প্রত্যয়
201. ঈশ্বর শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √ইশ + বর
- খ. √ঈশ্ + বর
- গ. √ঈস + বর
- ঘ. √ইস + বর
উত্তরঃ √ঈশ্ + বর
202. উড়ন্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √উর + অন্ত
- খ. √ঊড় + অন্ত
- গ. √উর + আন্ত
- ঘ. √উড় + আন্ত
উত্তরঃ √ঊড় + অন্ত
203. চরণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √চর + আন
- খ. √চড় + অন
- গ. √চর + অন
- ঘ. √চর + ণ
উত্তরঃ √চর + অন
204. ছুটি শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √ছুট + ই
- খ. √ছুট্ + ই
- গ. √ছুট + ঈ
- ঘ. √ছুট্ + ঈ
উত্তরঃ √ছুট্ + ই
205. ডিঙা শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. ডিঙি + অ
- খ. ডিঙি + আ
- গ. ডিঙা + অ
- ঘ. ডিঙ + আ
উত্তরঃ ডিঙি + আ
206. পবন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √প + অন
- খ. √পো + অন
- গ. √প + বন
- ঘ. √পো + বন
উত্তরঃ √পো + অন
207. ফেনিল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. ফেন + ঈল
- খ. ফন + ইল
- গ. ফেন + ইল
- ঘ. ফেন + ইলো
উত্তরঃ ফেন + ইল
208. বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. বর্ষ + সীক
- খ. বর্ষ + শীক
- গ. বর্ষ + ষ্ণিক
- ঘ. বর্ষ + ষিক
উত্তরঃ বর্ষ + ষ্ণিক
209. ভৌগলিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. ভূগোল + ষিক
- খ. ভূগোল + ষ্ণিক
- গ. ভূগোল + ষীক
- ঘ. ভূগোল + ষ্ণীক
উত্তরঃ ভূগোল + ষ্ণিক
210. লেঠেল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. লাঠি + এল
- খ. লাঠি + আল
- গ. লাঠি + ইয়াল
- ঘ. লাঠী + ইয়াল
উত্তরঃ লাঠি + আল
211. সিক্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √সিচ + ক্ত
- খ. √সিচ্ + ক্ত
- গ. √শিচ্ + ক্ত
- ঘ. √শিচ + ইক্ত
উত্তরঃ √সিচ্ + ক্ত
213. 'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. শ্রু + √ধা + আ
- খ. শ্র + √ধা + আ
- গ. শ্রুৎ + √ধা + আ
- ঘ. শ্রৎ + √ধা + অ + আ
উত্তরঃ শ্র + √ধা + আ
214. প্রকৃতি ও প্রত্যয় নির্নয় কোনটি ঠিক?
- ক. উত + ভিদ
- খ. উদ্ + ভিদ
- গ. উদ + ভিদ
- ঘ. উৎ + ভিদ
উত্তরঃ উৎ + ভিদ
215. প্রচুর + য = প্রাচুর্য ; কোন প্রত্যয়?
- ক. কৃৎ প্রত্যয়
- খ. তদ্ধিত প্রত্যয়
- গ. বাংলা কৃৎ প্রত্যয়
- ঘ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
উত্তরঃ তদ্ধিত প্রত্যয়
219. বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় ?
- ক. প্রকৃতি
- খ. ধাতু
- গ. প্রাতিপাদিক
- ঘ. কৃদন্ত পদ
উত্তরঃ প্রাতিপাদিক
222. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
- ক. বাঁদী
- খ. সভানেত্রী
- গ. জেলেনী
- ঘ. পেত্নী
উত্তরঃ জেলেনী
224. ‘সর্বাঙ্গীন’ এর প্রকৃতি প্রত্যয়?
- ক. সর্বঙ্গ + ঈন
- খ. সর্ব + অঙ্গীন
- গ. সর্ব + ঙ্গীন
- ঘ. সর্বাঙ্গ + ঈন
উত্তরঃ সর্বাঙ্গ + ঈন
225. ‘মেধাবী’ শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
- ক. মেধা + বিন
- খ. মেধা + বি
- গ. মেধা + বী
- ঘ. মেধা + আবী
উত্তরঃ মেধা + বিন