বাক্য সংক্ষেপণ
102. ‘বংশ পরিচয় বা স্বভাব চরিত জানা নাই’-
- ক. অজ্ঞাতকুলশীল
- খ. অজ্ঞাতনামা
- গ. আগন্তুক
- ঘ. অতিথি
উত্তরঃ অজ্ঞাতকুলশীল
104. অক্ষির সম্মুখে বর্তমান-এর সংক্ষেপণ হল-
- ক. সম্মুখে
- খ. প্রত্যক্ষ
- গ. পরোক্ষ
- ঘ. চাক্ষুষ
উত্তরঃ প্রত্যক্ষ
105. ‘সতীর্থ’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
- ক. একই উদরে জন্ম
- খ. একই গুরুর শিষ্য
- গ. একই পরিবারের সদস্য
- ঘ. একই শহরের অধিবাসী
উত্তরঃ একই গুরুর শিষ্য
- ক. ইতিহাস লেখক
- খ. ঐতিহাসিক
- গ. ইতিহাসবেত্তা
- ঘ. ঐতিহাসিকতা
উত্তরঃ ঐতিহাসিক
- ক. প্রোষিতভর্তৃকা
- খ. নিবাসী
- গ. বিদেশী
- ঘ. প্রবাসী
উত্তরঃ প্রবাসী
109. যিনি আপনাকে পণ্ডিত মনে করেন-
- ক. পণ্ডিতষ্মন্য
- খ. পণ্ডিতন্মন্য
- গ. কর্মঠ
- ঘ. কর্মকুশল
উত্তরঃ পণ্ডিতন্মন্য
112. “নারী (বারি) দান করে যে।”-এর এক কথায় প্রকাশ কোনটি?
- ক. নীরেন
- খ. নীরব
- গ. নীরদ
- ঘ. নীরন্ধ
উত্তরঃ নীরদ
113. “যে জীবিত থেকেও মৃত”-বাক্য সংকোচন কোনটি?
- ক. জীবমৃত
- খ. জীবন্মৃত
- গ. জীবনন্যাস
- ঘ. জীবন মুক্ত
উত্তরঃ জীবন্মৃত
117. যিনি শোনামাত্র স্মরণ করতে পারেন।-তাকো এক কথায় কি বলে?
- ক. জাতিস্মর
- খ. স্মার্ত
- গ. শ্রুতিধর
- ঘ. স্মরণ
উত্তরঃ শ্রুতিধর
118. যার পরলোকে বিশ্বাস আছে- তাকে সংক্ষেপে কি বলে?
- ক. আস্তিক
- খ. নাস্তিক
- গ. বস্তিক
- ঘ. অস্তিকা
উত্তরঃ আস্তিক
120. “যে বাস্তু থেকে উৎখাত হয়েছে”-এর এক কথায় প্রকাশ কোনটি?
- ক. উদ্বাস্তু
- খ. সর্বহারা
- গ. বাস্তুহারা
- ঘ. বস্তুহারা
উত্তরঃ উদ্বাস্তু
123. উপকারীর প্রতি উপকার করেন যিনি-
- ক. উপকারী
- খ. প্রত্যুপকারী
- গ. নবকুমার
- ঘ. দানবীর
উত্তরঃ প্রত্যুপকারী
125. “নুপুরের ধ্বনি”-এক কথায় কি হবে?
- ক. রুনুঝুনু
- খ. শিঞ্জন
- গ. নিক্কন
- ঘ. ক, খ ও গ তিনটিই
উত্তরঃ নিক্কন
-
MD.SABBIR HOSAIN - 3 years ago
love you