প্রত্যয়
51. ‘কুলীন’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. কুলা+ইন
- খ. কুল+নীন
- গ. কুলা+নীন
- ঘ. কুলি+ইন
উত্তরঃ কুল+নীন
56. ডিঙি+আ=ডিঙা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. সামান্যতা বোঝাতে
- খ. অবজ্ঞার্থে
- গ. বৃহদার্থে
- ঘ. সাদৃশ্য অর্থে
উত্তরঃ বৃহদার্থে
57. বাঘ+আ=বাঘা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বৃহদার্থে
- খ. অবজ্ঞার্থে
- গ. সাদৃশ্য অর্থে
- ঘ. সামান্যতা বোঝাতে
উত্তরঃ সাদৃশ্য অর্থে
58. ‘কান্না’ শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে?
- ক. কাঁদন+আ
- খ. কান+না
- গ. কাঁদ+না
- ঘ. কাঁদা+না
উত্তরঃ কাঁদ+না
62. ‘ত্যাগ’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. ত্যাগ+অ
- খ. ত+ঘঞ
- গ. ত্যজ্+ঘঞ
- ঘ. ত্য+ষ্ণ
উত্তরঃ ত্যজ্+ঘঞ
64. ‘পাহারাদার’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. পাহারা+দার
- খ. পাহার+দার
- গ. পাহারা+আদার
- ঘ. পাহারা+দারা
উত্তরঃ পাহারা+দার
67. ‘জীবন্ত’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. জীবন+ত
- খ. জীবন+অন্ত
- গ. জীব+অন্ত
- ঘ. জীয়+অন্ত
উত্তরঃ জীব+অন্ত
68. চোর+আই = চোরাই-‘আই’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. অবজ্ঞার্থে
- খ. বৃহদার্থে
- গ. সামান্যতা বোঝাতে
- ঘ. বিশেষণ গঠনে
উত্তরঃ বিশেষণ গঠনে
71. ‘হৈমন্তিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. হেম+ষ্ণিক
- খ. হৈমন্ত+ষ্ণিক
- গ. হেম+ন্তিক
- ঘ. হেমন্ত+ষ্ণিক
উত্তরঃ হেমন্ত+ষ্ণিক
73. ‘চোর’ শব্দে ‘আ’ প্রত্রয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়?
- ক. শ্রদ্ধা
- খ. অবজ্ঞা
- গ. সাদৃশ্য
- ঘ. সামীপ্য
উত্তরঃ অবজ্ঞা
74. ‘জ্ঞানবান’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. জ্ঞান+বান
- খ. জ্ঞান+অজ্ঞান
- গ. জ্ঞান+বতুপ
- ঘ. জ্ঞান+মতুপ
উত্তরঃ জ্ঞান+বতুপ