বাক্য সংক্ষেপণ

101. ‘দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমি’-

  • ক. গিরিখাত
  • খ. উপত্যকা
  • গ. মালভূমি
  • ঘ. উপকূল

উত্তরঃ উপত্যকা

বিস্তারিত

102. ‘বংশ পরিচয় বা স্বভাব চরিত জানা নাই’-

  • ক. অজ্ঞাতকুলশীল
  • খ. অজ্ঞাতনামা
  • গ. আগন্তুক
  • ঘ. অতিথি

উত্তরঃ অজ্ঞাতকুলশীল

বিস্তারিত

103. ‘শত্রুকে হনন করে যে’-

  • ক. শত্রুহনক
  • খ. বীর
  • গ. শত্রুঘ্ন
  • ঘ. শত্রুতা

উত্তরঃ শত্রুঘ্ন

বিস্তারিত

104. অক্ষির সম্মুখে বর্তমান-এর সংক্ষেপণ হল-

  • ক. সম্মুখে
  • খ. প্রত্যক্ষ
  • গ. পরোক্ষ
  • ঘ. চাক্ষুষ

উত্তরঃ প্রত্যক্ষ

বিস্তারিত

105. ‘সতীর্থ’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

  • ক. একই উদরে জন্ম
  • খ. একই গুরুর শিষ্য
  • গ. একই পরিবারের সদস্য
  • ঘ. একই শহরের অধিবাসী

উত্তরঃ একই গুরুর শিষ্য

বিস্তারিত

106. ইতিহাস রচনা করেন যিনি-

  • ক. ইতিহাস লেখক
  • খ. ঐতিহাসিক
  • গ. ইতিহাসবেত্তা
  • ঘ. ঐতিহাসিকতা

উত্তরঃ ঐতিহাসিক

বিস্তারিত

107. আটমাস মাতৃগর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়-

  • ক. আটাশে
  • খ. আটমাসী
  • গ. আটাশী
  • ঘ. অকাল্য

উত্তরঃ আটাশে

বিস্তারিত

108. যে ব্যক্তি বিদেশে থাকে-

  • ক. প্রোষিতভর্তৃকা
  • খ. নিবাসী
  • গ. বিদেশী
  • ঘ. প্রবাসী

উত্তরঃ প্রবাসী

বিস্তারিত

109. যিনি আপনাকে পণ্ডিত মনে করেন-

  • ক. পণ্ডিতষ্মন্য
  • খ. পণ্ডিতন্মন্য
  • গ. কর্মঠ
  • ঘ. কর্মকুশল

উত্তরঃ পণ্ডিতন্মন্য

বিস্তারিত

110. শুভক্ষণে জন্ম যার-

  • ক. শুভজন্মমা
  • খ. ক্ষণজন্মা
  • গ. জন্মাধার
  • ঘ. শুভ জন্মকার

উত্তরঃ ক্ষণজন্মা

বিস্তারিত

111. যা লাফিয়ে চলে-

  • ক. লাফুরে
  • খ. প্লেবগ
  • গ. প্লবগ
  • ঘ. উপরের কোনটিই না

উত্তরঃ প্লবগ

বিস্তারিত

112. “নারী (বারি) দান করে যে।”-এর এক কথায় প্রকাশ কোনটি?

  • ক. নীরেন
  • খ. নীরব
  • গ. নীরদ
  • ঘ. নীরন্ধ

উত্তরঃ নীরদ

বিস্তারিত

113. “যে জীবিত থেকেও মৃত”-বাক্য সংকোচন কোনটি?

  • ক. জীবমৃত
  • খ. জীবন্মৃত
  • গ. জীবনন্যাস
  • ঘ. জীবন মুক্ত

উত্তরঃ জীবন্মৃত

বিস্তারিত

114. যা মাটি ভেদ করে উঠে-এক কথায় কি হবে?

  • ক. উপ্ত
  • খ. উদ্ভিদ
  • গ. মাটিভেদী
  • ঘ. গাছ

উত্তরঃ উদ্ভিদ

বিস্তারিত

115. হরিণের চামড়া-

  • ক. কৃত্তি
  • খ. অজিন
  • গ. অর্জিত
  • ঘ. অধীত

উত্তরঃ অজিন

বিস্তারিত

116. সেতারের ঝঙ্কার-

  • ক. রুনুঝুনু
  • খ. শিঞ্জন
  • গ. কিঙ্কিনি
  • ঘ. নিক্কন

উত্তরঃ কিঙ্কিনি

বিস্তারিত

117. যিনি শোনামাত্র স্মরণ করতে পারেন।-তাকো এক কথায় কি বলে?

  • ক. জাতিস্মর
  • খ. স্মার্ত
  • গ. শ্রুতিধর
  • ঘ. স্মরণ

উত্তরঃ শ্রুতিধর

বিস্তারিত

118. যার পরলোকে বিশ্বাস আছে- তাকে সংক্ষেপে কি বলে?

  • ক. আস্তিক
  • খ. নাস্তিক
  • গ. বস্তিক
  • ঘ. অস্তিকা

উত্তরঃ আস্তিক

বিস্তারিত

119. লাভ করার ইচ্ছা-

  • ক. লাভবান
  • খ. অনুচিকির্ষা
  • গ. লিপ্সা
  • ঘ. জিগীসা

উত্তরঃ লিপ্সা

বিস্তারিত

120. “যে বাস্তু থেকে উৎখাত হয়েছে”-এর এক কথায় প্রকাশ কোনটি?

  • ক. উদ্বাস্তু
  • খ. সর্বহারা
  • গ. বাস্তুহারা
  • ঘ. বস্তুহারা

উত্তরঃ উদ্বাস্তু

বিস্তারিত

121. ভোজন করার ইচ্ছ-

  • ক. পিপাসা
  • খ. পেটুক
  • গ. বুভুক্ষা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বুভুক্ষা

বিস্তারিত

122. যে গাছ কোন কাজে লাগে না- এক কথায় কি হবে?

  • ক. পরগাছা
  • খ. সতীর্থ
  • গ. আগাছা
  • ঘ. দুর্বা

উত্তরঃ আগাছা

বিস্তারিত

123. উপকারীর প্রতি উপকার করেন যিনি-

  • ক. উপকারী
  • খ. প্রত্যুপকারী
  • গ. নবকুমার
  • ঘ. দানবীর

উত্তরঃ প্রত্যুপকারী

বিস্তারিত

124. যার বসন আলগা-

  • ক. বিবেকহীন
  • খ. একমনা
  • গ. অসংবৃত
  • ঘ. লজ্জাহীন

উত্তরঃ অসংবৃত

বিস্তারিত

125. “নুপুরের ধ্বনি”-এক কথায় কি হবে?

  • ক. রুনুঝুনু
  • খ. শিঞ্জন
  • গ. নিক্কন
  • ঘ. ক, খ ও গ তিনটিই

উত্তরঃ নিক্কন

বিস্তারিত

  • avatar
    MD.SABBIR HOSAIN - 3 years ago
    love you

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects