মধ্যযুগের শ্রেণীবিভাগ
26. ব্রজভাষা কি?
- ক. বালার ভাষা
 - খ. ব্রজভূমির ভাষা
 - গ. বৃন্দাবনের ভাষা
 - ঘ. মথুরার ভাষা
 
উত্তরঃ মথুরার ভাষা
28. ‘মঙ্গল কাব্য’ সমূহের বিষয়বস্তু মূলত-
- ক. মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
 - খ. লোকসঙ্গীত
 - গ. ধর্ম বিষয়ক আখ্যান
 - ঘ. পীর পাঁচালী
 
উত্তরঃ ধর্ম বিষয়ক আখ্যান
29. কোন দেবীরকাহিনী নিয়ে ‘মনসামঙ্গল’ কাব্য রচিত?
- ক. লক্ষ্মীন্দরের দেবী
 - খ. পদ্মাবতী দেবী
 - গ. মনসা দেবী
 - ঘ. বেহুলা ও চাঁদ সুন্দর
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
30. ‘মনসামঙ্গল’ কাব্যের আদিকবি কে?
- ক. বিজয় দত্ত
 - খ. ময়ূর ভট্ট
 - গ. মানিক দত্ত
 - ঘ. কানা হরিদত্ত
 
উত্তরঃ কানা হরিদত্ত
- ক. কৃত্তিবাস
 - খ. মালাধর বসু
 - গ. মানিক দত্ত
 - ঘ. কানা হরিদত্ত
 
উত্তরঃ কানা হরিদত্ত
32. মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
- ক. মনসা মঙ্গল
 - খ. শীতলা মঙ্গল
 - গ. চণ্ডীমঙ্গল
 - ঘ. পদাবলী
 
উত্তরঃ চণ্ডীমঙ্গল
33. মঙ্গলযুগের সর্বশেষ কবিরনাম কি?
- ক. বিজয়গুপ্ত
 - খ. ভারতচন্দ্র রায়গুণাকর
 - গ. মুকুন্দরাম চক্রবর্তী
 - ঘ. কানাহরি দত্ত
 
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর
34. বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
 - খ. ভারতচন্দ্র রায়
 - গ. রাম রাম বসু
 - ঘ. শাহ মুহম্মদ সগীর
 
উত্তরঃ ভারতচন্দ্র রায়
35. মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
- ক. হরিদত্ত
 - খ. ভারতচন্দ্র
 - গ. মুকুন্দরাম
 - ঘ. চণ্ডীদাস
 
উত্তরঃ ভারতচন্দ্র
36. শ্রীচৈতন্যদবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন?
- ক. বৃন্দাবন দাস
 - খ. লোচন দাস
 - গ. জয়ানন্দ
 - ঘ. পরাগল খাঁ
 
উত্তরঃ বৃন্দাবন দাস
37. ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
- ক. গোলাম মোস্তাফা
 - খ. হাজী মোহাম্মিল
 - গ. মীর মশাররফ হোসেন
 - ঘ. সৈয়দ সুলতান
 
উত্তরঃ সৈয়দ সুলতান
39. ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
- ক. যুদ্ধ বিগ্রহ
 - খ. শোক-তাপ
 - গ. রোমান্স
 - ঘ. প্রেম-ভালবাসা
 
উত্তরঃ যুদ্ধ বিগ্রহ
- ক. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
 - খ. লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
 - গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
 - ঘ. গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
 
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
- ক. ছড়া, গান, ধাঁধা, প্রবাদপ্রবচন
 - খ. কবিতা, গান
 - গ. উপন্যাস, নাটক
 - ঘ. প্রাচীন চিত্রকলা
 
উত্তরঃ ছড়া, গান, ধাঁধা, প্রবাদপ্রবচন
43. ‘ময়মনসিংহ গীতিকা’ সংগ্রহ করেন-
- ক. দক্ষিণারঞ্জন মিত্র
 - খ. অচিন্ত্যকুমার সেন গুপ্ত
 - গ. দীনেশচন্দ্র সেন
 - ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
 
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
44. মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা কে?
- ক. চন্দ্রাবতী
 - খ. দ্বিজ কানাই
 - গ. মনসুর বয়াতি
 - ঘ. দ্বিজ ঈশান
 
উত্তরঃ দ্বিজ কানাই
45. নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত?
- ক. দেওয়ান মদিনা
 - খ. চন্দ্রাবতী
 - গ. মহুয়া
 - ঘ. মলুয়া
 
উত্তরঃ দেওয়ান মদিনা
46. ‘দেওয়ানা মদিনা’ কোন কাব্যের অন্তর্গত?
- ক. মধ্যযুগের গীতিকবিতা
 - খ. পূর্ববঙ্গ গীতিকা
 - গ. নাথ গীতিকা
 - ঘ. ময়মনসিংহ গীতিকা
 
উত্তরঃ ময়মনসিংহ গীতিকা
- ক. পুঁথি, আলাওল
 - খ. প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন
 - গ. উচ্চাঙ্গ সঙ্গীত, ওস্তাদ আয়াত আলী
 - ঘ. প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 
উত্তরঃ প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন
49. বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
- ক. প্রাচীণ যুগ
 - খ. মধ্যযুগ
 - গ. অন্তমধ্য যুগ
 - ঘ. আধুনিক যুগ
 
উত্তরঃ মধ্যযুগ
50. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি?
- ক. চন্দ্রকলাবতী চন্দ্রাবতী
 - খ. চন্দ্রাবতী
 - গ. পদ্মাবতী
 - ঘ. কামিনীরায়
 
উত্তরঃ চন্দ্রাবতী