বাক্য সংক্ষেপণ

51. পানের অযোগ্য- এক কথায়

  • ক. দুষ্পাচ্য
  • খ. অপেয়
  • গ. পানীয়
  • ঘ. সুপাচ্য

উত্তরঃ অপেয়

বিস্তারিত

52. পঙ্কে জন্মে যা--

  • ক. পঙ্কজ
  • খ. পাঙ্ক
  • গ. পঙ্কিল
  • ঘ. পাক্ষ

উত্তরঃ পঙ্কজ

বিস্তারিত

53. দ্বারে থাকে যে--

  • ক. দ্বাররক্ষী
  • খ. দৌবারিক
  • গ. দ্বারিকা
  • ঘ. দারোয়ান

উত্তরঃ দৌবারিক

বিস্তারিত

54. কোথাও উন্নত কোথাও অবনত--

  • ক. অনুন্নত
  • খ. বন্ধুর
  • গ. উন্নত-অবনত
  • ঘ. উবনত

উত্তরঃ বন্ধুর

বিস্তারিত

55. কর দান করে যে- এক কথায়

  • ক. অধীন
  • খ. আশ্রিত
  • গ. করদ
  • ঘ. প্রজা

উত্তরঃ করদ

বিস্তারিত

56. এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট-- এক কথায়

  • ক. একাগ্রচিত্ত
  • খ. একমনা
  • গ. অন্যমনা
  • ঘ. মনোযোগী

উত্তরঃ একাগ্রচিত্ত

বিস্তারিত

57. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি--

  • ক. ইতিহাস বেত্তা
  • খ. ঐতিহাসিক
  • গ. ইতিহাস বিদ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ইতিহাস বেত্তা

বিস্তারিত

58. আপনাকে পন্ডিত মনে করে যে-- এক কথায় হবে

  • ক. অতিপন্ডিত
  • খ. মহাপন্ডিত
  • গ. পন্ডিত নেতা
  • ঘ. পন্ডিতস্মন্য

উত্তরঃ পন্ডিতস্মন্য

বিস্তারিত

59. বাক্য সংকোচন করুন-চক্ষুর সম্মুখে সংঘটিত

  • ক. প্রত্যক্ষ
  • খ. চাক্ষুষ
  • গ. চর্ব্য
  • ঘ. সম্মখে

উত্তরঃ চাক্ষুষ

বিস্তারিত

60. বাক্য সংকোচন কি?

  • ক. অসম্পূর্ণ বাক্য
  • খ. একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
  • গ. ক্ষুদ্রতম বাক্য
  • ঘ. ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি

উত্তরঃ একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা

বিস্তারিত

61. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’- এক কথায় কী হবে?

  • ক. সর্বংসহা
  • খ. সর্বসহ্যকারী
  • গ. সহ্যকারী
  • ঘ. অত্যাচারী

উত্তরঃ সর্বংসহা

বিস্তারিত

62. যা কষ্টে নিবারণ করা যায়

  • ক. অনিবার্য
  • খ. দুর্নিবার
  • গ. অনির্বান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দুর্নিবার

বিস্তারিত

63. কোনটি অশ্বের ডাক?

  • ক. বৃংহতি
  • খ. হ্রেষা
  • গ. ক্রেকার
  • ঘ. বুক্কন

উত্তরঃ হ্রেষা

বিস্তারিত

64. ‘কুলের সমীপে’-এর সংক্ষেপ কি?

  • ক. অনুকূল
  • খ. প্রতিকূল
  • গ. সমকূল
  • ঘ. উপকূল

উত্তরঃ উপকূল

বিস্তারিত

65. ‘যে অনবরত কাঁদছে’ সংকোচিত রূপ হল-

  • ক. বাষ্পায়মান
  • খ. রোরুদ্যমান
  • গ. স্যাসয়মান
  • ঘ. দূমায়মান

উত্তরঃ রোরুদ্যমান

বিস্তারিত

66. জয় সুচনা করে এরূপ তিথি-

  • ক. শুভ তিথি
  • খ. জয়োৎসব
  • গ. জয়তিথি
  • ঘ. জয়ন্তী

উত্তরঃ শুভ তিথি

বিস্তারিত

67. ‘যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে’- এক কথায় প্রকাশ করলে হবে-

  • ক. কৃপণ
  • খ. মিতব্যয়ী
  • গ. ব্যয়কুণ্ঠ
  • ঘ. হিসেবী

উত্তরঃ কৃপণ

বিস্তারিত

68. ‘যার কোন উপায় নেই’- এক কথায় কি হয়?

  • ক. অন্যোপায়
  • খ. অনুপায়
  • গ. নিরূপায়
  • ঘ. অনন্যোপায়

উত্তরঃ অনন্যোপায়

বিস্তারিত

69. ‘যা আঘাত পায়নি’ -বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কি?

  • ক. অনাঘাত
  • খ. অনঘাত
  • গ. অনাহত
  • ঘ. অনিরুদ্ধ

উত্তরঃ অনাহত

বিস্তারিত

70. ‘হিমালয় হতে সমুদ্র পর্যন্ত’ -এর বাক্য সংকোচন হবে-

  • ক. আসমুদ্রহিমালয়
  • খ. আসমুদ্রহিমাচল
  • গ. হিমসমুদ্র
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আসমুদ্রহিমাচল

বিস্তারিত

71. ‘যাহারা এক মাতার গর্ভে জন্মিয়াছে’ কথাটি সংকোচন করা হলে কি হবে?

  • ক. ভাইবোন
  • খ. আপনভাই
  • গ. মাতৃসন্তান
  • ঘ. সহোদর

উত্তরঃ সহোদর

বিস্তারিত

72. যে পুরুষের এ যাবৎ দাড়ি গোঁফ গজায়নি তাকে কি বলে?

  • ক. অজাতশত্রু
  • খ. অজাতমিত্র
  • গ. অজাতশ্মশ্রু
  • ঘ. বর্ণচোরা

উত্তরঃ অজাতশ্মশ্রু

বিস্তারিত

73. উপকারীর উপকার স্বীকার করে যে তাকে এক কথায় কি বলে?

  • ক. অকৃতজ্ঞ
  • খ. কৃতজ্ঞ
  • গ. কৃতঘ্ন
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ কৃতজ্ঞ

বিস্তারিত

74. ময়ূরের ডাক-

  • ক. কুহু
  • খ. কেকা
  • গ. কৃত্তি
  • ঘ. কীর্তি

উত্তরঃ কেকা

বিস্তারিত

75. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -এক কথায় প্রকাশ :

  • ক. স্বাগতম
  • খ. অভিনন্দন
  • গ. প্রত্যুদগমন
  • ঘ. শুভেচ্ছা

উত্তরঃ প্রত্যুদগমন

বিস্তারিত

  • avatar
    MD.SABBIR HOSAIN - 3 years ago
    love you

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects