বানান ও বাক্য শুদ্ধি
- ক. স্বায়ত্ত্বশাসন
- খ. সায়ত্তশাসন
- গ. সায়ত্ত্বশাসন
- ঘ. স্বায়ত্বশাসন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
3. নিচের কোন বানারগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
- ক. নিক্কণ, সূচগ্র, অনুধ্র্ব
- খ. অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধশুদ্ধি
- গ. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা
- ঘ. রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তরঃ নিক্কণ, সূচগ্র, অনুধ্র্ব
- ক. অহিংস-সহিংস
- খ. প্রসন্ন-বিষণ্ণ
- গ. দোষী-নির্দোষী
- ঘ. নিষ্পাপ-পাপিনী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. অহিংস-সহিংস
- খ. প্রসন্ন-বিষণ্ণ
- গ. দোষী-নির্দোষী
- ঘ. নিষ্পাপ-পাপিনী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
- খ. তার কথা শুনে আমি আশ্চর্যাম্বিত হলাম।
- গ. তোমার পরশ্যীকাতরতায় আমি মুগ্ধ।
- ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যাম্বিত হলাম।
- ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
- খ. দৈনতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
- গ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
- ঘ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
উত্তরঃ দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
- ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
- খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
- ঘ. সর্ব বিষয়ে বাহুল্যর্তা বর্জন করা উচিত
উত্তরঃ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- ক. নিশিথীনী
- খ. নিশীথিনী
- গ. নীশিথিনী
- ঘ. নিশীথিনী
উত্তরঃ নিশীথিনী
- ক. তাহার জীবন সংশয়পূর্ণ
- খ. তাহার জীবন সংশয়ময়
- গ. তাহার জীবন সংশয়াপন্ন
- ঘ. তাহার জীবন সংশয়ভরা
উত্তরঃ তাহার জীবন সংশয়াপন্ন
17. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
- ক. ভবিষ্যৎ, ভৌগলিক, যক্ষা
- খ. যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
- গ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জম্মবার্ষিক
- ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
উত্তরঃ যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
- ক. সূচিম্মিতা
- খ. সূচিম্মীতা
- গ. সুচীম্মিতা
- ঘ. সুচিম্মিতা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
21. শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
- ক. মুহুর্মহু
- খ. মূহুর্মহু
- গ. মুর্হুমূর্হু
- ঘ. মুর্হুমুহু
উত্তরঃ মুহুর্মহু
23. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
- ক. হাতি/হাতী
- খ. নারি/নারী
- গ. জাতি/জাতী
- ঘ. দাদি/দদী
উত্তরঃ দাদি/দদী
24. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
- ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
- খ. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
- গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রেযের শিকার হন
- ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
উত্তরঃ বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রেযের শিকার হন
-
Anonymous - 2 years ago
ধন্যবাদ