মধ্যযুগের শ্রেণীবিভাগ
351. সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন--
- ক. কামিনী রায়
 - খ. চন্দ্রাবতী
 - গ. স্বর্ণকুমারী দেবী
 - ঘ. মনমোহিনী দাসী
 
উত্তরঃ চন্দ্রাবতী
352. 'শ্রীকৃষ্ণবিজয়' গ্রন্থটি কার লেখা?
- ক. কাশীরাম
 - খ. মালাধর বসু
 - গ. শ্রীকর নন্দী
 - ঘ. কৃত্তিবাস
 
উত্তরঃ মালাধর বসু
353. ছুটিখানী মহাভারতের রচয়িতা কে?
- ক. শ্রীকর নন্দী
 - খ. সঞ্জয়
 - গ. কাশীরাম দাস
 - ঘ. কৃত্তিবাস
 
উত্তরঃ শ্রীকর নন্দী
355. কোন কবি অদ্ভুতাচার্য হিসেবে পরিচিত?
- ক. কৃত্তিবাস
 - খ. নিত্যানন্দ আচার্য
 - গ. চন্দ্রাবতী
 - ঘ. কাশীরাম দাস
 
উত্তরঃ নিত্যানন্দ আচার্য
356. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
- ক. কাশীরাম দাস
 - খ. শ্রীকর নন্দী
 - গ. সঞ্জয়
 - ঘ. কবীন্দ্র পরমেশ্বর
 
উত্তরঃ কাশীরাম দাস
357. সর্বপ্রথম বাংলা সাহিত্যে মুসলিম কবিদের আবির্ভাব ঘটে কোন যুগে?
- ক. প্রাচীন যুগের শেষভাগে
 - খ. মধ্যযুগে
 - গ. আধুনিক যুগে
 - ঘ. অন্ধকার যুগে
 
উত্তরঃ মধ্যযুগে
358. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
- ক. শাহ মুহম্মদ সাগীর
 - খ. আলাওল
 - গ. কোরেশী মাগন ঠাকুর
 - ঘ. দৌলত কাজী
 
উত্তরঃ শাহ মুহম্মদ সাগীর
359. 'ইউসুফ-জুলেখা' কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
- ক. কুরআন
 - খ. বাইবেল
 - গ. কুরআন ও বাইবেল
 - ঘ. গীতা
 
উত্তরঃ কুরআন ও বাইবেল
360. বাংলা সাহিত্যে 'রোসাং' বা 'রোসাঙ্গ' বলা হয়েছে কাকে?
- ক. মধ্যযুগের মুসলিম কবিদের
 - খ. আরাকানকে
 - গ. বৈষ্ণব কবিদের
 - ঘ. আরাকান রাজাকে
 
উত্তরঃ আরাকানকে
361. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য কোন কাব্য অবলম্বনে রচিত?
- ক. হিন্দি কাব্য পদুমাবৎ
 - খ. হিন্দি কাব্য মৈনাসত
 - গ. আলেফ লায়লা
 - ঘ. মৌলিক রচনা
 
উত্তরঃ হিন্দি কাব্য মৈনাসত
362. 'জয়নালের চৌতিশা' গ্রন্থটির লেখক কে?
- ক. শেখ ফয়জুল্লাহ
 - খ. বাহরাম খান
 - গ. নজরুল ইসলাম
 - ঘ. শাহ মুহাম্মদ সগীর
 
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ
363. 'গুলে বাকাওলী' কাব্যখানির রচয়িতা কে?
- ক. আব্দুল হাকিম
 - খ. আলাওল
 - গ. দৌলত কাজী
 - ঘ. নওয়াজিস খান
 
উত্তরঃ নওয়াজিস খান
364. বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?
- ক. আদিযুগের
 - খ. মধ্যযুগের
 - গ. অন্তমধ্যযুগের
 - ঘ. আধুনিক যুগের
 
উত্তরঃ মধ্যযুগের
365. 'জঙ্গনামা' কাব্যের বিষয় কি?
- ক. যুদ্ধ-বিগ্রহ
 - খ. শোক-তাপ
 - গ. রোমান্স
 - ঘ. প্রেম-ভালোবাসা
 
উত্তরঃ যুদ্ধ-বিগ্রহ
366. 'নসীরা নামা' কাব্য কার রচনা?
- ক. দৌলত কাজী
 - খ. কবি মরদন
 - গ. কোরেশী মাগন ঠাকুর
 - ঘ. আলাওল
 
উত্তরঃ কবি মরদন
367. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি?
- ক. নাথ সাহিত্য
 - খ. রোমান্টিক প্রণয়োপাথ্যান
 - গ. জীবনী সাহিত্য
 - ঘ. মঙ্গলকাব্য
 
উত্তরঃ রোমান্টিক প্রণয়োপাথ্যান
368. 'পদ্মাবতী' কাব্য কোন কাহিনী অবলম্বনে লেখা?
- ক. লঙ্কার
 - খ. চিতোরের রানীর
 - গ. চন্দ্রাবতীর
 - ঘ. রাধাকৃষ্ণের
 
উত্তরঃ চিতোরের রানীর
371. 'মধুমালতী' কাব্যের রচয়িতা-
- ক. আলাওল
 - খ. ফকির গরীবুল্লাহ
 - গ. বাহরাম খান
 - ঘ. মুহম্মদ কবীর
 
উত্তরঃ মুহম্মদ কবীর
373. কার পৃষ্ঠপোষকতায় কবি আলাওল 'পদ্মাবতী' কাব্য রচনা করেন?
- ক. চন্দ্র সুধর্মা
 - খ. সমর সচিব আশরাফ খান
 - গ. শ্রী সুধর্মা
 - ঘ. মাগন ঠাকুর
 
উত্তরঃ মাগন ঠাকুর
374. কোরেশী মাগন ঠাকুর নামের কোন অংশ আরাকান রাজাদের দেয়া সম্মানিত উপাধি?
- ক. কোরেশী
 - খ. মাগন
 - গ. ঠাকুর
 - ঘ. মাগন ঠাকুর
 
উত্তরঃ ঠাকুর
375. মাগন ঠাকুর কে ছিলেন?
- ক. রোসাঙ্গ রাজের সভাকবি
 - খ. একজন মুসলিম কবি
 - গ. রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী
 - ঘ. রোসাঙ্গ রাজের সমর কবি
 
উত্তরঃ রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী