মধ্যযুগের শ্রেণীবিভাগ

51. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি- অথবা, প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?

  • ক. শাহ মোহাম্মদ সগীর
  • খ. সাবিরিদ খান
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. মুহম্মদ কবির

উত্তরঃ শাহ মোহাম্মদ সগীর

বিস্তারিত

52. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-

  • ক. দৌলত কাজী
  • খ. দৌলত উজির বাহরাম খান
  • গ. মুহম্মদ কবীর
  • ঘ. শাহ মুহম্মদ সগীর

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

বিস্তারিত

53. ‘ইউসুফ জুলেখা’ কি জাতীয় রচনা?

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. রোমান্টিক প্রণয়কাব্য
  • ঘ. রম্যরচনা

উত্তরঃ রোমান্টিক প্রণয়কাব্য

বিস্তারিত

54. ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. মাগন ঠাকুর
  • গ. আলাওল
  • ঘ. শাহ মুহম্মদ সগীর

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

বিস্তারিত

55. ‘লাইলী-মজনু’ কাব্যের অনুবাদক হলেন-

  • ক. সাবিরিদ খান
  • খ. সৈয়দ সুলতান
  • গ. দৌলত উজির বাহরাম
  • ঘ. আলাওল

উত্তরঃ দৌলত উজির বাহরাম

বিস্তারিত

56. ‘গুল-ই-বকাওলী’ গ্রণ্থের রচয়িতা কে?

  • ক. মুহাম্মদ মুকিম
  • খ. শা’বারিদ খান
  • গ. ফকীর গরীবুল্লাহ
  • ঘ. দৌলত উজির বাহরাম খান

উত্তরঃ মুহাম্মদ মুকিম

বিস্তারিত

57. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-

  • ক. কোরেশী মাগন ঠাকুর
  • খ. দৌলত কাজী
  • গ. আলাওল
  • ঘ. মরদন

উত্তরঃ দৌলত কাজী

বিস্তারিত

58. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

  • ক. আলাওল
  • খ. কোরেশী মাগন
  • গ. দৌলত কাজী
  • ঘ. সৈয়দ সুলতান

উত্তরঃ দৌলত কাজী

বিস্তারিত

59. ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা-

  • ক. আলাওল
  • খ. দৌলত কাজী
  • গ. মাগন ঠাকুর
  • ঘ. মরদন

উত্তরঃ দৌলত কাজী

বিস্তারিত

60. মহাকবি আলাওল কোন যুগের কবি?

  • ক. সর্বাধুনিক যুগের
  • খ. আধুনিক যুগের
  • গ. প্রাচীন যুগের
  • ঘ. মধ্যযুগের

উত্তরঃ মধ্যযুগের

বিস্তারিত

61. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

  • ক. নাসির মাহমুদ
  • খ. আলাওল
  • গ. সৈয়দ সুলতান
  • ঘ. শাহ গরীবউল্লাহ

উত্তরঃ আলাওল

বিস্তারিত

62. হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. সৈয়দ সুলতান
  • গ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
  • ঘ. আলাওল

উত্তরঃ আলাওল

বিস্তারিত

63. আলাওল রচিত গ্রন্থ-

  • ক. পদ্মাবতী
  • খ. লাইলী মজনু
  • গ. ইউসুফ জুলেখা
  • ঘ. গোরক্ষ বিজয়

উত্তরঃ পদ্মাবতী

বিস্তারিত

64. পুঁথি সাহিত্য বলতে বুঝি-

  • ক. প্রেম বিষয়ক
  • খ. হিন্দু মুসলমান সম্পর্ক বিষয়ক
  • গ. ইসলামী চেতনাসম্পৃক্ত
  • ঘ. নবী রাসুল বিষয়ক

উত্তরঃ ইসলামী চেতনাসম্পৃক্ত

বিস্তারিত

65. ‘দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?

  • ক. দুই ভাষায় রচিত পুঁথি
  • খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
  • গ. তৈরি করা কৃত্রিম ভাষার রচিত পুঁথি
  • ঘ. আঞ্চলিক ভাষায় রচতি পুঁথি

উত্তরঃ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

বিস্তারিত

66. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-

  • ক. ভারত চন্দ্র রায়
  • খ. দৌলত কাজী
  • গ. সৈয়দ হামজা
  • ঘ. আব্দুল হাকিম

উত্তরঃ সৈয়দ হামজা

বিস্তারিত

67. দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-

  • ক. সৈয়দ সুলতান
  • খ. ফকির গরীবুল্লাহ
  • গ. হায়াত মাহমুদ
  • ঘ. শেখ ফয়জুল্লাহ

উত্তরঃ ফকির গরীবুল্লাহ

বিস্তারিত

68. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

  • ক. আলাওল
  • খ. ফকীর গরীবুল্লাহ
  • গ. সৈয়দ হামজা
  • ঘ. রেজাউদ্দৌলা

উত্তরঃ ফকীর গরীবুল্লাহ

বিস্তারিত

69. কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত---

  • ক. রাম বসু এবং ভোলা ময়রা
  • খ. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
  • গ. সাবিরিদ খান এবং দাশরথি রায়
  • ঘ. আলাওল এবং ভারতচন্দ্র

উত্তরঃ রাম বসু এবং ভোলা ময়রা

বিস্তারিত

70. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?

  • ক. আলাওল
  • খ. সৈয়দ সুলতান
  • গ. শাহ মুহাম্মদ সগীর
  • ঘ. মুহম্মদ খান

উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর

বিস্তারিত

71. 'শ্রী কৃষ্ণকীর্তনের' রচয়িতা কে?

  • ক. জ্ঞান দাস
  • খ. দীন চণ্ডীদাস
  • গ. দীনহীন চণ্ডীদাস
  • ঘ. বড়ু চণ্ডীদাস

উত্তরঃ বড়ু চণ্ডীদাস

বিস্তারিত

72. কবি আলওলের জন্মস্থান কোনটি?

  • ক. ফরিদপরের সুরেশ্বর
  • খ. চট্টগ্রামের জোবরা
  • গ. চট্টগ্রামের পটিয়া
  • ঘ. বার্মার আরাকান

উত্তরঃ চট্টগ্রামের জোবরা

বিস্তারিত

73. বাংলা সাহিত্যের প্রথম কোন ব্যক্তির জীবনী কাহিনী লেখা হয়?

  • ক. হযরত মুহম্মদ (সা:)
  • খ. শ্রী চৈতন্যদেব
  • গ. রাজা ধর্মপাল
  • ঘ. শ্রী রামকৃষ্ণ

উত্তরঃ শ্রী চৈতন্যদেব

বিস্তারিত

74. চৈতন্য যুগ হল-

  • ক. ১৩৫১-১৫০০
  • খ. ১৫০১-১৬০০
  • গ. ১২০১-১৩৫০
  • ঘ. ১৪৮৬-১৫৪০

উত্তরঃ ১৫০১-১৬০০

বিস্তারিত

75. ‘রসূল বিজয়’- এর রচিয়তা কে?

  • ক. শাহ মুহম্মদ সাগীর
  • খ. মোজাম্মেল হক
  • গ. সাবিরিদ খান
  • ঘ. ফকীর গরীবুল্লাহ

উত্তরঃ সাবিরিদ খান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects