বাক্য সংক্ষেপণ

151. গোপন করিবার ইচ্ছা--

  • ক. জুগুপ্সা
  • খ. জিগীর্ষা
  • গ. জিঘাংসা
  • ঘ. বিজিগীষা

উত্তরঃ জুগুপ্সা

বিস্তারিত

152. গম্ভীর ধ্বনি- এর বাক্য সংক্ষেপ কি?

  • ক. বন্দনা
  • খ. গাম্ভীর্য
  • গ. সুপ্ত
  • ঘ. মন্দ্র

উত্তরঃ মন্দ্র

বিস্তারিত

153. ঘৃণার যোগ্য- এর বাক্য সংকোচন--

  • ক. ঘৃণা
  • খ. ঘৃণাপ্রার্থী
  • গ. ঘৃণার্হ
  • ঘ. ঘৃনার্থ

উত্তরঃ ঘৃণার্হ

বিস্তারিত

154. চোখের নিমেষ না ফেলিয়া--

  • ক. অনিমেষ
  • খ. নিমেষে
  • গ. তাৎক্ষণিক
  • ঘ. প্রত্যক্ষীভূত

উত্তরঃ অনিমেষ

বিস্তারিত

155. জয় করিবার ইচ্ছা---

  • ক. জিঘাংসা
  • খ. বিজিগীষা
  • গ. জিতেন্দ্রিয়
  • ঘ. জিগীষা

উত্তরঃ জিগীষা

বিস্তারিত

156. জল পানের জন্য দেয় অর্থ- এর বাক্য সংকোচন--

  • ক. জুলার্থ
  • খ. জলসাহায্য
  • গ. জলপানি
  • ঘ. জলযান

উত্তরঃ জলপানি

বিস্তারিত

157. দেখিবার ইচ্ছা---

  • ক. দিদৃক্ষা
  • খ. দিদিক্ষা
  • গ. দীক্ষা
  • ঘ. দৌবারিক

উত্তরঃ দিদৃক্ষা

বিস্তারিত

158. দিনের পর দিন--

  • ক. দিন দিন
  • খ. অনুদিন
  • গ. অনেকদিন
  • ঘ. প্রতিদিন

উত্তরঃ অনুদিন

বিস্তারিত

159. পায়ে হেঁটে গমন করে না যে--

  • ক. অপ্রেয়
  • খ. অসাদ্য
  • গ. অনগ্রজ
  • ঘ. পন্নগ

উত্তরঃ পন্নগ

বিস্তারিত

160. বমন করিবার ইচ্ছা---

  • ক. বিবমিষা
  • খ. জিগীষা
  • গ. জিজীবিষা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিবমিষা

বিস্তারিত

161. প্রতিকার করিবার ইচ্ছা--

  • ক. প্রতিচিকীর্ষু
  • খ. প্রতিচিকীর্ষা
  • গ. অপচিকীর্ষা
  • ঘ. প্রতিহিংসা

উত্তরঃ প্রতিচিকীর্ষা

বিস্তারিত

162. বাহুতে ভর করে চলে যে--

  • ক. সব্যসাচী
  • খ. বুভুক্ষা
  • গ. ভুজঙ্গ
  • ঘ. বাহুঙ্গ

উত্তরঃ ভুজঙ্গ

বিস্তারিত

163. মর্মকে পীড়া দেয় যাহা--

  • ক. মর্মন্তুদ
  • খ. মর্মদন্ত
  • গ. মর্মন্ত্য
  • ঘ. মর্মাহত

উত্তরঃ মর্মন্তুদ

বিস্তারিত

164. মনে যাহার জন্ম--

  • ক. মৃন্ময়
  • খ. মনসিজ
  • গ. মসলিজ
  • ঘ. মনাহুত

উত্তরঃ মনসিজ

বিস্তারিত

165. যাহা অধ্যয়ন করা হয়েছে- এক কথায় প্রকাশ কি?

  • ক. অধ্যয়ন
  • খ. পঠিত
  • গ. অধিয়ন
  • ঘ. অধীত

উত্তরঃ অধীত

বিস্তারিত

166. যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়--

  • ক. কষ্টাচার্য
  • খ. দূলঘ্ন
  • গ. অনুচ্চার্য
  • ঘ. অপঠিত

উত্তরঃ অনুচ্চার্য

বিস্তারিত

167. যিনি বিদ্যা লাভ করিয়াছেন- এর সংক্ষিপ্ত রূপ কি?

  • ক. বিদ্বান
  • খ. বিদ্যাপতি
  • গ. লদ্ধজ্ঞান
  • ঘ. কৃতবিদ্য

উত্তরঃ কৃতবিদ্য

বিস্তারিত

168. যা বলা হয়েছে- এর বাক্য সংকোচন--

  • ক. উপ্ত
  • খ. উক্ত
  • গ. বক্তব্য
  • ঘ. কথ্য

উত্তরঃ উক্ত

বিস্তারিত

169. যে ভরণপোষণ করে- এর বাক্য সংকোচন-

  • ক. ভর্তা
  • খ. পোষক
  • গ. ভর্ণা
  • ঘ. ভোরণ

উত্তরঃ ভর্তা

বিস্তারিত

170. যে স্ত্রীর বশীভূত- এর বাক্য সংকোচন-

  • ক. বশীভূত
  • খ. অধীন
  • গ. স্ত্রৈণ
  • ঘ. পরাহত

উত্তরঃ স্ত্রৈণ

বিস্তারিত

171. শক্তিকে অতিক্রম না করিয়া---

  • ক. অনতিক্রম
  • খ. শক্তিসাধ্য
  • গ. শক্তিক্রমন্য
  • ঘ. যথাশক্তি

উত্তরঃ যথাশক্তি

বিস্তারিত

172. সয়ং যে হইয়াছে--

  • ক. স্বীয়
  • খ. স্বয়ম্ভূ
  • গ. স্বয়ংভূ
  • ঘ. স্বীয়োত্ব

উত্তরঃ স্বয়ম্ভূ

বিস্তারিত

173. যা ভাষায় প্রকাশ করা যায় না---

  • ক. অনুক্ত
  • খ. ভাষাহীন
  • গ. অব্যক্ত
  • ঘ. অপ্রকাশ্য

উত্তরঃ অব্যক্ত

বিস্তারিত

174. ইতিহাস জানেন যিনি- এর সংক্ষেপণ কি?

  • ক. ইতিহাসবেত্তা
  • খ. ঐতিহাসিক
  • গ. ইতিহাসখ্যাত
  • ঘ. ইতিহাসমনা

উত্তরঃ ইতিহাসবেত্তা

বিস্তারিত

175. যা অধ্যয়ন করা হবে---

  • ক. পাঠ্য
  • খ. অধ্যয়ন
  • গ. পঠিত
  • ঘ. পঠিতব্য

উত্তরঃ পঠিতব্য

বিস্তারিত

  • avatar
    MD.SABBIR HOSAIN - 3 years ago
    love you

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects