বাক্য সংক্ষেপণ
128. “সকলের দ্বারা অনুষ্ঠিত।”-এক কথায় কোনটি?
- ক. সর্বজনীন
- খ. সার্বজনীন
- গ. সর্বহিত
- ঘ. সর্বমহিতম
উত্তরঃ সর্বজনীন
130. “যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে”-তাকে এক শব্দে কি বলে?
- ক. দ্বিজ
- খ. দ্বিবর
- গ. দ্বোবর
- ঘ. দোজবর
উত্তরঃ দোজবর
131. “যা পূর্বে শ্রুত (শোনা) হয়নি।”- এর এক শব্দ কোনটি?
- ক. অশ্রুতপূর্ব
- খ. শ্রুতপূর্ব
- গ. অভূতপূর্র্ব
- ঘ. ভূতপূর্ব
উত্তরঃ অশ্রুতপূর্ব
133. ‘ফিটফাট গোছের তরুণ যুবক’-এ বাক্যটির বাক্য সংকোচন কি?
- ক. স্মার্ট
- খ. ফটিকচাঁদ
- গ. বালসুলভ
- ঘ. ধন্যম্মন্য
উত্তরঃ ফটিকচাঁদ
136. বাক্য সংকোচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
137. 'অকালে যে বোধন' -এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
- ক. অকালোধন
- খ. অকাল পক্ব
- গ. অকাল বোধন
- ঘ. অকাল রোধন
উত্তরঃ অকাল বোধন
- ক. অনুসন্ধিৎসু
- খ. অনুচিকির্ষা
- গ. অনুসন্ধিৎসা
- ঘ. জিঘীষা
উত্তরঃ অনুসন্ধিৎসা
140. 'অব্যক্ত মধুর ধ্বনি' -এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ--
- ক. অরিন্দম
- খ. শিঞ্চন
- গ. কলতান
- ঘ. রিদম
উত্তরঃ কলতান
142. আপনার রঙ যে লুকায়- এর বাক্য সংকোচন-
- ক. আধ্যাত্মিক
- খ. লুকায়ু
- গ. বর্ণচোরা
- ঘ. বর্ণালী
উত্তরঃ বর্ণচোরা
143. আপনাকে কৃতার্থ মনে করেন যিনি--
- ক. কৃতার্থন্মন্য
- খ. কৃতঘ্ন
- গ. কৃতার্থ
- ঘ. কৃতঘ্নতা
উত্তরঃ কৃতার্থন্মন্য
146. ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট- এর বাক্য সংকোচন-
- ক. আমিষা
- খ. আঁষটে
- গ. ঈষদূন
- ঘ. আমিষা গন্ধা
উত্তরঃ আঁষটে
149. এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই--
- ক. অজাতোশত্রু
- খ. অজাতশ্মত্রু
- গ. অজাতশত্রু
- ঘ. অলোকসামান্য
উত্তরঃ অজাতশত্রু
150. কথায় যাহা বর্ণনা করা যায় না---
- ক. অবর্ণনীয়
- খ. অর্বিচনীয়
- গ. অকথ্য
- ঘ. অনির্বচনীয়
উত্তরঃ অনির্বচনীয়
-
MD.SABBIR HOSAIN - 3 years ago
love you