প্রত্যয়
101. যে শব্দ বা শব্দাংশের অংশকে আর কোনো বিশ্লেষণ বা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে বলে -
- ক. প্রত্যয়
- খ. কারক
- গ. প্রকৃতি
- ঘ. বর্ণ
উত্তরঃ প্রকৃতি
102. 'চালান' - এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. চালান +য
- খ. চাল + আন
- গ. চালান + অ
- ঘ. চালা + আন
উত্তরঃ চাল + আন
103. অন প্রত্যয় যোগে সাধারণত কোন শব্দ গঠিত হয় ?
- ক. বিশ্লেষণ
- খ. গুণবাচক
- গ. ক্রিয়াপদ
- ঘ. ক্রিয়াবাচক বিশেষ্য
উত্তরঃ ক্রিয়াবাচক বিশেষ্য
104. 'হৈমন্তিক' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. হেমন্ত + ষ্ণিক
- খ. হেম + ষ্ণিক
- গ. হৈমন্ত + ষ্ণিক
- ঘ. হৈম + ষ্ণিক
উত্তরঃ হেমন্ত + ষ্ণিক
105. 'লাজুক' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. লাজ + উক
- খ. লা + জুক
- গ. লা + উক
- ঘ. লাজু + উক
উত্তরঃ লাজ + উক
107. 'চলন্ত' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. চলন + ত
- খ. চল + ন্ত
- গ. চল + অন্ত
- ঘ. চলন + অ
উত্তরঃ চল + অন্ত
108. 'রাঁধুনী' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. রাঁধ + আনি
- খ. রাঁধন + নি
- গ. রাঁধ + উনি
- ঘ. রাধ + আনি
উত্তরঃ রাঁধ + উনি
109. 'শৈশব' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. শিশু + ব
- খ. শিশু + ষ্ণ
- গ. শৈ + শব
- ঘ. শিশ + ব
উত্তরঃ শিশু + ষ্ণ
112. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় ?
- ক. জন + অক
- খ. রাঁধ + উনি
- গ. কাঁদ + না
- ঘ. ছাপা + খানা
উত্তরঃ ছাপা + খানা
113. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ?
- ক. কারক
- খ. বিভক্তি
- গ. প্রকৃতি
- ঘ. যতি
উত্তরঃ প্রকৃতি
114. ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় ?
- ক. কৃৎ প্রত্যয়
- খ. তদ্ধিত প্রত্যয়
- গ. স্ত্রী প্রত্যয়
- ঘ. বচন প্রত্যয়
উত্তরঃ কৃৎ প্রত্যয়
115. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি ?
- ক. ভাষা সংক্ষেপণ
- খ. শব্দের মিলন
- গ. নতুন শব্দ গঠন
- ঘ. বাক্যে অলংকার
উত্তরঃ নতুন শব্দ গঠন
116. চোর শব্দে আ প্রত্যয় যুক্ত করলে কি অর্থ প্রকাশ করে ?
- ক. সামান্য
- খ. সাদৃশ্য
- গ. অবজ্ঞা
- ঘ. শ্রদ্ধা
উত্তরঃ অবজ্ঞা
118. 'মহিমা' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. মহিম + আ
- খ. মহি + মা
- গ. মহৎ + ইমন
- ঘ. মহা + ইমন
উত্তরঃ মহৎ + ইমন
119. নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. গেছো
- খ. মেছো
- গ. গেঁয়ো
- ঘ. টেকো
উত্তরঃ মেছো
120. ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনি আগের ধ্বনির নাম কি ?
- ক. উপধা
- খ. অনুধা
- গ. ব্যবধা
- ঘ. মতধা
উত্তরঃ উপধা
121. কৃদন্ত পদ গঠনে যদি আদিস্বর পরিবর্তিত হয়, তবে তাকে কি বলে ?
- ক. গুণ
- খ. ভাগ
- গ. যোগ
- ঘ. বিয়োগ
উত্তরঃ বিয়োগ
122. কৃদন্ত পদ গঠনে যদি নতুন স্বরের আগমন হয়, তবে তাকে কি বলে ?
- ক. হ্রাস
- খ. বৃদ্ধি
- গ. গতি
- ঘ. যতি
উত্তরঃ বৃদ্ধি
124. 'মুক্তি' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. মু + ক্ত
- খ. মুচ + ক্ত
- গ. মুক + ত
- ঘ. মুচ + ত
উত্তরঃ মুচ + ক্ত