বাক্য সংক্ষেপণ

126. চৈত্র মাসের ফসল-

  • ক. চিত্রী
  • খ. চৈতা
  • গ. চৈতালি
  • ঘ. চৈত্র ফসলী

উত্তরঃ চৈতালি

বিস্তারিত

127. যে নারীর হাসি সুন্দর-

  • ক. অনূঢ়া
  • খ. সাধনা
  • গ. সুস্মিতা
  • ঘ. সুমিতা

উত্তরঃ সুস্মিতা

বিস্তারিত

128. “সকলের দ্বারা অনুষ্ঠিত।”-এক কথায় কোনটি?

  • ক. সর্বজনীন
  • খ. সার্বজনীন
  • গ. সর্বহিত
  • ঘ. সর্বমহিতম

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

129. সিংহের ডাক-

  • ক. নাদ
  • খ. হুট
  • গ. হুংকার
  • ঘ. হালুম

উত্তরঃ হুংকার

বিস্তারিত

130. “যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে”-তাকে এক শব্দে কি বলে?

  • ক. দ্বিজ
  • খ. দ্বিবর
  • গ. দ্বোবর
  • ঘ. দোজবর

উত্তরঃ দোজবর

বিস্তারিত

131. “যা পূর্বে শ্রুত (শোনা) হয়নি।”- এর এক শব্দ কোনটি?

  • ক. অশ্রুতপূর্ব
  • খ. শ্রুতপূর্ব
  • গ. অভূতপূর্র্ব
  • ঘ. ভূতপূর্ব

উত্তরঃ অশ্রুতপূর্ব

বিস্তারিত

132. ‘ধূলার মত রঙ যার’র সংক্ষেপ হল-

  • ক. পাংশুল
  • খ. পীত
  • গ. ধূসর
  • ঘ. আরক্ত

উত্তরঃ পাংশুল

বিস্তারিত

133. ‘ফিটফাট গোছের তরুণ যুবক’-এ বাক্যটির বাক্য সংকোচন কি?

  • ক. স্মার্ট
  • খ. ফটিকচাঁদ
  • গ. বালসুলভ
  • ঘ. ধন্যম্মন্য

উত্তরঃ ফটিকচাঁদ

বিস্তারিত

134. বীণার ঝঙ্কার-

  • ক. শন্শন্
  • খ. শোঁ শোঁ
  • গ. মরমর
  • ঘ. নিক্কন

উত্তরঃ নিক্কন

বিস্তারিত

135. বাঘের চামড়া-

  • ক. ডোরাকাটা
  • খ. চিত্তি
  • গ. কৃত্তি
  • ঘ. লেদার

উত্তরঃ কৃত্তি

বিস্তারিত

136. বাক্য সংকোচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ বাক্যতত্ত্বে

বিস্তারিত

137. 'অকালে যে বোধন' -এর সঠিক বাক্য সংকোচন কোনটি?

  • ক. অকালোধন
  • খ. অকাল পক্ব
  • গ. অকাল বোধন
  • ঘ. অকাল রোধন

উত্তরঃ অকাল বোধন

বিস্তারিত

138. অনুসন্ধান করিবার ইচ্ছা--

  • ক. অনুসন্ধিৎসু
  • খ. অনুচিকির্ষা
  • গ. অনুসন্ধিৎসা
  • ঘ. জিঘীষা

উত্তরঃ অনুসন্ধিৎসা

বিস্তারিত

139. 'অন্যবার' এর এক কথায় প্রকাশ কি?

  • ক. বারবার
  • খ. বারান্তর
  • গ. বারেক
  • ঘ. অনুবার

উত্তরঃ বারান্তর

বিস্তারিত

140. 'অব্যক্ত মধুর ধ্বনি' -এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ--

  • ক. অরিন্দম
  • খ. শিঞ্চন
  • গ. কলতান
  • ঘ. রিদম

উত্তরঃ কলতান

বিস্তারিত

141. আত্ম সম্বন্ধে অতি চেতনার ভাব--

  • ক. অহংকারী
  • খ. অহমিকা
  • গ. অভ্রংলেহি
  • ঘ. অনন্যমনা

উত্তরঃ অহমিকা

বিস্তারিত

142. আপনার রঙ যে লুকায়- এর বাক্য সংকোচন-

  • ক. আধ্যাত্মিক
  • খ. লুকায়ু
  • গ. বর্ণচোরা
  • ঘ. বর্ণালী

উত্তরঃ বর্ণচোরা

বিস্তারিত

143. আপনাকে কৃতার্থ মনে করেন যিনি--

  • ক. কৃতার্থন্মন্য
  • খ. কৃতঘ্ন
  • গ. কৃতার্থ
  • ঘ. কৃতঘ্নতা

উত্তরঃ কৃতার্থন্মন্য

বিস্তারিত

144. আমার তুল্য- এর বাক্য সংকোচন-

  • ক. সাদৃশ
  • খ. মাদৃশ
  • গ. মাতৃশ
  • ঘ. সতীর্থ

উত্তরঃ মাদৃশ

বিস্তারিত

145. ইহার তুল্য- এর এক কথায় প্রকাশ-

  • ক. ঈদৃশ
  • খ. সাদৃশ
  • গ. তুলনীয়
  • ঘ. ঈতুল্য

উত্তরঃ ঈদৃশ

বিস্তারিত

146. ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট- এর বাক্য সংকোচন-

  • ক. আমিষা
  • খ. আঁষটে
  • গ. ঈষদূন
  • ঘ. আমিষা গন্ধা

উত্তরঃ আঁষটে

বিস্তারিত

147. উপকারীর অপকার করা--

  • ক. কৃতঘ্ন
  • খ. অকৃতজ্ঞ
  • গ. কৃতজ্ঞতা
  • ঘ. কৃতঘ্নতা

উত্তরঃ কৃতঘ্নতা

বিস্তারিত

148. একই সময়ে- এর বাক্য সংকোচন কি?

  • ক. সমসাময়িক
  • খ. যুগপৎ
  • গ. যুগৎপত
  • ঘ. বর্তমান

উত্তরঃ যুগপৎ

বিস্তারিত

149. এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই--

  • ক. অজাতোশত্রু
  • খ. অজাতশ্মত্রু
  • গ. অজাতশত্রু
  • ঘ. অলোকসামান্য

উত্তরঃ অজাতশত্রু

বিস্তারিত

150. কথায় যাহা বর্ণনা করা যায় না---

  • ক. অবর্ণনীয়
  • খ. অর্বিচনীয়
  • গ. অকথ্য
  • ঘ. অনির্বচনীয়

উত্তরঃ অনির্বচনীয়

বিস্তারিত

  • avatar
    MD.SABBIR HOSAIN - 3 years ago
    love you

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects