কারক ও বিভক্তি

101. ‘সোনার খাঁচায় রাখব তোমায়।’ -‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে সপ্তমী
  • খ. সম্বন্ধ পদ
  • গ. কর্মে শূন্য
  • ঘ. অধিকরণে সপ্তমী

উত্তরঃ অধিকরণে সপ্তমী

বিস্তারিত

102. ‘পাতায় পাতায় পড়ে নিশির শিশির’ -‘পাতায় পাতায়’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপদানে সপ্তমী
  • খ. করণে শূন্য
  • গ. অধিকরণে সপ্তমী
  • ঘ. সম্বন্ধ পদ

উত্তরঃ অধিকরণে সপ্তমী

বিস্তারিত

103. ‘কলে ছাঁটা চাল ভাল নয়।’ এখানে ‘কলে’ কোন কারক?

  • ক. করণ কারক
  • খ. কর্মকারক
  • গ. সম্প্রদান কারক
  • ঘ. অধিকরণ কারক

উত্তরঃ করণ কারক

বিস্তারিত

104. ‘বর্ষাকালে সাপের ভয়’ -‘সাপের’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৬ষ্ঠী
  • খ. কর্মে ৬ষ্ঠী
  • গ. সম্প্রদানে ৬ষ্ঠী
  • ঘ. করণে ৬ষ্ঠী

উত্তরঃ অপাদানে ৬ষ্ঠী

বিস্তারিত

105. ‘গুরুজনে ভক্তি কর’ -‘গুরুজনে’ কোন কারক?

  • ক. করণ কারক
  • খ. অপাদান কারক
  • গ. কর্মকারক
  • ঘ. সম্প্রদান কারক

উত্তরঃ সম্প্রদান কারক

বিস্তারিত

106. ‘ফুলে মালা গাঁথা’ ‘ফুলে’ কোন কারক?

  • ক. করণ কারক
  • খ. সম্প্রদান কারক
  • গ. অপাদান কারক
  • ঘ. অধিকরণ কারক

উত্তরঃ করণ কারক

বিস্তারিত

107. কোনটি করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ?

  • ক. রুনা ফুলের মালা গাঁথে
  • খ. মন দিয়ে লেখাপড়া কর
  • গ. কেন এলে অবেলায়
  • ঘ. ফুলে ফুলে বাগান ভরেছে

উত্তরঃ ফুলে ফুলে বাগান ভরেছে

বিস্তারিত

108. ‘মেয়েরা লুডু খেলে’ - ‘লুডু’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণ কারকে ৬ষ্ঠী
  • খ. কর্মকারকে শূন্য
  • গ. করণ কারকে শূন্য
  • ঘ. সম্প্রদান কারকে শূন্য

উত্তরঃ করণ কারকে শূন্য

বিস্তারিত

109. ‘ধোপাকে কাপড় দাও।’ -‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে দ্বিতীয়া
  • খ. করণে দ্বিতীয়া
  • গ. কর্মে দ্বিতীয়া
  • ঘ. অধিকরণে দ্বিতীয়া

উত্তরঃ কর্মে দ্বিতীয়া

বিস্তারিত

110. ‘টাকায় কিনা হয়।’ -‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণে সপ্তমী
  • খ. কর্মে শূন্য
  • গ. করণে সপ্তমী
  • ঘ. সম্বন্ধ পদ

উত্তরঃ করণে সপ্তমী

বিস্তারিত

111. ‘আমি বাংলাদেশে বাস করি।’ -‘আমি’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে শূন্য
  • খ. কর্মকারকে শূন্য
  • গ. করণকারকে শূন্য
  • ঘ. অপাদান কারকে শূন্য

উত্তরঃ কর্তৃকারকে শূন্য

বিস্তারিত

112. ‘পাইলটে ভাল লেখা হয়’ -এ বাক্যে ‘পাইলটে’ কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
  • খ. করণ কারকে ৭মী বিভক্তি
  • গ. কর্তৃকারকে ৭মী বিভক্তি
  • ঘ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি

উত্তরঃ করণ কারকে ৭মী বিভক্তি

বিস্তারিত

113. পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় সপ্তমী
  • খ. কর্মে ৭মী
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে সপ্তমী

উত্তরঃ কর্মে ৭মী

বিস্তারিত

114. অল্প শোকে কাতর--- বাক্যে শোকে কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে ২য়া
  • খ. করণ কারকে সপ্তমী
  • গ. অপাদান কারকে সপ্তমী
  • ঘ. অধিকরণ কারকে সপ্তমী

উত্তরঃ করণ কারকে সপ্তমী

বিস্তারিত

115. টাকায় অসাধ্য সাধন হয়-- বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে সপ্তমী
  • খ. করণ কারকে সপ্তমী
  • গ. অধিকরণ কারকে সপ্তমী
  • ঘ. অপাদান কারকে সপ্তমী

উত্তরঃ করণ কারকে সপ্তমী

বিস্তারিত

116. ছেলেরা ক্রিকেট খেলে-- বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

117. ডাক্তার ডাক বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে শূন্য
  • খ. কর্তৃকারকে ২য়া
  • গ. কর্মকারকে শূন্য
  • ঘ. কর্মকারকে সপ্তমী

উত্তরঃ কর্মকারকে শূন্য

বিস্তারিত

118. ‘সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না’-বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ২য়া
  • খ. কর্মে ২য়া
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৭মী

উত্তরঃ অপাদানে ৭মী

বিস্তারিত

119. ভাইয়ে ভাইয়ে বেশ মিল-বাক্যে ভাইয়ে ভাইয়ে কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ১মা
  • খ. কর্তায় ২য়া
  • গ. কর্মে ২য়া
  • ঘ. কর্তায় ৭মী

উত্তরঃ কর্তায় ৭মী

বিস্তারিত

120. ‘কালির দাগ দাও’- বাক্যে কালির শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ২য়া
  • খ. করণে ৬ষ্ঠী
  • গ. অপাদানের ৬ষ্ঠী
  • ঘ. অধিকরণে ৬ষ্ঠী

উত্তরঃ করণে ৬ষ্ঠী

বিস্তারিত

121. “এমন ছেলে আর দেখিনি।”- বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্মে শূন্য
  • গ. অপাদানের শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

122. ‘নদীর মাছ সুস্বাদু’ -বাক্যে নদীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ষষ্ঠী
  • খ. কর্মে ষষ্ঠী
  • গ. অপাদানে ষষ্ঠী
  • ঘ. অধিকরণে ষষ্ঠী

উত্তরঃ অধিকরণে ষষ্ঠী

বিস্তারিত

123. ‘আপন পাঠেতে করহ নিবেশ’- বাক্যে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে তৃতীয়া
  • খ. করণ কারকে পঞ্চমী
  • গ. অপাদান কারকে সপ্তমী
  • ঘ. অধিকরণ কারকে সপ্তমী

উত্তরঃ কর্মকারকে তৃতীয়া

বিস্তারিত

124. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে শূন্য
  • খ. কর্মকারকে শূন্য
  • গ. করণকারকে শূন্য
  • ঘ. অপদানকারকে শূন্য

উত্তরঃ করণকারকে শূন্য

বিস্তারিত

125. ‘রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।’ ইহা কোন কারক?

  • ক. কর্তৃকারক
  • খ. কর্মকারক
  • গ. সম্প্রদান কারক
  • ঘ. অপাদান কারক

উত্তরঃ কর্মকারক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects