বাক্য সংক্ষেপণ
26. ‘একই সময়ে বর্তমান’ এর বাক্যের এক কথায় প্রকাশ হল-
- ক. সমসাময়িক
- খ. যুগপৎ
- গ. সতীর্থ
- ঘ. যুগল
উত্তরঃ সমসাময়িক
- ক. অবিমৃষ্যকারী
- খ. অবিতর্ক
- গ. অবিমিশ্রকারী
- ঘ. অবিসংবাদী
উত্তরঃ অবিসংবাদী
30. মৃতের মত অবস্থা যার তাকে এক কথায় কি বল হয়?
- ক. মুমুর্ষূ
- খ. মুমূর্ষু
- গ. মুমুর্ষু
- ঘ. মূমুর্ষূ
উত্তরঃ মুমূর্ষু
- ক. বলি
- খ. খুন
- গ. মৃত
- ঘ. আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন
উত্তরঃ আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন
32. ‘প্রাপক’ অর্থ-
- ক. যিনি পত্র লেখেন
- খ. যার উদ্দেশ্যে পত্রটি রচিত
- গ. পত্রের মঙ্গলাচরণ
- ঘ. বক্তব্য বিষয়
উত্তরঃ যার উদ্দেশ্যে পত্রটি রচিত
33. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
- ক. চুক্তিপত্র
- খ. মানপত্র
- গ. ব্যক্তিগত পত্র
- ঘ. আবেদনপত্র
উত্তরঃ আবেদনপত্র
36. ‘আয়নায় প্রতিফলিত রূপ’ এক কথায় হবে-
- ক. দৃশ্যমান
- খ. প্রতিবিম্ব
- গ. প্রতিসৃয়মান
- ঘ. অলীক
উত্তরঃ প্রতিবিম্ব
38. ‘কনুই থেকে কব্জি পর্যন্ত’র সংক্ষেপ হল-
- ক. রত্নি
- খ. টিবিয়া ফিবুলা
- গ. হাতাংশ
- ঘ. গিরিজা
উত্তরঃ রত্নি
41. সঠিক বাক্য সংকোচন 'বাচাল' এর পুরো বাক্য কোনটি?
- ক. যেখানে বেশি বলা হয়েছে
- খ. যে বেশি কথা বলে
- গ. বেশি গল্প বলে
- ঘ. যেখানে বেশি লোক আছেন
উত্তরঃ যে বেশি কথা বলে
- ক. অশ্রুতপূর্ব
- খ. শ্রুতিধর
- গ. শ্রোতৃগণ
- ঘ. শ্রুতিময়
উত্তরঃ অশ্রুতপূর্ব
- ক. দীপ্তিমান
- খ. আলোকিত
- গ. দেদীপ্যমান
- ঘ. উজ্জ্বল
উত্তরঃ দেদীপ্যমান
-
MD.SABBIR HOSAIN - 3 years ago
love you