কারক ও বিভক্তি

151. কর্ম কয় প্রকার ?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ২ প্রকার

বিস্তারিত

152. বস্তুবাচক কর্মটিকে কোন কর্ম বলে ?

  • ক. গৌণকর্ম
  • খ. সমধাতুজ কর্ম
  • গ. মুখ্যকর্ম
  • ঘ. সকর্ম

উত্তরঃ মুখ্যকর্ম

বিস্তারিত

153. ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কর্মটি কোন কর্ম হয় ?

  • ক. মুখ্যকর্ম
  • খ. গৌণকর্ম
  • গ. সমধাতুজ কর্ম
  • ঘ. সকর্ম

উত্তরঃ গৌণকর্ম

বিস্তারিত

154. কোন কর্মে বিভক্তি যুক্ত হয় ?

  • ক. মুখ্যকর্মে
  • খ. গৌণকর্মে
  • গ. সমধাতুজ কর্মে
  • ঘ. প্রযোজক ক্রিয়ার কর্মে

উত্তরঃ গৌণকর্মে

বিস্তারিত

155. একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে তাকে কি কর্ম বলে ?

  • ক. গৌণ
  • খ. মুখ্য
  • গ. সমধাতুজ
  • ঘ. সকর্মক ক্রিয়ার কর্ম

উত্তরঃ সমধাতুজ

বিস্তারিত

156. করণ শব্দটির অর্থ কি ?

  • ক. চেষ্টা
  • খ. দ্বারা
  • গ. যন্ত্র, সহায়ক বা উপায়
  • ঘ. দিয়ে

উত্তরঃ যন্ত্র, সহায়ক বা উপায়

বিস্তারিত

157. অনেক বৈয়াকরণ কোন কারক স্বীকার করেন না ?

  • ক. সম্প্রদান
  • খ. করণ
  • গ. কর্ম
  • ঘ. অধিকরণ

উত্তরঃ সম্প্রদান

বিস্তারিত

159. সম্প্রদান কারকে কোন বিভক্তি যুক্ত হয় ?

  • ক. ১মা
  • খ. ২য়া
  • গ. ৪র্থী
  • ঘ. ৫মী

উত্তরঃ ৪র্থী

বিস্তারিত

160. ক্রিয়াকে কোথা থেকে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায় ?

  • ক. কর্ত
  • খ. কর্ম
  • গ. সম্প্রদান
  • ঘ. অপাদান

উত্তরঃ অপাদান

বিস্তারিত

161. ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে কি বলে ?

  • ক. অপাদান কারক
  • খ. অধিকরণ কারক
  • গ. সম্প্রদান কারক
  • ঘ. কর্ম কারক

উত্তরঃ অধিকরণ কারক

বিস্তারিত

162. অধিকরণ কারক কয় প্রকার ?

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ৬ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

163. সামীপ্য অর্থে কোন কারক হয় ?

  • ক. অভিব্যাপক
  • খ. ভাবাধিকরণ
  • গ. ঐকদেশিক আধারাধিকরণ
  • ঘ. ভাবে ৭মী

উত্তরঃ ঐকদেশিক আধারাধিকরণ

বিস্তারিত

164. আধার শব্দের অর্থ কি ?

  • ক. সময়
  • খ. কাল
  • গ. স্থান
  • ঘ. অন্ধকার

উত্তরঃ স্থান

বিস্তারিত

165. সম্বোধন শব্দের অর্থ কি ?

  • ক. আহ্বান
  • খ. ডাকা
  • গ. কথা বলা
  • ঘ. সম্মান করা

উত্তরঃ আহ্বান

বিস্তারিত

166. সম্বোধন পদের পর কোন চিহ্ন বসে ?

  • ক. দাড়ি
  • খ. কমা
  • গ. সেমিকোলন
  • ঘ. হাইফেন

উত্তরঃ কমা

বিস্তারিত

167. সময়বাচক অর্থে সম্বন্ধে পদে কোন বিভক্তি যুক্ত হয় ?

  • ক. দিগকে
  • খ. কে
  • গ. কার > কের
  • ঘ. র

উত্তরঃ কার > কের

বিস্তারিত

169. যেসব অর্থহীন বর্ণ বিশেষ্য বা সর্বনাম পদের সাথে যুক্ত হয়ে কারক নির্দেশ করে তাকে কি বলা হয় ?

  • ক. বিভক্তি
  • খ. বিভক্তি স্থানীয় পদ
  • গ. খাঁটি শব্দ বিভক্তি
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ খাঁটি শব্দ বিভক্তি

বিস্তারিত

170. তিনি (চোখে) দেখেন না।

  • ক. অধিকরণ কারক
  • খ. অপাদান কারক
  • গ. করণ কারক
  • ঘ. সম্প্রদান কারক

উত্তরঃ করণ কারক

বিস্তারিত

171. (তোমারে) কইব কথা।

  • ক. কর্মে ৭মী
  • খ. কর্তায় ১মা
  • গ. কর্মে ২য়া
  • ঘ. করণে ২য়া

উত্তরঃ কর্মে ২য়া

বিস্তারিত

172. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি ?

  • ক. জগতে কীর্তিমান হও
  • খ. সন্ধ্যায় পড়তে বস
  • গ. সভায় লোকজন আসেনি
  • ঘ. সূর্যোদয়ে পদ্ম ফটে

উত্তরঃ সূর্যোদয়ে পদ্ম ফটে

বিস্তারিত

173. কর্ম কারকের উদাহরণ কোনটি ?

  • ক. ডাক্তার ডাক
  • খ. গরুতে দুধ দেয়
  • গ. দীনে দয়া কর
  • ঘ. ছেলেটি লাঠি খেলছে

উত্তরঃ ডাক্তার ডাক

বিস্তারিত

174. কোনটি সম্প্রদান কারকের উদাহরণ ?

  • ক. অন্ধজনে দেহ আলো
  • খ. ধোপাকে কাপড় দাও
  • গ. মেঘে বৃষ্টি হয়
  • ঘ. টাকায় কিনা হয়

উত্তরঃ অন্ধজনে দেহ আলো

বিস্তারিত

175. কৃপণের ধন --- এটা কোন ধরণের সম্বন্ধ কোথায় ?

  • ক. করণ সম্বন্ধ
  • খ. হেতু
  • গ. আধাররের
  • ঘ. অধিকরণ

উত্তরঃ আধাররের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects