বাক্য সংক্ষেপণ
3. ‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
- ক. অনতিক্রম্য
- খ. অলঙ্ঘ্য
- গ. দুরতিক্রম্য
- ঘ. দুর্গম
উত্তরঃ দুরতিক্রম্য
4. ‘যা কষ্টে জয় করা যায়’ বাক্যেটি এক কথায় কি হবে?
- ক. দুর্জয়
- খ. অদম্য
- গ. কষ্টার্জিত
- ঘ. পরিশ্রমলব্ধ
উত্তরঃ দুর্জয়
12. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলে?
- ক. পরগাছা
- খ. আগাছা
- গ. বর্ণচোরা
- ঘ. বনস্পতি
উত্তরঃ বনস্পতি
13. যে স্ত্রীলোক প্রিয় কথা বলে, তাকে বলা হয় / প্রিয় কথা বলে যে নারী-
- ক. প্রিয়ংবদা
- খ. অবীরা
- গ. মাধুকর
- ঘ. কেকা
উত্তরঃ প্রিয়ংবদা
14. সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে?
- ক. অদৃষ্টসূর্য
- খ. অসূর্যস্পশ্যা
- গ. অসূর্যদ্রষ্টা
- ঘ. অসূর্যপ্রেক্ষা
উত্তরঃ অসূর্যস্পশ্যা
15. যে নারীর সন্তান বাঁচে না, এক কথায় কি বলে?
- ক. মৃতমা
- খ. মৃত জননী
- গ. মৃতবৎসা
- ঘ. কাক বন্ধ্যা
উত্তরঃ মৃতবৎসা
16. ‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়?
- ক. ব্যাকরণ বিশেষজ্ঞ
- খ. ব্যাকরণবিদ
- গ. বৈয়াকরণ
- ঘ. বৈয়াকরণিক
উত্তরঃ বৈয়াকরণ
17. ‘যে ভবিষ্যত না ভেবেই কাজ করে’- একে এক পদে পরিণত করলে কোনটি হবে?
- ক. অপরিণামদর্শী
- খ. অবিবেচক
- গ. অবিমৃষ্যকারী
- ঘ. অকালজ্ঞানী
উত্তরঃ অবিমৃষ্যকারী
18. অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
- ক. অদ্যন্ত
- খ. মুর্খ্য
- গ. অনভিজ্ঞ
- ঘ. অবিমৃষ্যকারী
উত্তরঃ অবিমৃষ্যকারী
20. ‘স্থায়ী ঠিকানা নেই যার’ এক কথায় প্রকাশ কোনটি শুদ্ধ?
- ক. বস্তিবাসী
- খ. টোকাই
- গ. ঠিকানাবিহীন
- ঘ. উদ্বাস্তু
উত্তরঃ উদ্বাস্তু
21. যে ব্যক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয়-
- ক. আত্মভোলা
- খ. আত্মকেন্দ্রিক
- গ. আস্তিক
- ঘ. আত্মসর্বস্ব
উত্তরঃ আত্মকেন্দ্রিক
- ক. বুদ্ধিমান
- খ. বুদ্ধিমতী
- গ. বিচক্ষণ
- ঘ. প্রত্যুৎপন্নমতি
উত্তরঃ প্রত্যুৎপন্নমতি
- ক. খারাপ লোক
- খ. ছোট লোক
- গ. পাখির ডাক
- ঘ. ইতর বিশেষ
উত্তরঃ পাখির ডাক
25. ‘জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কি হবে?
- ক. বিজয়জয়ন্তী
- খ. জয়ন্তী
- গ. জয়ান্তী
- ঘ. বিজয় উৎসব
উত্তরঃ জয়ন্তী
-
MD.SABBIR HOSAIN - 3 years ago
love you