প্রত্যয়

76. উয়া/ও প্রত্যয়যোগে বিশেষণ কোনটি?

  • ক. টেকো
  • খ. মেটে
  • গ. জেলে
  • ঘ. শহুরে

উত্তরঃ শহুরে

বিস্তারিত

77. ‘হিংসুক’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. হিঃ+সুক
  • খ. হিং+সুক
  • গ. হিংস+উক
  • ঘ. হিংসা+উক

উত্তরঃ হিংসা+উক

বিস্তারিত

78. কোনটি ‘অনা’ প্রত্যয় গঠিত শব্দ?

  • ক. চড়াই
  • খ. খেলনা
  • গ. ডুবুরি
  • ঘ. লেখিকা

উত্তরঃ খেলনা

বিস্তারিত

79. ‘ঢাকাই’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে-

  • ক. ঢাকা+ঈ
  • খ. ঢাক+ই
  • গ. ঢাকা+আই
  • ঘ. ঢাক+আই

উত্তরঃ ঢাকা+আই

বিস্তারিত

80. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • ক. বাক্যতত্ত্ব
  • খ. রূপতত্ত্ব
  • গ. অর্থতত্ত্ব
  • ঘ. ধ্বনিতত্ত্ব

উত্তরঃ রূপতত্ত্ব

বিস্তারিত

81. 'দ্রাঘিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

  • ক. দীর্ঘ+ইমন
  • খ. দীর্ঘ+ইমা
  • গ. দীর্ঘ+ইলিশা
  • ঘ. দ্রাঘ+ইমা

উত্তরঃ দীর্ঘ+ইমন

বিস্তারিত

82. 'শূন্' কোন ধাতুর উদাহরণ?

  • ক. মৌলিক ধাতু
  • খ. যৌগিক ধাতু
  • গ. সাধিত ধাতু
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ সাধিত ধাতু

বিস্তারিত

83. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?

  • ক. বিশেষণ প্রকৃতি
  • খ. বিশেষ্য প্রকৃতি
  • গ. নাম প্রকৃতি
  • ঘ. ক্রিয়া প্রকৃতি

উত্তরঃ নাম প্রকৃতি

বিস্তারিত

84. 'মেধাবী' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. মেধা+বী
  • খ. মেধা+বীন
  • গ. মেধা+ই
  • ঘ. কোনটিই না

উত্তরঃ মেধা+বীন

বিস্তারিত

85. ‘ষ্ণ’ প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?

  • ক. বৃদ্ধি
  • খ. গুণ
  • গ. আগম
  • ঘ. ইৎ

উত্তরঃ বৃদ্ধি

বিস্তারিত

86. ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ঠিক?

  • ক. কৃ+র্য
  • খ. র্ক+য্য
  • গ. কৃ+য
  • ঘ. র্ক+য্য

উত্তরঃ কৃ+য

বিস্তারিত

88. “পাঠক” শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?

  • ক. সংস্কৃত
  • খ. খাটি বাংলা
  • গ. দেশী
  • ঘ. বিদেশী

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

89. কোন শব্দ প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. নিমাই
  • খ. কেষ্টা
  • গ. ঘুটে
  • ঘ. কানাই

উত্তরঃ কেষ্টা

বিস্তারিত

90. ‘মশারি’ এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে-

  • ক. মশা+রি
  • খ. মশা+অরি
  • গ. মশা+আরি
  • ঘ. মশা+আরী

উত্তরঃ মশা+অরি

বিস্তারিত

91. ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়-

  • ক. তদ্ধিতান্ত শব্দ
  • খ. কৃদন্ত শব্দ
  • গ. যোগরূঢ় শব্দ
  • ঘ. সমাসবদ্ধ শব্দ

উত্তরঃ কৃদন্ত শব্দ

বিস্তারিত

92. ‘মাধ্যমিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

  • ক. মাধ্যমিক+অ
  • খ. মাধ্য+ষ্ণিক
  • গ. মাধ্যম+ষ্ণিক
  • ঘ. মাধ্য+মিক

উত্তরঃ মাধ্যম+ষ্ণিক

বিস্তারিত

93. ‘গমন’ শব্দের মূল ধাতু কোনটি?

  • ক. গতি
  • খ. গত
  • গ. গম্য
  • ঘ. গম্

উত্তরঃ গম্

বিস্তারিত

94. ‘খোদা+আই’ কোন প্রত্যয়?

  • ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  • খ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  • গ. বাংলা কৃৎ প্রত্যয়
  • ঘ. তদ্ধিত প্রত্যয়

উত্তরঃ সংস্কৃত কৃৎ প্রত্যয়

বিস্তারিত

97. ‘মনু+ষ্ণ’-এর মূলভাব কোনটি?

  • ক. মানুষ
  • খ. মালয়
  • গ. মানয়
  • ঘ. মানব

উত্তরঃ মানব

বিস্তারিত

98. প্রত্যয় কত প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ২ প্রকার

বিস্তারিত

99. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে তাকে বলে -

  • ক. ক্রিয়া
  • খ. উপসর্গ
  • গ. বিভক্তি
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ প্রত্যয়

বিস্তারিত

100. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -

  • ক. শব্দ প্রত্যয়
  • খ. কৃ প্রত্যয়
  • গ. অন্ত প্রত্যয়
  • ঘ. তদ্ধিত প্রত্যয়

উত্তরঃ তদ্ধিত প্রত্যয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects