বাক্য সংক্ষেপণ

76. ‘যা ভবিষ্যতে ঘটবে’ অভিব্যক্তিটি এক কথায়-

  • ক. ভবিষ্য
  • খ. ভবিষ্যৎ
  • গ. ভবিতব্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ভবিতব্য

বিস্তারিত

77. ‘যা দেখা যায় না’ এক কথায় হবে-

  • ক. দৃশ্যমান
  • খ. অদৃষ্ট
  • গ. অদেয়
  • ঘ. অদৃশ্য

উত্তরঃ অদৃশ্য

বিস্তারিত

78. কর্মসম্পাদনে পরিশ্রমী। বাক্যের সংক্ষিপ্ত রূপ-

  • ক. কর্মী
  • খ. কর্মনিষ্ঠ
  • গ. কর্মোদ্যমী
  • ঘ. কর্মঠ

উত্তরঃ কর্মঠ

বিস্তারিত

79. ‘যা নিন্দার যোগ্য নয়’-

  • ক. নিন্দনীয়
  • খ. প্রশংসনীয়
  • গ. প্রশংসাযোগ্য
  • ঘ. অনিন্দ্য

উত্তরঃ অনিন্দ্য

বিস্তারিত

80. “নিজের দ্বারা অর্জিত” এ কথায় কি হবে?

  • ক. স্বকীয়
  • খ. স্বর্জিত
  • গ. স্বোপার্জিত
  • ঘ. আত্মোর্জিত

উত্তরঃ স্বোপার্জিত

বিস্তারিত

81. যা চেটে খেতে হয়’ তা হ’ল-

  • ক. চর্ব
  • খ. চুষ্য
  • গ. লেহ্য
  • ঘ. পেয়

উত্তরঃ লেহ্য

বিস্তারিত

82. যা অনায়াসে লাভ করা যায় তা হ’ল-

  • ক. সহজলভ্য
  • খ. অনায়াসলভ্য
  • গ. সুলভ
  • ঘ. অদুর্লভ

উত্তরঃ সহজলভ্য

বিস্তারিত

83. ‘জানবার ইচ্ছা’-এ বাক্যটির বাক্য সংকোচনা কি?

  • ক. জিগীষা
  • খ. জিজ্ঞাসা
  • গ. জিঘাংসা
  • ঘ. জুগুপ্সা

উত্তরঃ জিজ্ঞাসা

বিস্তারিত

84. “অনুকরণ করার ইচ্ছা”- এক কথায় একে কি বলা হয়?

  • ক. অনুচিকীর্ষা
  • খ. অনুসন্ধিৎসা
  • গ. অনুগামী
  • ঘ. অনুসরণ

উত্তরঃ অনুচিকীর্ষা

বিস্তারিত

85. দিন ও রাত্রির সন্ধিক্ষণ-

  • ক. গোধূলি
  • খ. সুবহে সাদেক
  • গ. সন্ধ্যাকাল
  • ঘ. ক ও খ উভয়ই

উত্তরঃ গোধূলি

বিস্তারিত

86. অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?

  • ক. সব্যসাচী
  • খ. প্রত্যুদগমণ
  • গ. অকালবোধন
  • ঘ. অবিমৃষ্যকারী

উত্তরঃ অকালবোধন

বিস্তারিত

87. কৃতঘ্ন অর্থ কি?

  • ক. যে উপকারীর অপকার করে
  • খ. যে উপকারীর উপকার করে না
  • গ. যে উপকারীর উপকার স্বীকার করে না
  • ঘ. যে উপকারীর অপকার করে না

উত্তরঃ যে উপকারীর অপকার করে

বিস্তারিত

88. যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?

  • ক. দু’হাতি
  • খ. সমান তালী
  • গ. সব্যসাচী
  • ঘ. তবলা বাদক

উত্তরঃ সব্যসাচী

বিস্তারিত

89. ‘মিলের অভাব’ শব্দ দুটির এক কথায় প্রকাশ

  • ক. শামিল
  • খ. মিল
  • গ. নির্মল
  • ঘ. গরমিল

উত্তরঃ গরমিল

বিস্তারিত

90. ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে-এর সংক্ষেপণ কি হবে?

  • ক. জিতেন্দ্রিয়
  • খ. ইন্দ্রজিৎ
  • গ. ইন্দ্রিয় রাজ
  • ঘ. নাস্তিক

উত্তরঃ জিতেন্দ্রিয়

বিস্তারিত

91. যার আগমনের কোন তিথি নেই-তাকে কি বলা হয়?

  • ক. ভিখারী
  • খ. মুসাফির
  • গ. শরণার্থী
  • ঘ. অতিথি

উত্তরঃ অতিথি

বিস্তারিত

92. যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. শ্বাপদসঙ্কুল
  • খ. জান্তব
  • গ. জন্তুসর্বস্ব
  • ঘ. হিংসজন্তু

উত্তরঃ শ্বাপদসঙ্কুল

বিস্তারিত

93. দিবসের শেষ ভাগ-এর সংক্ষেপণ কি হবে?

  • ক. পূর্বাহ্ন
  • খ. মধ্যাহ্ন
  • গ. অপরাহ্ন
  • ঘ. সায়াহ্ন

উত্তরঃ অপরাহ্ন

বিস্তারিত

94. যে নারী পূর্বে অপরের ‘বাগদত্তা’ ছিল-

  • ক. অন্যপূর্বা
  • খ. প্রোষিতভর্তৃকা
  • গ. অভিসারিণী
  • ঘ. মনসিজ

উত্তরঃ অন্যপূর্বা

বিস্তারিত

95. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-

  • ক. লব্দপ্রতিষ্ঠ
  • খ. জাতিস্মর
  • গ. ভজঙ্গম
  • ঘ. প্রত্যুৎপন্নমতি

উত্তরঃ জাতিস্মর

বিস্তারিত

96. যে ব্যক্তি একঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়-

  • ক. মধুকরী
  • খ. অর্বাচীন
  • গ. অবিমৃষ্যকারী
  • ঘ. মাধুকর

উত্তরঃ মাধুকর

বিস্তারিত

97. বাঘের ডাক-

  • ক. নাদ
  • খ. গর্জন
  • গ. বৃংহতি
  • ঘ. অজিন

উত্তরঃ গর্জন

বিস্তারিত

98. যিনি স্মৃতিশাস্ত্র জানেন-

  • ক. স্বয়ুক
  • খ. উপ্ত
  • গ. স্মার্ত
  • ঘ. নৈয়ায়িক

উত্তরঃ স্মার্ত

বিস্তারিত

99. যার প্রকৃত বর্ণ ধরা যায় না-

  • ক. বর্ণহীন
  • খ. বিবর্ণ
  • গ. বর্ণচোরা
  • ঘ. অপ্রকৃতবর্ণা

উত্তরঃ বর্ণচোরা

বিস্তারিত

100. ‘অপকার করার ইচ্ছা’-

  • ক. অপকারী
  • খ. খারাপ কাজ
  • গ. অপচিকীর্ষা
  • ঘ. শঠতা

উত্তরঃ অপচিকীর্ষা

বিস্তারিত

  • avatar
    MD.SABBIR HOSAIN - 3 years ago
    love you

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects