কারক ও বিভক্তি

26. ‘তিলে তৈল হয়’-এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?

  • ক. কর্তৃকারকে প্রথমা
  • খ. অপাদান কারকে তৃতীয়া
  • গ. সম্প্রদান কারকে চতুর্থী
  • ঘ. অধিকরণ কারকে সপ্তমী

উত্তরঃ অপাদান কারকে তৃতীয়া

বিস্তারিত

27. নিচের কোন বাক্যটি অপাদান কারক নির্দেশ করে?

  • ক. ট্রেন স্টেশন ছেড়েছে
  • খ. বনে বাঘ আছে
  • গ. গৃহহীনে গৃহ দাও
  • ঘ. জিজ্ঞাসিব জনে জনে

উত্তরঃ ট্রেন স্টেশন ছেড়েছে

বিস্তারিত

28. ‘এ দেহে প্রাণ নাই’ -‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণে সপ্তমী
  • খ. অধিকরণে শূন্য
  • গ. করণে সপ্তমী
  • ঘ. কর্মে সপ্তমী

উত্তরঃ অধিকরণে সপ্তমী

বিস্তারিত

29. ‘মেঘে বৃষ্টি হয়’ -এখানে কারক হল-

  • ক. অধিকরণ
  • খ. অপাদান
  • গ. করণ
  • ঘ. কর্ম

উত্তরঃ অপাদান

বিস্তারিত

30. ‘ইট পাথরে বাড়ি খুব শক্ত হয়।’ -এই বাক্যের ‘ইট পাথরে’ পদ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ষষ্ঠী
  • খ. অধিকরণে ষষ্ঠী
  • গ. সম্বন্ধে ষষ্ঠী
  • ঘ. করণে ষষ্ঠী

উত্তরঃ করণে ষষ্ঠী

বিস্তারিত

31. ‘জল পড়ে পাতা নড়ে’ -এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?

  • ক. কর্তায় প্রথমা
  • খ. কর্তায় সপ্তমী
  • গ. কর্তায় চতুর্থী
  • ঘ. কর্তায় তৃতীয়া

উত্তরঃ কর্তায় প্রথমা

বিস্তারিত

32. ‘তাহলে তুমি লাঠি খেলতে জান না’ -এখানে ‘লাঠি’ কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. কর্তায় তৃতীয়া
  • খ. কর্মে প্রথমা
  • গ. করণে তৃতীয়া
  • ঘ. করণে শূন্য

উত্তরঃ করণে শূন্য

বিস্তারিত

33. ‘কেওয়াট’ -এর আভিধানিক অর্থ কোনটি?

  • ক. কপোট
  • খ. কেউটে
  • গ. কপাট
  • ঘ. করোটি

উত্তরঃ কপাট

বিস্তারিত

34. ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।’ -‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে ২য়া
  • খ. করণ কারকে ৭মী
  • গ. অপাদান কারকে ৭মী
  • ঘ. অধিকরণ কারকে ৬ষ্ঠী

উত্তরঃ করণ কারকে ৭মী

বিস্তারিত

35. ‘তিনি ব্যাকরণে পণ্ডিত।’ -এ বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. অধিকরণ কারকে সপ্তমী
  • খ. সম্প্রদান কারকে সপ্তমী
  • গ. অপাদান কারকে দ্বিতীয়া
  • ঘ. কর্মকারকে সপ্তমী

উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী

বিস্তারিত

36. “বাদলের ধারা ঝরে ঝর ঝর” - বাদলের পদটির কারক ও বিভক্তি কোনটি?

  • ক. অধিকরণ কারকে ২য়া
  • খ. সম্প্রদান কারকে ৪র্থী
  • গ. অপাদানে ৬ষ্ঠী
  • ঘ. কর্মকারকে ৭মী বিভক্তি

উত্তরঃ অপাদানে ৬ষ্ঠী

বিস্তারিত

37. ‘আপনি কী পুকুরে গোসল করবেন’ -এখানে ‘পুকুরে’ হল-

  • ক. করণ কারক
  • খ. অধিকরণ কারক
  • গ. অপাদান কারক
  • ঘ. কর্ম কারক

উত্তরঃ অধিকরণ কারক

বিস্তারিত

38. ‘তিনি চোখে দেখেন না’ -‘চোখে কোন কারক?

  • ক. অধিকরণ কারক
  • খ. অপাদান কারক
  • গ. করণ কারক
  • ঘ. সম্প্রদান কারক

উত্তরঃ করণ কারক

বিস্তারিত

39. ‘দশে মিলে করি কাজ’ বাক্যে নির্দেশিত কারক-

  • ক. কর্তৃকারক
  • খ. কর্মকারক
  • গ. সম্প্রদান কারক
  • ঘ. করণ কারক

উত্তরঃ কর্তৃকারক

বিস্তারিত

40. ‘আরেফ বই পড়ে’ বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে শূন্য
  • খ. করণকারকে শূন্য
  • গ. সম্প্রদানকারকে শূন্য
  • ঘ. অধিকরণকারকে শূন্য

উত্তরঃ কর্মকারকে শূন্য

বিস্তারিত

41. ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ বাক্যে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে দ্বিতয়িা
  • খ. করণকারকে ষষ্ঠী
  • গ. অপাদানকারকে ষষ্ঠী
  • ঘ. অধিকরণ কারকে ষষ্ঠী

উত্তরঃ করণকারকে ষষ্ঠী

বিস্তারিত

42. ‘কলসটি কানায় কানায় পূর্ণ’ -কোন কারকে কোন বিভক্তি?

  • ক. আধারাধিকরণে সপ্তমী
  • খ. স্থানাধিকরণে সপ্তমী
  • গ. ভাবধিকরণে সপ্তমী
  • ঘ. কালাধিকরণে সপ্তমী

উত্তরঃ আধারাধিকরণে সপ্তমী

বিস্তারিত

43. ‘ব্যায়ামে শরীর ভাল হয়’ -বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন্ বিভক্তি?

  • ক. কর্মকারকে সপ্তমী
  • খ. করণ কারকে সপ্তমী
  • গ. অপাদান কারকে সপ্তমী
  • ঘ. অধিকরণ কারকে সপ্তমী

উত্তরঃ করণ কারকে সপ্তমী

বিস্তারিত

44. ‘সকলকে মরতে হবে’- বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তকারকে দ্বিতীয়া
  • খ. কর্মকারকে দ্বিতীয়া
  • গ. করণ কারকে দ্বিতীয়া
  • ঘ. অপাদান কারকে দ্বিতীয়া

উত্তরঃ কর্মকারকে দ্বিতীয়া

বিস্তারিত

45. ‘গাড়ি স্টেশন ছাড়ল’- বাক্যে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকরকে শূন্য
  • খ. কর্মকারকে শূন্য
  • গ. করণ কারকে শূন্য
  • ঘ. অপাদান কারকে শূন্য

উত্তরঃ অপাদান কারকে শূন্য

বিস্তারিত

46. ‘বাড়ি থেকে নদী দেখা যায়’ -বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় সপ্তমী
  • খ. অধিকরণে পঞ্চমী
  • গ. কর্মে দ্বিতীয়া
  • ঘ. অপাদানে শূন্য

উত্তরঃ অধিকরণে পঞ্চমী

বিস্তারিত

47. ‘ছাত্ররা বল খেলে’ -বাক্যে বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অপাদানে পঞ্চমী
  • ঘ. সম্প্রদানে সপ্তমী

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

48. ‘পরের দিন উৎসব’ বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?

  • ক. কর্তৃকারক
  • খ. কর্মকারক
  • গ. অপাদান কারক
  • ঘ. অধিকরণ কারক

উত্তরঃ অধিকরণ কারক

বিস্তারিত

49. ‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে’ -বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি

  • ক. অধিকরণে সপ্তমী
  • খ. অপাদনে পঞ্চমী
  • গ. কর্মে সপ্তমী
  • ঘ. অধিকরণে পঞ্চমী

উত্তরঃ কর্মে সপ্তমী

বিস্তারিত

50. ‘হাতের কাজ দেখাও’ বাক্যে হাতের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ষষ্ঠী
  • খ. কর্মে ৭মী
  • গ. করণে ষষ্ঠী
  • ঘ. অধিকরণে ষষ্ঠী

উত্তরঃ করণে ষষ্ঠী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects