কারক ও বিভক্তি
201. বিলম্বে কাজের ক্ষতি হয়। 'বিলম্বে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্মকারক, সপ্তমী বিভক্তি
- খ. করণকারক, সপ্তমী বিভক্তি
- গ. অপাদান কারক, ষষ্ঠী বিভক্তি
- ঘ. অধিকরণ কারক, পঞ্চমী বিভক্তি
উত্তরঃ করণকারক, সপ্তমী বিভক্তি
202. নদীতে কুমির আছে। 'নদীতে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্মকারক, ষষ্ঠী বিভক্তি
- খ. করণকারক, পঞ্চমী বিভক্তি
- গ. অপাদান কারক, শূন্য বিভক্তি
- ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
203. কলে ছাঁটা চাল ভালো নয়। বাক্যে 'কলে' কোন কারক ?
- ক. কর্তৃকারক
- খ. করণকারক
- গ. কর্মকারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ করণকারক
204. আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা - এখানে 'আমারে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্তৃকারকে সপ্তমী
- খ. কর্তৃকারকে ষষ্ঠী
- গ. কর্মকারকে দ্বিতীয়া
- ঘ. সম্প্রদানে দ্বিতীয়া
উত্তরঃ কর্মকারকে দ্বিতীয়া
205. সে অঙ্কে পণ্ডিত - বাক্যে 'অঙ্কে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অপাদান কারকে সপ্তমী
- খ. অধিকরণে সপ্তমী
- গ. সম্প্রদানে ষষ্ঠী
- ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
206. নিচের কোনটি সম্প্রদান কারকে শুন্য বিভক্তি ?
- ক. দিব তোমা শ্রদ্ধাভক্তি
- খ. সেই বই পড়ে
- গ. ধোপাকে কাপড় দাও
- ঘ. বাড়ি ঘুরে এসো
উত্তরঃ দিব তোমা শ্রদ্ধাভক্তি
207. শহরের লোকেরা গায়ে এসেছে - এ বাক্যে 'লোকেরা' কোন কারকে ?
- ক. কর্তৃকারক
- খ. করণকারক
- গ. কর্মকারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ কর্তৃকারক
208. জগতে কীর্তিমান হও সাধনায় - এ বাক্যে 'সাধনায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অপাদান কারকে সপ্তমী
- খ. কর্মকারকে সপ্তমী
- গ. সম্প্রদান কারকে সপ্তমী
- ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী
209. এ দেহে প্রাণ নাই। এ বাক্যে 'দেহে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অধিকরণে শূন্য
- খ. অধিকরণে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. করণে শূন্য
উত্তরঃ অধিকরণে সপ্তমী
210. গুরুজনে কর ভক্তি - এ বাক্যে 'গুরুজনে' কোন কারক ?
- ক. কর্তৃকারক
- খ. অপাদান কারক
- গ. সম্প্রদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ সম্প্রদান কারক
211. 'শহরটি ঐ অদুরে' - অর্থানুসারে এই বাক্যেটি কোন ধরনের ?
- ক. নির্দেশক
- খ. প্রশ্নসূচক
- গ. বিস্ময় সূচক
- ঘ. নিষেধাত্নক
উত্তরঃ নির্দেশক
212. নিচের কোনটি নিমিত্তার্থে চতুর্থী - এর উদাহরণ ?
- ক. (বাবাকে) বড় ভয় হয়
- খ. (খেলা) শেষ হলো
- গ. (ধোপাকে) কাপড় দাও
- ঘ. বেলা যে পড়ে এল (জলকে) চল
উত্তরঃ বেলা যে পড়ে এল (জলকে) চল
213. নিমিত্তার্থে 'কে' বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয় ?
- ক. ৩য়া বিভক্তি
- খ. ৪র্থী বিভক্তি
- গ. ৫মী বিভক্তি
- ঘ. ৬ষ্ঠী বিভক্তি
উত্তরঃ ৪র্থী বিভক্তি
214. আমি ঢাকায় বাস করি - এখানে 'আমি' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. করণকারকে শূন্য
- খ. কর্তৃকারকে শূন্য
- গ. কর্মকারকে শূন্য
- ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ কর্তৃকারকে শূন্য
215. বসন্তে ফুল ফোটে - বাক্যে 'বসন্ত' কোন কারক ?
- ক. করণকারক
- খ. কর্তৃকারক
- গ. অধিকরণ কারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ অধিকরণ কারক
216. নিচের কোনটি কর্তৃকারকে ৭মী বিভক্তির উদাহরণ ?
- ক. (গায়ে )মানে না আপনি মড়ল
- খ. (টাকায়) কিনা হয়
- গ. (দশের) সেবা কর
- ঘ. (বাবাকে) বড় ভয়
উত্তরঃ (গায়ে )মানে না আপনি মড়ল
217. নিচের কোনটি করণ কারকের উদাহরণ ?
- ক. (ছাগলে) কি না খায়
- খ. সে (চোখে) দেখে না
- গ. সাদা (মেঘে) বৃষ্টি হয় না
- ঘ. (তিলে) তৈল হয়
উত্তরঃ সে (চোখে) দেখে না
219. 'দশে মিলে করি কাজ'। 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারক দ্বিতীয়া
- খ. সম্প্রদান কারকে ৭মী
- গ. কর্তৃকারকে ৪র্থী
- ঘ. কর্তৃকারকে ৭মী
উত্তরঃ কর্তৃকারকে ৭মী
220. 'পাতায় পাতায় পড়ে শিশির'। 'পাতায় পাতায়' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অধিকরণে ষষ্ঠী
- গ. অপাদানে ষষ্ঠী
- ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
221. কারক বলতে কি বোঝায়?
- ক. ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদ
- খ. কোন কিছুর সাথে যার সম্বন্ধ থাকে
- গ. সম্বোবধন করে যাকে কিছু বলা হয়
- ঘ. যে সময় কোন ক্রিয়া অনুষ্ঠিত হয়
উত্তরঃ ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদ
223. ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলে?
- ক. করণকারক
- খ. কর্মকারক
- গ. অধিকরণ কারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ করণকারক
224. মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে 'বৃষ্টি' শব্দটি কোন কর্তা?
- ক. প্রযোজক কর্তা
- খ. প্রযোজ্য কর্তা
- গ. ব্যাতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ মুখ্য কর্তা
225. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন- 'শিক্ষক' শব্দটি কোন কর্তা?
- ক. প্রযোজক কর্তা
- খ. প্রযোজ্য কর্তা
- গ. ব্যাতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ প্রযোজক কর্তা