মধ্যযুগের শ্রেণীবিভাগ
326. আনুমানিক কত শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন?
- ক. খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে
 - খ. খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে
 - গ. তৃতীয় শতাব্দীতে
 - ঘ. চতুর্থ শতাব্দীতে
 
উত্তরঃ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে
327. আনুমানিক কোন সময়ে কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করেন?
- ক. চতুর্দশ শতকের মাঝামাঝি
 - খ. চতুর্দশ শতকের শেষার্ধে
 - গ. পঞ্চদশ শতকের প্রথমার্ধে
 - ঘ. পঞ্চদশ শতকের মাঝামাঝি
 
উত্তরঃ পঞ্চদশ শতকের মাঝামাঝি
328. কবীন্দ্র পরমেশ্বর কার উৎসাহে মহাভারত অনুবাদ করেছিলেন?
- ক. ছুটি খাঁ
 - খ. পরাগল খাঁ
 - গ. আলাউদ্দিন হোসেন শাহ
 - ঘ. শ্রীকর নন্দী
 
উত্তরঃ পরাগল খাঁ
329. কবীন্দ্র পরমেশ্বর অনূদিত মহাভারতের নাম কি?
- ক. মহাভারত
 - খ. কবীন্দ্র মহাভারত
 - গ. পরাগলী মহাভারত
 - ঘ. পরমেশ্বরী মহাভারত
 
উত্তরঃ পরাগলী মহাভারত
330. মহাভারতের 'অশ্বমেধ' পর্বের অনুবাদক কে?
- ক. পরাগল খাঁ
 - খ. শ্রীকর নন্দী
 - গ. ছুটি খাঁ
 - ঘ. কবিন্দ্র পরমেশ্বর
 
উত্তরঃ শ্রীকর নন্দী
- ক. পরাগল খাঁ
 - খ. শ্রীকর নন্দী
 - গ. নসরত খাঁ
 - ঘ. কবীন্দ্র পরমেশ্বর
 
উত্তরঃ নসরত খাঁ
332. কাশীরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছিলেন?
- ক. সম্পূর্ণ অংশের
 - খ. তিনটি পর্বের
 - গ. চারটি পর্বের
 - ঘ. সাতটি পর্বের
 
উত্তরঃ চারটি পর্বের
333. মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে?
- ক. কাশীরাম দাস
 - খ. কবীন্দ্র পরমেশ্বর
 - গ. ছুটি খাঁ
 - ঘ. শ্রীকর নন্দী
 
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর
334. কাশীরাম দাস কোন বংশের কবি ছিলেন?
- ক. দাস বংশের
 - খ. দেব বংশের
 - গ. রাম বংশের
 - ঘ. বৈষ্ণব বংশের
 
উত্তরঃ দেব বংশের
336. 'পুরাণ' কি?
- ক. পুরাতন কোন জিনিস
 - খ. পুরাতন ধর্মগ্রন্থ
 - গ. সংস্কৃত ভাষায় রচিত এক ধরনের কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
 - ঘ. যে কোন ভাষায় রচিত কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
 
উত্তরঃ সংস্কৃত ভাষায় রচিত এক ধরনের কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
338. ভাগবতের প্রথম বাংলা অনুবাদক কে?
- ক. মালাধর বসু
 - খ. জয়দেব
 - গ. নিত্যানন্দ দাস
 - ঘ. শ্রীকর নন্দী
 
উত্তরঃ মালাধর বসু
339. মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি?
- ক. ভাগবত
 - খ. শ্রীমদ্ভাগবত
 - গ. রামায়ণ
 - ঘ. শ্রীকৃষ্ণবিজয়
 
উত্তরঃ শ্রীকৃষ্ণবিজয়
340. কবি আলাওলের 'তোহফা' কাব্যটি কোন কাব্যের অনুবাদ?
- ক. পদুমাবৎ
 - খ. মৈনাসত
 - গ. তোহফাতুন নেসায়েহ
 - ঘ. সেকান্দরনামা
 
উত্তরঃ তোহফাতুন নেসায়েহ
341. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতালপঞ্চবিংশতি কোন গ্রন্থের অনুবাদ?
- ক. বৈতাল পচ্চীসী
 - খ. পদুমাবত
 - গ. কমেডি অব ইররস
 - ঘ. অভিজ্ঞান শকুন্তলম
 
উত্তরঃ বৈতাল পচ্চীসী
342. শেক্সপিয়ারের 'Comedy of Errors' গ্রন্থের গদ্যানুবাদ কোনটি?
- ক. সীরার বনবাস
 - খ. জীবনচরিত
 - গ. ভ্রান্তিবিলাস
 - ঘ. কথামালা
 
উত্তরঃ ভ্রান্তিবিলাস
343. 'Song Offerings' কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ?
- ক. গীতাঞ্জলী
 - খ. গীতাঞ্জলীর কিয়দাংশ
 - গ. গীতাঞ্জলী ও অন্যান্য কিছু কবিতা
 - ঘ. এটি একটি মৌলিক কাব্যগ্রন্থ
 
উত্তরঃ গীতাঞ্জলী ও অন্যান্য কিছু কবিতা
344. গিরিশচন্দ্র সেন কত সালে কুরআন শরীফের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ সমাপ্ত করেন?
- ক. ১৮৫২
 - খ. ১৮৯২
 - গ. ১৯০০
 - ঘ. ১৯১২
 
উত্তরঃ ১৯০০
345. 'Tree without Roots' কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
- ক. বিষবৃক্ষ
 - খ. লালসালু
 - গ. বিষাদসিন্ধু
 - ঘ. নীলদর্পণ
 
উত্তরঃ লালসালু
346. 'লালসালু' উপন্যাস কোন ভাষায় অনূদিত হয়?
- ক. ইংরেজি
 - খ. ফারসি
 - গ. হিন্দি
 - ঘ. ইংরেজি ও ফারসি
 
উত্তরঃ ইংরেজি ও ফারসি
347. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
- ক. সৈয়দ আলী আহসান
 - খ. ড. আশরাফ সিদ্দিকী
 - গ. ড. আলাউদ্দিন আল আজাদ
 - ঘ. কবি আব্দুস সাত্তার
 
উত্তরঃ সৈয়দ আলী আহসান
348. কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
- ক. বাল্মীকি
 - খ. কাশীরাম দাস
 - গ. কৃত্তিবাস
 - ঘ. কবীন্দ্র পরমেশ্বর
 
উত্তরঃ কৃত্তিবাস
349. পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - খ. গিরিশ চন্দ্র সেন
 - গ. সৈয়দ আমির আলী
 - ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
 
উত্তরঃ গিরিশ চন্দ্র সেন
350. 'হেক্টরবধ' কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
- ক. হোমারের ইলিয়ড
 - খ. হোমারের ওডিসি
 - গ. ভার্জিনের ইনিদ
 - ঘ. দান্তের ডিভাইন কমেডি
 
উত্তরঃ হোমারের ইলিয়ড