বাক্য সংক্ষেপণ

26. ‘একই সময়ে বর্তমান’ এর বাক্যের এক কথায় প্রকাশ হল-

  • ক. সমসাময়িক
  • খ. যুগপৎ
  • গ. সতীর্থ
  • ঘ. যুগল

উত্তরঃ সমসাময়িক

বিস্তারিত

27. যে বিষয়ে কোন বিতর্ক নেই-

  • ক. অবিমৃষ্যকারী
  • খ. অবিতর্ক
  • গ. অবিমিশ্রকারী
  • ঘ. অবিসংবাদী

উত্তরঃ অবিসংবাদী

বিস্তারিত

28. যার তুলনা নাই-

  • ক. অতুল্য
  • খ. অতুলনীয়
  • গ. তুলাহীন
  • ঘ. বৈতুল্য

উত্তরঃ অতুলনীয়

বিস্তারিত

29. ‘পা ধুইবার জল’ সংকোচন করলে কি হয়?

  • ক. পঙ্কজ
  • খ. প্রিয়ংবদা
  • গ. পাদপ
  • ঘ. পাদ্য

উত্তরঃ পাদ্য

বিস্তারিত

30. মৃতের মত অবস্থা যার তাকে এক কথায় কি বল হয়?

  • ক. মুমুর্ষূ
  • খ. মুমূর্ষু
  • গ. মুমুর্ষু
  • ঘ. মূমুর্ষূ

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

31. ‘শহীদ’ শব্দের অর্থ কি?

  • ক. বলি
  • খ. খুন
  • গ. মৃত
  • ঘ. আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন

উত্তরঃ আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন

বিস্তারিত

32. ‘প্রাপক’ অর্থ-

  • ক. যিনি পত্র লেখেন
  • খ. যার উদ্দেশ্যে পত্রটি রচিত
  • গ. পত্রের মঙ্গলাচরণ
  • ঘ. বক্তব্য বিষয়

উত্তরঃ যার উদ্দেশ্যে পত্রটি রচিত

বিস্তারিত

33. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-

  • ক. চুক্তিপত্র
  • খ. মানপত্র
  • গ. ব্যক্তিগত পত্র
  • ঘ. আবেদনপত্র

উত্তরঃ আবেদনপত্র

বিস্তারিত

34. ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন-

  • ক. কয়রা
  • খ. ধূসর
  • গ. আরক্ত
  • ঘ. পীত

উত্তরঃ কয়রা

বিস্তারিত

35. এক কথায় প্রকাশ করুন। ‘আকাশে গমন করে যা’-

  • ক. আকাশী
  • খ. বিহগ
  • গ. ভুজঙ্গ
  • ঘ. বঙ্কিম

উত্তরঃ বিহগ

বিস্তারিত

36. ‘আয়নায় প্রতিফলিত রূপ’ এক কথায় হবে-

  • ক. দৃশ্যমান
  • খ. প্রতিবিম্ব
  • গ. প্রতিসৃয়মান
  • ঘ. অলীক

উত্তরঃ প্রতিবিম্ব

বিস্তারিত

37. জয় করা কঠিন-এক কথায় কি হবে?

  • ক. অজেয়
  • খ. দুর্নিবার
  • গ. অলঙ্ঘ্য
  • ঘ. দুর্জয়

উত্তরঃ দুর্জয়

বিস্তারিত

38. ‘কনুই থেকে কব্জি পর্যন্ত’র সংক্ষেপ হল-

  • ক. রত্নি
  • খ. টিবিয়া ফিবুলা
  • গ. হাতাংশ
  • ঘ. গিরিজা

উত্তরঃ রত্নি

বিস্তারিত

39. ‘গবাদি পশুর পাল’র সংক্ষেপ হল-

  • ক. বাথান
  • খ. গোশালা
  • গ. কস্তা
  • ঘ. পশুপাল

উত্তরঃ বাথান

বিস্তারিত

40. হাতির বাসস্থান--

  • ক. গজ গৃহ
  • খ. হস্তিগৃহ
  • গ. পিলখানা
  • ঘ. গজনীড়

উত্তরঃ গজ গৃহ

বিস্তারিত

41. সঠিক বাক্য সংকোচন 'বাচাল' এর পুরো বাক্য কোনটি?

  • ক. যেখানে বেশি বলা হয়েছে
  • খ. যে বেশি কথা বলে
  • গ. বেশি গল্প বলে
  • ঘ. যেখানে বেশি লোক আছেন

উত্তরঃ যে বেশি কথা বলে

বিস্তারিত

42. যা পূর্বে শোনা যায়নি---

  • ক. অশ্রুতপূর্ব
  • খ. শ্রুতিধর
  • গ. শ্রোতৃগণ
  • ঘ. শ্রুতিময়

উত্তরঃ অশ্রুতপূর্ব

বিস্তারিত

43. যার চক্ষুলজ্জা নেই--

  • ক. চশমখোর
  • খ. নির্লজ্জ
  • গ. চাক্ষুষ
  • ঘ. চোষ্য

উত্তরঃ চশমখোর

বিস্তারিত

44. যা অবশ্যই ঘটবে--

  • ক. সম্ভবনাময়
  • খ. দুর্নিবার
  • গ. অবশ্যম্ভাবী
  • ঘ. সাম্ভাব্য

উত্তরঃ অবশ্যম্ভাবী

বিস্তারিত

45. যা দীপ্তি পাচ্ছে-- এককথায়

  • ক. দীপ্তিমান
  • খ. আলোকিত
  • গ. দেদীপ্যমান
  • ঘ. উজ্জ্বল

উত্তরঃ দেদীপ্যমান

বিস্তারিত

46. যা দমন করা যায় না-- এক কথায় হবে

  • ক. দুর্দমনীয়
  • খ. দুর্দন
  • গ. অদম্য
  • ঘ. অসম্ভব

উত্তরঃ অদম্য

বিস্তারিত

47. যার বাসস্থান নেই-- এক কথায়

  • ক. অনিকেত
  • খ. উদ্বাস্তু
  • গ. অনুজ
  • ঘ. একাহারী

উত্তরঃ অনিকেত

বিস্তারিত

48. যা কষ্টে লাভ করা যায়--

  • ক. অলভ্য
  • খ. দুর্লভ
  • গ. দুর্জয়
  • ঘ. কষ্ট সাধ্য

উত্তরঃ দুর্লভ

বিস্তারিত

49. যার স্ত্রী মারা গিয়েছে--

  • ক. বিধবা
  • খ. বিপত্নীক
  • গ. সপত্নীক
  • ঘ. বিপদাত্নক

উত্তরঃ বিপত্নীক

বিস্তারিত

50. মৃত্তিকা দিয়ে তৈরি--

  • ক. মৃন্ময়
  • খ. মেটেল
  • গ. চিন্ময়
  • ঘ. মন্ময়

উত্তরঃ মৃন্ময়

বিস্তারিত

  • avatar
    MD.SABBIR HOSAIN - 3 years ago
    love you

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects