প্রত্যয়
126. পাকড়াও' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. পাক + ড়াও
- খ. পা + কড়াও
- গ. পাকড় + আও
- ঘ. পাকড় + ও
উত্তরঃ পাকড় + আও
128. বিদেশী তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত সাধিত শব্দ কোনটি ?
- ক. মিশুক
- খ. মেঘনা
- গ. বড়াই
- ঘ. পানসে
উত্তরঃ পানসে
132. 'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. বী + অন
- খ. বৃধ + ইষ্ণু
- গ. বর্ধি + ষ্ণু
- ঘ. বর্ধ + ইষ্ণু
উত্তরঃ বৃধ + ইষ্ণু
133. বুদ্ধিমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় -
- ক. বুদ্ধি + মান
- খ. বুদ্ধি + বধুপ
- গ. বুধাই + মান
- ঘ. বুদ্ধি + মতুপ
উত্তরঃ বুদ্ধি + মতুপ
134. বহতা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. বহু + তা
- খ. বহা + তা
- গ. বহ + তা
- ঘ. বহি + তা
উত্তরঃ বহ + তা
137. মানব শব্দটি কোন প্রত্যয় ?
- ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
- খ. বাংলা প্রত্যয়
- গ. সংস্কৃত কৃ প্রত্যয়
- ঘ. বাংলা কৃ প্রত্যয়
উত্তরঃ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
138. ঘটকালি - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. ঘট + আলি
- খ. ঘটক + আলি
- গ. ঘট + কালি
- ঘ. ঘটক + লি
উত্তরঃ ঘটক + আলি
139. দর্শন - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. দশন + অন
- খ. দৃশ + অনট
- গ. দর্শ + ন
- ঘ. দর + শন
উত্তরঃ দৃশ + অনট
140. শ্রবণ - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. শ্রবণ + অ
- খ. শ্রী + অন
- গ. শ্রব + অন
- ঘ. শ্রু + অন
উত্তরঃ শ্রু + অন
141. উক্তি -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. বচ + ক্ত
- খ. উক + তি
- গ. বচ + ক্তি
- ঘ. বচ + তি
উত্তরঃ বচ + তি
142. চলিষ্ণু -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. চল + ষ্ণু
- খ. চলি + ষ্ণু
- গ. চল + ইষ্ণু
- ঘ. চলে + উষ্ণু
উত্তরঃ চল + ইষ্ণু
143. মাইকেলী নাম ধাতুজাত ক্রিয়াপদ কোনটি ?
- ক. ভেংচিকাট
- খ. হারায়
- গ. উত্তরিলা
- ঘ. সাবধান হও
উত্তরঃ হারায়
146. কানাই, নিমাই কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ?
- ক. আদরার্থে
- খ. উপজীবিকা অর্থে
- গ. ভাব অর্থে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ আদরার্থে
148. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় ?
- ক. সান্ধ্য প্রকৃতি
- খ. ক্রিয়া প্রকৃতি
- গ. নাম প্রকৃতি
- ঘ. নৈশ প্রকৃতি
উত্তরঃ নাম প্রকৃতি
150. ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করলে কোন পদ হয় ?
- ক. বিশেষণ
- খ. ক্রিয়া
- গ. বিশেষ্য
- ঘ. অব্যয়
উত্তরঃ ক্রিয়া