বাক্য সংক্ষেপণ

176. ইহলোকে যা সামান্য নয়--

  • ক. অনন্য সাধারণ
  • খ. অন্য সাধারণ
  • গ. আলোকসামান্য
  • ঘ. অলোকসামান্য

উত্তরঃ অলোকসামান্য

বিস্তারিত

177. যে গাছ হতে ঔষধ তৈরি করা হয়?

  • ক. ওষধি
  • খ. ঔষধি
  • গ. ঔষুধী
  • ঘ. ওষধী

উত্তরঃ ঔষধি

বিস্তারিত

178. যা বার বার দুলছে--

  • ক. দোদুল্যমান
  • খ. দেদীপ্যমান
  • গ. রোরুদ্যমান
  • ঘ. উদীয়মান

উত্তরঃ দোদুল্যমান

বিস্তারিত

179. যে মেয়ের এখনও বিয়ে হয়নি---

  • ক. বিধবা
  • খ. সধবা
  • গ. অনূঢ়া
  • ঘ. কাকবন্ধা

উত্তরঃ অনূঢ়া

বিস্তারিত

180. যা জলে ও স্থলে চরে--

  • ক. স্থলচর
  • খ. জলচর
  • গ. খেচর
  • ঘ. উভচর

উত্তরঃ উভচর

বিস্তারিত

181. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না--

  • ক. উরগ
  • খ. অনুচ্চার্য
  • গ. ক্ষণপ্রভা
  • ঘ. অনুসূয়া

উত্তরঃ ক্ষণপ্রভা

বিস্তারিত

182. হাতির ডাক--

  • ক. কেকা
  • খ. নাদ
  • গ. গর্জন
  • ঘ. বৃংহতি

উত্তরঃ বৃংহতি

বিস্তারিত

183. মুক্তি পেতে ইচ্ছুক--

  • ক. মুমূক্ষু
  • খ. মূমূক্ষু
  • গ. মুমূক্ষূ
  • ঘ. মুমুক্ষু

উত্তরঃ মুমুক্ষু

বিস্তারিত

184. অগ্রে জন্মগ্রহণ করেছে যে--

  • ক. অনুজ
  • খ. বয়োজ্যেষ্ঠ
  • গ. অগ্রজ
  • ঘ. অগ্রগামী

উত্তরঃ অগ্রজ

বিস্তারিত

185. উপকারীর উপকার স্বীকার করে না যে--

  • ক. কৃতজ্ঞ
  • খ. অকৃতজ্ঞ
  • গ. কৃতঘ্ন
  • ঘ. অকৃতঘ্ন

উত্তরঃ অকৃতজ্ঞ

বিস্তারিত

186. যে নারীর স্বামী ও পুত্র নেই--

  • ক. কুমারী
  • খ. অনূঢ়া
  • গ. আবীরা
  • ঘ. বিধবা

উত্তরঃ আবীরা

বিস্তারিত

187. 'যাহা কষ্টে অর্জন করা যায়' তাকে এক কথায় বলে--

  • ক. পরিশ্রমলদ্ধ
  • খ. কষ্টার্জিত
  • গ. অদম্য
  • ঘ. দুর্জয়

উত্তরঃ কষ্টার্জিত

বিস্তারিত

188. যা কোথাও উঁচু কোথাও নিচু--

  • ক. মেদুর
  • খ. প্রত্যুদ্গমন
  • গ. বর্ধিষ্ণু
  • ঘ. বন্ধুর

উত্তরঃ বন্ধুর

বিস্তারিত

189. 'ঋষির ন্যায়'- এক শব্দে প্রকাশ--

  • ক. ঋষিজ
  • খ. ঋষি
  • গ. ঋষিতুল্য
  • ঘ. ঋত্বিক

উত্তরঃ ঋষিতুল্য

বিস্তারিত

190. 'শোনা যায় এমন'- এক কথাহ প্রকাশ করুন--

  • ক. শ্রুতিধর
  • খ. শ্রুতিযোগ্য
  • গ. শ্রুতিমধুর
  • ঘ. শ্রুতিগ্রাহ্য

উত্তরঃ শ্রুতিগ্রাহ্য

বিস্তারিত

191. 'শত্রুকে দমন করে যে' এককথায় প্রকাশ কী হবে?

  • ক. কৃতঘ্ন
  • খ. শত্রুহন্তা
  • গ. অরিন্দম
  • ঘ. শত্রুঘ্ন

উত্তরঃ অরিন্দম

বিস্তারিত

192. 'যার আকার কুৎসিত' এককথায় প্রকাশ করুন।

  • ক. কদাকার
  • খ. কদর্য
  • গ. বিশ্রী
  • ঘ. কুশ্রী

উত্তরঃ কদাকার

বিস্তারিত

193. 'যিনি অধিক কথা বলেন না।' এক কথায় কী হবে?

  • ক. সন্ন্যাসী
  • খ. অল্পভাষী
  • গ. মিতভাষী
  • ঘ. সংযত

উত্তরঃ মিতভাষী

বিস্তারিত

194. 'আবক্ষ জলে নেমে স্নান।' এক কথায় কী হবে?

  • ক. পদধৌত
  • খ. অবগাহন
  • গ. প্রক্ষালন
  • ঘ. স্নান

উত্তরঃ অবগাহন

বিস্তারিত

195. 'বিশ্বজনের হিতকর'- এক কথায় কী হবে?

  • ক. হিতৈষী
  • খ. সার্বজনীন
  • গ. সর্বজনীন
  • ঘ. বিশ্বজনীন

উত্তরঃ বিশ্বজনীন

বিস্তারিত

196. 'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' এক কথায় কী হবে?

  • ক. ওষধি
  • খ. হাতুড়ে
  • গ. অরিন্দম
  • ঘ. অনভিজ্ঞ

উত্তরঃ হাতুড়ে

বিস্তারিত

197. 'যে বহু বিষয়ে জানে' এক কথায়--

  • ক. সবজান্তা
  • খ. বহুদর্শী
  • গ. সর্বজ্ঞ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বহুদর্শী

বিস্তারিত

198. এক কথায় প্রকাশ করুনঃ 'যার স্ত্রী মারা গিয়াছে'

  • ক. বিপদাত্মক
  • খ. সপত্নীক
  • গ. বিপত্নীক
  • ঘ. বিধবা

উত্তরঃ বিপত্নীক

বিস্তারিত

199. 'শত্রুকে পীড়া দেয় যে' এর সঠিক বাক্য সংকোচন হলো--

  • ক. জিঘাংসা
  • খ. অরিন্দ্র
  • গ. শত্রুহ্ণ
  • ঘ. শত্রুঘ্ন

উত্তরঃ অরিন্দ্র

বিস্তারিত

200. 'যা সাধারণের মধ্যে দেখা যায় না'- এর এককথায় প্রকাশ কোনটি?

  • ক. অন্যন্য সাধারণ
  • খ. সাধারণ
  • গ. অসাধারণ
  • ঘ. অনন্য রকম

উত্তরঃ অসাধারণ

বিস্তারিত

  • avatar
    MD.SABBIR HOSAIN - 3 years ago
    love you

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects