কারক ও বিভক্তি
226. রাখাল গরুকে ঘাস খাওয়ায়- 'গরু' শব্দটি কোন কর্তা?
- ক. প্রযোজক কর্তা
- খ. প্রযোজ্য কর্তা
- গ. ব্যাতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ প্রযোজ্য কর্তা
227. 'আমার যাওয়া হবে না' - আমার কোন কর্তা?
- ক. কর্মবাচ্যের কর্তা
- খ. ভাববাচ্যের কর্তা
- গ. ব্যাতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ ভাববাচ্যের কর্তা
228. 'খুব এক ঘুম ঘুমিয়েছি'- এখানে 'ঘুম' কোন কর্ম?
- ক. সকর্মক ক্রিয়ার কর্ম
- খ. প্রযোজক ক্রিয়ার কর্ম
- গ. উদ্দেশ্য কর্ম
- ঘ. সমধাতুজ কর্ম
উত্তরঃ সমধাতুজ কর্ম
229. 'ছেলেটিকে বিছানায় শোয়াও'- 'ছেলেটিকে' কোন কর্ম?
- ক. উদ্দেশ্য কর্ম
- খ. বিধেয় কর্ম
- গ. সমধাতুজ কর্ম
- ঘ. প্রযোজক ক্রিয়ার কর্ম
উত্তরঃ প্রযোজক ক্রিয়ার কর্ম
230. শহরের লোকেরা গ্রামে গাঁয়ে এসেছে- এখানে 'লোকেরা' কোন কারক?
- ক. কর্তৃকারক
- খ. করণকারক
- গ. কর্মকারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ কর্তৃকারক
231. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. অর্থতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. রূপতত্বে
উত্তরঃ রূপতত্বে
232. নিচের কোন শব্দে করনকারকে শূণ্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
- ক. ঘোড়াকে 'চাবুক' মার
- খ. 'ডাক্তার' ডাক
- গ. গাড়ি 'স্টেশন' ছেড়েছে
- ঘ. 'মুষলধারে' বৃষ্টি হচ্ছে
উত্তরঃ ঘোড়াকে 'চাবুক' মার
233. 'আয়ু যেন পদ্ম পাতার নীর'- এই বাক্যে 'পদ্ম পাতার'--
- ক. কর্মকারক
- খ. করণ কারক
- গ. অপাদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ অধিকরণ কারক
234. করিমকে রহিম গতকাল মেরেছে- কর্মকারক সূচক শব্দ কোনটি?
- ক. রহিম
- খ. করিমকে
- গ. গতকাল
- ঘ. মেরেছে
উত্তরঃ করিমকে
235. 'কাননে কুসুম কলি সকলি ফুটিল'- এই বাক্যে 'কাননে' কোন কারক কোন বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
- খ. অপাদানে সপ্তমী
- গ. অধিকরণে সপ্তমী
- ঘ. করণে শূণ্য
উত্তরঃ অধিকরণে সপ্তমী
236. 'আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়'- বাক্যে 'ছলনে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. অধিকরণে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ কর্মে সপ্তমী
237. 'বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা' বাক্যে 'বিপদে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. কর্তায় সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ অপাদানে সপ্তমী
238. 'আলোয় আঁধার কাটে'- এই বাক্যের 'আলোয়' কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. কর্তায় সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ করণে সপ্তমী
239. 'পৃথিবীতে কে কাহার?'- এ বাক্যে 'পৃথিবীতে' কোন কারকে কোন ভিভক্তিতে নিষ্পন্ন?
- ক. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- খ. কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
- গ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
- ঘ. করণ কারকে তৃতীয়া বিভক্তি
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
240. 'মাঠে ধান ফলেছে' বাক্যে 'মাঠে' কোন কারক?
- ক. স্থানাধিকরণ
- খ. কালাধিকরণ
- গ. বিষয়াধিকরণ
- ঘ. ভাবাধিকরণ
উত্তরঃ স্থানাধিকরণ
241. এ দেহে প্রাণ নেই- বাক্যে 'দেহে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে শূণ্য বিভক্তি
- খ. অপাদানে সপ্তমী
- গ. অধিকরণে শূণ্য বিভক্তি
- ঘ. অধিকরণে সপ্তমী বিভক্তি
উত্তরঃ অধিকরণে শূণ্য বিভক্তি
242. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ--
- ক. "বাড়ি থেকে" নদী দেখা যায়
- খ. তিনি "ঢাকা থেকে" এসেছেন
- গ. "সোমবার থেকে" পরীক্ষা শুরু
- ঘ. "জমি থেকে" ফসল পাই
উত্তরঃ "বাড়ি থেকে" নদী দেখা যায়
243. নিচের কোন বাক্যটিতে কর্মকারকে প্রথমা বিভক্তি আছে?
- ক. বাবাকে ভয় পাই
- খ. বাঁশি বাজে
- গ. ফলে বৃক্ষের পরিচয়
- ঘ. পাপে বিরত হও
উত্তরঃ বাঁশি বাজে
244. 'কান্নায় শোক কমে' এ বাক্যে 'কান্নায়' কোন কারক?
- ক. কর্মকারক
- খ. অপাদান কারক
- গ. অধিকরণ কারক
- ঘ. করণ কারক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
246. 'বাঁশি বাজে' এখানে 'বাঁশি' কোন ধরনের কর্তা?
- ক. কর্মবাচ্যের কর্তা
- খ. ভাববাচ্যের কর্তা
- গ. কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
- ঘ. উদ্দেশ্যের
উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
247. জিজ্ঞাসিব "জনে জনে"- কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. কর্মে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. সম্প্রদানে সপ্তমী
উত্তরঃ কর্মে সপ্তমী
248. বেলা যে পড়ে এল "জলকে" চল। কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ২য়া
- খ. সম্প্রদানে ৪র্থী
- গ. নিমিত্তার্থে ৪র্থী
- ঘ. করণে সপ্তমী
উত্তরঃ নিমিত্তার্থে ৪র্থী
249. "সুখের চেয়ে" স্বস্তি ভালো--
- ক. অপাদানে ৫মী
- খ. কর্মে ৫মী
- গ. করণে ৫মী
- ঘ. অধিকরণে ৫মী
উত্তরঃ অপাদানে ৫মী
250. উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে?
- ক. কালাধিকরণ
- খ. অভিব্যাপক অধিকরণ
- গ. বৈষয়িক অধিকরণ
- ঘ. ঐকদেশিক অধিকরণ
উত্তরঃ অভিব্যাপক অধিকরণ