচের কোনটিতে বিশেষ্য পদ গঠনে 'র' প্রত্যয় ব্যবহৃত হয়েছে ?

  • ক. ডাক্তার
  • খ. আমার
  • গ. মধুর
  • ঘ. কিশোর

উত্তরঃ মধুর

বিস্তারিত

196. 'শ্রমী' এর প্রকৃতি -প্রত্যয় কোনটি ?

  • ক. শ্রম + ই
  • খ. শ্রম + ইন
  • গ. শ্রম + আই
  • ঘ. শ্র + অমী

উত্তরঃ শ্রম + ইন

বিস্তারিত

197. 'নন্দন' এর সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি ?

  • ক. √নন্দ + অন
  • খ. √নন + অন
  • গ. √নন + দোন
  • ঘ. √নন্দি + অন

উত্তরঃ √নন্দি + অন

বিস্তারিত

198. নিচের কোনটি 'শক' 'শোক' এর সঠিক প্রকৃতি -প্তায় ?

  • ক. √শু + ঞ
  • খ. শো + অক
  • গ. √শুচ + ঘঞ
  • ঘ. শুচ + ঞ

উত্তরঃ √শুচ + ঘঞ

বিস্তারিত

200. 'চলন্ত' শব্দটির ক্রিয়ামূল কোনটি?

  • ক. চল
  • খ. চল্
  • গ. অন্ত
  • ঘ. চলা

উত্তরঃ চল্

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects