কারক ও বিভক্তি
276. 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' -এ বাক্যে 'মধুতে' কোন কারক?
- ক. অধিকরণ
- খ. করণ
- গ. অপাদান
- ঘ. কর্ম
উত্তরঃ করণ
277. নেহাল অঙ্কে খুব কাঁচা- বাক্যে 'অঙ্কে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে ৭মী
- গ. করণে ৭মী
- ঘ. কর্মে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
278. খনিতে সোনা পাওয়া যায়- বাক্যে 'খনিতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. অধিকরণে ৭মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. করণে ৭মী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
279. 'গুণহীনে ত্যাগ কর'- বাক্যে "গুণহীনে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. সম্প্রদানে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. কর্মে ৭মী
উত্তরঃ কর্মে ৭মী
280. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?- বাক্যে "রাঘবে" শব্দটি কোন কারকে কোন ভিভক্তি?
- ক. অপাদানে ৫মী
- খ. করণে ৭মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. কর্মে ২য়া
উত্তরঃ অপাদানে ৭মী
281. খালেদ বই পড়ে- বাক্যে "বই" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে শূন্য
- খ. কর্মে শূন্য
- গ. অধিকরণে শূন্য
- ঘ. করণে শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
282. 'প্রভাতে উঠিল রবি লোহিত বরণ' বাক্যে 'প্রভাতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. করণে ৩য়া
- গ. অপাদানে ৭মী
- ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
283. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. ডাক্তার ডাক
- খ. আরেফ বই পড়ে
- গ. টাকায় টাকা আনে
- ঘ. ছাগলে কিনা খায়
উত্তরঃ আরেফ বই পড়ে
284. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. পরাজয়ে ডরে না বীর
- খ. সৎপাত্রে কন্যা দান কর
- গ. গোয়ালে গরু আছে
- ঘ. বুলবুলিতে ধান খেয়েছে
উত্তরঃ গোয়ালে গরু আছে
285. 'পরাজয়ে ডরে না বীর' বাক্যের 'পরাজয়ে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. করণে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
286. 'কপোল ভাসিয়া গেল নয়নের জলে'- বাক্যের 'কপোল' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৭মী
- খ. কর্মে শূন্য
- গ. করণে শূন্য
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
287. 'ধন হইতে সুখ হয় না' বাক্যের 'ধন' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. অপাদানে ৫মী
- গ. করণে ৩য়া
- ঘ. কর্মে ৫মী
উত্তরঃ অপাদানে ৫মী
288. কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
- ক. আমারে তুমি রক্ষা করো
- খ. সাপের হাসি বেদেয় চেনে
- গ. জাহাজ চট্টগ্রাম ছাড়ল
- ঘ. কোদালে মাটি কাটব
উত্তরঃ আমারে তুমি রক্ষা করো
289. অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. কাজে অবসর নিলাম
- খ. আকাশ মেঘে আচ্ছন্ন
- গ. আগামীকাল বাড়ি যাব
- ঘ. আমার আহারে রুচি নাই
উত্তরঃ আগামীকাল বাড়ি যাব
290. 'সে তোমাকে ভয় পায়'- বাক্যে 'তোমাকে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৩য়া
- খ. অপাদানে ২য়া
- গ. অধিকরণে ২য়া
- ঘ. কর্মে শূন্য
উত্তরঃ অপাদানে ২য়া
291. 'তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি'- বাক্যে 'তোমার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৬ষ্ঠী
- খ. সম্প্রদানে ৭মী
- গ. কর্মে ৭মী
- ঘ. সম্প্রদানে ৬ষ্ঠী
উত্তরঃ সম্প্রদানে ৬ষ্ঠী
292. 'এই বনে বাঘের ভয় নাই'- বাক্যে 'বাঘের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ৭মী
- খ. কর্তায় ৭মী
- গ. অধিকরণে ২য়া
- ঘ. অপাদানে ৬ষ্ঠী
উত্তরঃ অপাদানে ৬ষ্ঠী
293. 'আমি বই পড়ি'- বাক্যে 'বই' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৫মী
- খ. কর্মে ১মা
- গ. অধিকরণে ২য়া
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্মে ১মা
294. সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. সম্প্রদানে শূন্য
- গ. করণে শূন্য
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ কর্মে শূন্য
295. 'ভূতকে আবার কিসের ভয়'- বাক্যে 'ভূতকে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ২য়া
- খ. অপাদানে ২য়া
- গ. ভাবাধিকরণে ২য়া
- ঘ. কালাধিকরণে ২য়া
উত্তরঃ অপাদানে ২য়া
297. 'পাগলে কিনা বলে।' বাক্যে 'পাগলে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় শূন্য
- খ. কর্তায় ৭মী
- গ. করণে ৩য়া
- ঘ. কর্তায় ৬ষ্ঠী
উত্তরঃ কর্তায় ৭মী
298. 'স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না'- বাক্যে 'পালিয়ে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে শূন্য
- খ. অপাদানে ৭মী
- গ. করণে ৩য়া
- ঘ. কর্মে ৬ষ্ঠী
উত্তরঃ অপাদানে ৭মী
299. 'ঘোড়া গাড়ি টানে' এখানে 'গাড়ি'--
- ক. অপাদান কারক
- খ. করণ কারক
- গ. কর্তৃকারক
- ঘ. কর্মকারক
উত্তরঃ কর্মকারক
300. 'রেখো মা দাসেরে মনে।' বাক্যে 'দাসেরে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ২য়া
- খ. অপাদানে ৩য়া
- গ. কর্মে ২য়া
- ঘ. করণে ২য়া
উত্তরঃ কর্মে ২য়া