মধ্যযুগের শ্রেণীবিভাগ

376. কবি আলাওলের জন্মস্থান-

  • ক. সিলেট
  • খ. চট্টগ্রাম
  • গ. ফরিদপুর
  • ঘ. বরিশাল

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

377. কবি আলাওলের প্রথম রচনা কোনটি?

  • ক. পদ্মাবতী
  • খ. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
  • গ. সপ্তপয়কর
  • ঘ. তোহফা

উত্তরঃ পদ্মাবতী

বিস্তারিত

378. কবি আলাওল রচিত দ্বিতীয় কাব্য কোনটি?

  • ক. পদ্মাবতী
  • খ. সতীময়না ও লোরচন্দ্রানী
  • গ. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
  • ঘ. সপ্তপয়কর

উত্তরঃ সয়ফুলমুলুক-বদিউজ্জামান

বিস্তারিত

379. আলাওলের তৃতীয় রচনা কোনটি?

  • ক. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
  • খ. সপ্তপয়কর
  • গ. সতীময়নার শেষ অংশ
  • ঘ. তোহফা

উত্তরঃ সতীময়নার শেষ অংশ

বিস্তারিত

380. আলাওল কোন যুগের কবি?

  • ক. আধুনিক যুগের
  • খ. মধ্যযুগের
  • গ. অন্তমধ্যযুগের
  • ঘ. আদি যুগের

উত্তরঃ মধ্যযুগের

বিস্তারিত

381. 'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?

  • ক. আলাওল
  • খ. মরদন
  • গ. মাগন ঠাকুর
  • ঘ. দৌলত কাজী

উত্তরঃ মাগন ঠাকুর

বিস্তারিত

382. আরাকান রাজসভার কবি ছিলেন কে?

  • ক. আবদুল করীম খন্দকার
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. বাহরাম খান
  • ঘ. ফকীর গরীবুল্লাহ

উত্তরঃ আবদুল করীম খন্দকার

বিস্তারিত

383. আলাওলের কাব্যের নাম-

  • ক. ইউসুফ-জোলেখা
  • খ. লাইলী-মজনু
  • গ. মধুমালতী
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ পদ্মাবতী

বিস্তারিত

384. 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-

  • ক. চণ্ডীদাস
  • খ. আলাওল
  • গ. শাহ মুহম্মদ সগীর
  • ঘ. ভারতচন্দ্র

উত্তরঃ আলাওল

বিস্তারিত

385. আরাকান রাজসভার কবি কে?

  • ক. সৈয়দ সুলতান
  • খ. শাহ মুহম্মদ সগীর
  • গ. দৌলত উজির বাহরাম খান
  • ঘ. আলাওল

উত্তরঃ আলাওল

বিস্তারিত

386. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?

  • ক. আলাওল
  • খ. দৌলত কাজী
  • গ. মাগন ঠাকুর
  • ঘ. মরদন

উত্তরঃ দৌলত কাজী

বিস্তারিত

387. শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন কার শাসনামলে?

  • ক. রুকনউদ্দিন বারবক শাহ
  • খ. ফিরোজশাহ
  • গ. আলাউদ্দিন হোসেন শাহ
  • ঘ. গিয়াসউদ্দিন আজম শাহ

উত্তরঃ গিয়াসউদ্দিন আজম শাহ

বিস্তারিত

388. রুকনউদ্দিন বারবক শাহ কাকে গুণরাজ উপাধি দেন?

  • ক. বিজয় গুপ্ত
  • খ. কৃত্তিবাস
  • গ. মালাধর বসু
  • ঘ. বিদ্যাপতি

উত্তরঃ মালাধর বসু

বিস্তারিত

389. কবি জৈনুদ্দিন 'রাসুল বিজয়' কাব্য রচনা করেন কার পৃষ্ঠপোষকতায়?

  • ক. হুসেন শাহ
  • খ. বারবক শাহ
  • গ. ইউসুফ শাহ
  • ঘ. নসরত শাহ

উত্তরঃ ইউসুফ শাহ

বিস্তারিত

390. মনসামঙ্গল ও মনসাবিজয় কাব্যের কবিগণ কোন পৃষ্ঠপোষকের প্রশংসা করেছেন?

  • ক. আজম শাহ
  • খ. নসরত শাহ
  • গ. আলাউদ্দিন হোসেন শাহ
  • ঘ. জালালুদ্দিন মুহাম্মদ শাহ

উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ

বিস্তারিত

391. মোঘল রাজসভার কবি ছিলেন কে?

  • ক. যশোরাজ খান
  • খ. নসরত শাহ
  • গ. বিদ্যাপতি
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ আবুল ফজল

বিস্তারিত

392. ফিরোজ শাহের আমলে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন কে?

  • ক. শমসের আলী
  • খ. ভারতচন্দ্র
  • গ. আলাওল
  • ঘ. শ্রীধর

উত্তরঃ শ্রীধর

বিস্তারিত

393. 'শ্রীকৃষ্ণবিজয়' এর রচয়িতা কে?

  • ক. মুকুন্দরাম চক্রবর্তী
  • খ. ভারতচন্দ্র রায়
  • গ. বিজয়গুপ্ত
  • ঘ. মালাধর বসু

উত্তরঃ মালাধর বসু

বিস্তারিত

394. সুলতানি যুগের সময়কাল কত?

  • ক. ১২০১-১৪১০
  • খ. ১৪১০-১৬২০
  • গ. ১৩৫১-১৫৭৫
  • ঘ. ১৫৭৬-১৭৫৭

উত্তরঃ ১৩৫১-১৫৭৫

বিস্তারিত

395. 'পরাগলী মহাভারত' এর রচয়িতা কে?

  • ক. পরাগল খাঁ
  • খ. ছুটি খাঁ
  • গ. কবীন্দ্র পরমেশ্বর
  • ঘ. শ্রীধর

উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর

বিস্তারিত

396. ডাক, খনার বচন ও রূপকথা এগুলো কোন যুগের?

  • ক. প্রাচীন যুগের
  • খ. অন্ধকার যুগের
  • গ. প্রাক চৈতন্য যুগের
  • ঘ. প্রাক চৈতন্য

উত্তরঃ প্রাচীন যুগের

বিস্তারিত

397. লোকসাহিত্য সাধারণত কোন সম্প্রদায় বা জনগোষ্ঠীর-

  • ক. লিখিত সাহিত্য
  • খ. অলিখিত সাহিত্য
  • গ. সংকলিত সাহিত্য
  • ঘ. পারিবারিক সাহিত্য

উত্তরঃ অলিখিত সাহিত্য

বিস্তারিত

398. 'অনেক প্রাচীন ইতিহাস, প্রাচীন স্মৃতির চূর্ণ অংশ এই সকল ছড়ার মধ্যে বিক্ষিপ্ত হইয়া আসে।' রবীন্দ্রনাথ তাঁর এ উক্তিতে ছড়া বলতে কি বুঝিয়েছেন?

  • ক. প্রাচীন সাহিত্য
  • খ. চর্যাপদের পঙতি
  • গ. লোকসাহিত্যের ছড়া
  • ঘ. পুরাণ আশ্রিত পঙতি

উত্তরঃ লোকসাহিত্যের ছড়া

বিস্তারিত

399. লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?

  • ক. ধাঁধা
  • খ. ছড়া
  • গ. প্রবাদ
  • ঘ. গাথাকাহিনী

উত্তরঃ ছড়া

বিস্তারিত

400. রবীন্দ্রনাথ 'ছড়া'কে কিসের সাথে তুলনা করেছেন?

  • ক. ইতিহাস গ্রন্থ
  • খ. প্রাচীন কাব্য
  • গ. মেঘ
  • ঘ. স্রোত

উত্তরঃ মেঘ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects