প্রত্যয়
77. ‘হিংসুক’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. হিঃ+সুক
- খ. হিং+সুক
- গ. হিংস+উক
- ঘ. হিংসা+উক
উত্তরঃ হিংসা+উক
80. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. বাক্যতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. অর্থতত্ত্ব
- ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তরঃ রূপতত্ত্ব
81. 'দ্রাঘিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. দীর্ঘ+ইমন
- খ. দীর্ঘ+ইমা
- গ. দীর্ঘ+ইলিশা
- ঘ. দ্রাঘ+ইমা
উত্তরঃ দীর্ঘ+ইমন
- ক. মৌলিক ধাতু
- খ. যৌগিক ধাতু
- গ. সাধিত ধাতু
- ঘ. সংস্কৃত
উত্তরঃ সাধিত ধাতু
83. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
- ক. বিশেষণ প্রকৃতি
- খ. বিশেষ্য প্রকৃতি
- গ. নাম প্রকৃতি
- ঘ. ক্রিয়া প্রকৃতি
উত্তরঃ নাম প্রকৃতি
84. 'মেধাবী' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. মেধা+বী
- খ. মেধা+বীন
- গ. মেধা+ই
- ঘ. কোনটিই না
উত্তরঃ মেধা+বীন
87. শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে?
- ক. প্রত্যয়
- খ. প্রকৃতি
- গ. অনুসর্গ
- ঘ. উপসর্গ
উত্তরঃ প্রত্যয়
88. “পাঠক” শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?
- ক. সংস্কৃত
- খ. খাটি বাংলা
- গ. দেশী
- ঘ. বিদেশী
উত্তরঃ সংস্কৃত
91. ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়-
- ক. তদ্ধিতান্ত শব্দ
- খ. কৃদন্ত শব্দ
- গ. যোগরূঢ় শব্দ
- ঘ. সমাসবদ্ধ শব্দ
উত্তরঃ কৃদন্ত শব্দ
92. ‘মাধ্যমিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. মাধ্যমিক+অ
- খ. মাধ্য+ষ্ণিক
- গ. মাধ্যম+ষ্ণিক
- ঘ. মাধ্য+মিক
উত্তরঃ মাধ্যম+ষ্ণিক
- ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
- খ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- গ. বাংলা কৃৎ প্রত্যয়
- ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ সংস্কৃত কৃৎ প্রত্যয়
96. ‘জল’ শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যোগে বিশেষণ হয়। কোনটি ভুল বিশেষণ?
- ক. জলীয়
- খ. জলা
- গ. জলো
- ঘ. জলতা
উত্তরঃ জলতা
99. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে তাকে বলে -
- ক. ক্রিয়া
- খ. উপসর্গ
- গ. বিভক্তি
- ঘ. প্রত্যয়
উত্তরঃ প্রত্যয়
100. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
- ক. শব্দ প্রত্যয়
- খ. কৃ প্রত্যয়
- গ. অন্ত প্রত্যয়
- ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ তদ্ধিত প্রত্যয়