কারক ও বিভক্তি
301. 'টাকায় টাকা হয়'- বাক্যে 'টাকায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে ৭মী
- গ. করণে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
302. স্কুল পালাইও না।- 'স্কুল' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে শূন্য
- খ. করণে শূন্য
- গ. কর্মে শূন্য
- ঘ. কর্তৃকারকে শূন্য
উত্তরঃ অপাদানে শূন্য
303. 'শিক্ষককে শ্রদ্ধা কর'- বাক্যে 'শিক্ষককে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে ৭মী
- গ. সম্প্রদানে ৭মী
- ঘ. করণে ৭মী
উত্তরঃ সম্প্রদানে ৭মী
304. 'আমার ভাত খাওয়া হইলো না' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. কর্তৃকারকে চতুর্থী
- গ. সম্প্রদানে ৭মী
- ঘ. কর্তৃকারকে ২য়া
উত্তরঃ কর্মে শূন্য
305. রহিম বিজ্ঞানে ভালো - এ বাক্যে 'বিজ্ঞান' কোন কারক?
- ক. অধিকরণ
- খ. সম্প্রদান
- গ. করণ
- ঘ. অপাদান
উত্তরঃ অধিকরণ
306. 'কাল মেঘে বৃষ্টি হয়' - এখানে 'মেঘে' শব্দটি কোন কারক?
- ক. অপাদান
- খ. সম্প্রদান
- গ. কর্ম
- ঘ. কর্তৃ
উত্তরঃ অপাদান
307. ছাদে বৃষ্টি পড়ে। এ বাক্যে 'ছাদে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে শূন্য
- খ. করণে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
308. যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে বলে--
- ক. তিঙস্ত বিভক্তি
- খ. তির্যক বিভক্তি
- গ. ক্রিয়া বিভক্তি
- ঘ. বহুধা বিভক্তি
উত্তরঃ তির্যক বিভক্তি
309. অনুতে গঠিত হিমাচল- 'অনুতে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে শূন্য
- গ. কর্তায় ৭মী
- ঘ. করণে ৭মী
উত্তরঃ করণে ৭মী
310. 'দরিদ্রকে ধন দাও'। 'দরিদ্রকে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৬ষ্ঠী
- খ. সম্প্রদানে ৪র্থী
- গ. কর্মে ৭মী
- ঘ. সম্প্রদানে ৬ষ্ঠী
উত্তরঃ সম্প্রদানে ৪র্থী
311. 'এতক্ষণে অরিন্দম কহিলা বিষদে'। -এখানে 'বিষাদে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. অধিকরণে ৭মী
- গ. করণে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ করণে ৭মী
312. চণ্ডীদাসে কয়, শুন পরিচয়। এটিঃ
- ক. অপাদানে ৭মী
- খ. কর্তায় শূন্য
- গ. করণে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ কর্তায় ৭মী
313. 'শিকারী বিড়াল গোঁফে চেনা যায়' কোন কারকের উদাহরণ?
- ক. সম্প্রদান
- খ. করণ
- গ. কর্ম
- ঘ. কর্তৃ
উত্তরঃ করণ
315. 'গাঁয়ে মানে না আপনি মোড়ল'- 'গাঁয়ে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. অধিকরণে ৭মী
- গ. কর্মে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ কর্তায় ৭মী
316. 'তার হাসিতে মুক্তো ঝরে'- এবাক্যে 'হাসিতে' শব্দটি কোন কারকে ৭মী বিভক্তি?
- ক. সম্প্রদান
- খ. করণ
- গ. কর্ম
- ঘ. অপাদান
উত্তরঃ অপাদান
317. নিচের কোনটি করণে ৭মী বিভক্তি?
- ক. 'টাকায়" কী না হয়
- খ. ছেলেটি 'অংকে' কাঁচা
- গ. 'ভোরে' সূর্য ওঠে
- ঘ. 'পাগলে' কী না বলে
উত্তরঃ 'টাকায়" কী না হয়
318. 'রোববার স্কুল বন্ধ' এ বাক্যে 'রোববার' কোন কারক?
- ক. অধিকরণ
- খ. অপাদান
- গ. সম্প্রদান
- ঘ. কর্ম
উত্তরঃ অধিকরণ
319. ‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
- ক. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- খ. কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
- গ. অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
- ঘ. করণ কারকে তৃতীয়া বিভক্তি
উত্তরঃ অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
320. "পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে সপ্তমী
- খ. কর্মকারকে সপ্তমী
- গ. অধিকরণ কারকে সপ্তমী
- ঘ. অপাদান কারকে সপ্তমী
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী
321. ”জগতে কীর্তিমান হও সাধনায়”--বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. কর্মে ২য়
- গ. অধিকরণে ৭মী
- ঘ. করণে ৭মী
উত্তরঃ করণে ৭মী
322. সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অধিকরণে দ্বিতীয়া
- খ. অধিকরণে সপ্তমী
- গ. কর্তায় সপ্তমী
- ঘ. অপাদানে তৃতীয়া
উত্তরঃ অধিকরণে সপ্তমী