মধ্যযুগের শ্রেণীবিভাগ
401. 'উড়কি ধানের মুড়কি দেব বিন্নি ধানের খই গাছ পাকা কলা দিব হাঁড়ি ভরা দই।' এটি একটি-
- ক. ছড়া
- খ. প্রবাদ
- গ. ধাধা
- ঘ. লোকগীতি
উত্তরঃ ছড়া
403. ড. আশরাফ সিদ্দিকী লোকগীতিকে কয় ভাগে ভাগ করেছেন?
- ক. তিন ভাগে
- খ. চার ভাগে
- গ. পাঁচ ভাগে
- ঘ. ছয় ভাগে
উত্তরঃ ছয় ভাগে
404. 'পটুয়া' সঙ্গীতের বিষয়বস্তু কোনটি?
- ক. কৃষ্ণলীলা
- খ. প্রকৃতি বন্দনা
- গ. প্রেম
- ঘ. শিব
উত্তরঃ কৃষ্ণলীলা
406. 'ভাদুগান' কি?
- ক. সাধারণ পূজায় গাওয়া হয় যে গান
- খ. নবান্ন উৎসবে গাওয়া হয় যে গান
- গ. ভাদ্রমাসে গাওয়া গান
- ঘ. ভাদু পূজায় গাওয়া গান
উত্তরঃ ভাদু পূজায় গাওয়া গান
407. 'গম্ভীরা' গান গাওয়া হয় কোন অঞ্চলে?
- ক. উত্তরবঙ্গে
- খ. সিলেট অঞ্চলে
- গ. ময়মনসিংহ অঞ্চলে
- ঘ. পার্বত্য অঞ্চলে
উত্তরঃ উত্তরবঙ্গে
409. ভাওয়াইয়া গান প্রথম সংগ্রহ করেন কে?
- ক. ড. দীনেশচন্দ্র সেন
- খ. জর্জ গ্রিয়ার্সন
- গ. মনসুর বয়াতি
- ঘ. ড. আশুতোষ ভট্টাচার্য
উত্তরঃ জর্জ গ্রিয়ার্সন
411. বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকাগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
- ক. দুটি
- খ. তিনটি
- গ. চারটি
- ঘ. পাঁচটি
উত্তরঃ তিনটি
412. নাথগীতিকাগুলো স্যার জর্জ গ্রিয়ার্সন কি নামে প্রকাশ করেন?
- ক. মাণিকচন্দ্র রাজার গান
- খ. রংপুরের গান
- গ. ময়মনসিংহের গান
- ঘ. ময়নামতীর গান
উত্তরঃ মাণিকচন্দ্র রাজার গান
413. ড. দীনেশচন্দ্র সেনের উদ্যোগে সংগৃহীত গীতিকাগুলো কয় খণ্ডে প্রকাশিত হয়?
- ক. দুই খণ্ডে
- খ. তিন খণ্ডে
- গ. চার খণ্ডে
- ঘ. পাঁচ খণ্ডে
উত্তরঃ চার খণ্ডে
414. মৈমনসিংহ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
- ক. মহুয়া
- খ. মলুয়া
- গ. চন্দ্রাবতী
- ঘ. সবগুলোই
উত্তরঃ সবগুলোই
415. মহুয়া পালার নদের চাঁদ কোন এলাকার জমিদার-পুত্র ছিলেন?
- ক. বামনকান্দার
- খ. ময়মনসিংহের
- গ. ভুবন ডাঙ্গার
- ঘ. পূর্ববঙ্গের
উত্তরঃ বামনকান্দার
416. মনসুর বয়াতি রচিত পালাগান কোনটি?
- ক. মহুয়া
- খ. চন্দ্রাবতী
- গ. মলুয়া
- ঘ. দেওয়ানা মদিনা
উত্তরঃ দেওয়ানা মদিনা
418. পূর্ববঙ্গ গীতিকায় ময়মনসিংহ ছাড়া আর কোন অঞ্চলের গান সংগৃহীত হয়েছে?
- ক. রংপুর
- খ. নোয়াখালী
- গ. চট্টগ্রাম
- ঘ. খ ও গ
উত্তরঃ খ ও গ
419. পশুপাখির কাহিনী অবলম্বনে গড়া কাহিনীকে কি বলে?
- ক. রূপকথা
- খ. উপকথা
- গ. ব্রতকথা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ উপকথা
420. মেয়েলি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী কি নামে খ্যাত?
- ক. রূপকথা
- খ. উপকথা
- গ. ব্রতকথা
- ঘ. প্রবাদ
উত্তরঃ ব্রতকথা
421. কবিগান ও পুঁথিসাহিত্যের উৎপত্তি কখন?
- ক. সপ্তদশ শতাব্দীর মধ্য ভাগে
- খ. অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে
- গ. অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে
- ঘ. উনবিংশ শতাব্দীতে
উত্তরঃ অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে
- ক. গোঁজলা গুঁই
- খ. কেষ্টা মুচি
- গ. হারু ঠাকুর
- ঘ. ভোলা ময়রা
উত্তরঃ গোঁজলা গুঁই
- ক. এন্টনি ফিরিঙ্গি
- খ. দাশরথি রায়
- গ. ভোলা ময়রা
- ঘ. নিধু বাবু
উত্তরঃ নিধু বাবু
425. লালনের গানগুলো সর্বপ্রথম সংগ্রহ করেন কে?
- ক. সিরাজ শাহ
- খ. কাজী মোতাহার হোসেন
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর