মধ্যযুগের শ্রেণীবিভাগ

101. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়?

  • ক. ১৯০৯ সালে
  • খ. ১৯০৭ সালে
  • গ. ১৯১৬ সালে
  • ঘ. ১৯২২ সালে

উত্তরঃ ১৯০৯ সালে

বিস্তারিত

102. শ্রী বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করেন?

  • ক. লক্ষণ সেনের রাজগ্রন্থাগার থেকে
  • খ. নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে
  • গ. মহাস্থানগড়ের রাজা পরশুরামের গোলাঘর থেকে
  • ঘ. বাঁকুড়ায় কাকিল্যা গ্রামের গোয়ালঘরের চালার নিচ থেকে

উত্তরঃ বাঁকুড়ায় কাকিল্যা গ্রামের গোয়ালঘরের চালার নিচ থেকে

বিস্তারিত

103. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন?

  • ক. বসন্তরঞ্জন সাহা
  • খ. হরপ্রসাদ শাস্ত্রী
  • গ. রাজা রাজেন্দ্রলাল মিত্র
  • ঘ. শ্রী বসন্তরঞ্জন রায়

উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়

বিস্তারিত

104. বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল?

  • ক. মহামহোপাধ্যায়
  • খ. বিদ্বদ্বল্লভ
  • গ. আচার্য
  • ঘ. কাব্যতীর্থ

উত্তরঃ বিদ্বদ্বল্লভ

বিস্তারিত

105. বডু চন্ডীদাসের প্রকৃত নাম কি?

  • ক. অনন্ত
  • খ. দামুন্যা
  • গ. চণ্ডীবাবু
  • ঘ. রাস বিহারী

উত্তরঃ অনন্ত

বিস্তারিত

107. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল নাম কি?

  • ক. শ্রীকৃষ্ণসন্দর্ভ
  • খ. শ্রীকৃষ্ণলীলা
  • গ. কৃষ্ণ ও রাধা
  • ঘ. কৃষ্ণ কৃষ্ণ জপনাম

উত্তরঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ

বিস্তারিত

108. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল কাহিনী কি?

  • ক. দেবদেবীর বন্দনা
  • খ. মানব বন্দনা
  • গ. রাধা ও কৃষ্ণের প্রেম
  • ঘ. দেবী চন্ডী কাহিনী

উত্তরঃ রাধা ও কৃষ্ণের প্রেম

বিস্তারিত

109. নিচের কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চরিত্র নয়?

  • ক. রাধা
  • খ. কৃষ্ণ
  • গ. বড়াই
  • ঘ. ঈশ্বরী পাটনী

উত্তরঃ ঈশ্বরী পাটনী

বিস্তারিত

110. ক্রমের দিক হতে বাংলা ভাষার দ্বিতীয় গ্রন্থ

  • ক. চর্যাপদ
  • খ. শ্রীকৃষ্ণবিজয়
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. সেক শুভোদয়া

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

111. সম্পাদিত হওয়ার পর শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয?

  • ক. ১৯০৭ সালে
  • খ. ১৯০৯ সালে
  • গ. ১৯১৬ সালে
  • ঘ. ১৯২২ সালে

উত্তরঃ ১৯১৬ সালে

বিস্তারিত

112. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বডু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয়-

  • ক. ১৩০০-১৩৪০ সালের মধ্যে
  • খ. ১৩৫০-১৪০০ সালের মধ্যে
  • গ. ১৩৪০-১৪৪০ সালের মধ্যে
  • ঘ. ১৩০০-১৪০০ সালের মধ্যে

উত্তরঃ ১৩৪০-১৪৪০ সালের মধ্যে

বিস্তারিত

113. নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীত কাব্য?

  • ক. শ্রীকৃষ্ণ
  • খ. সেক শুভোদয়া
  • গ. ইউসুফ জুলেখা
  • ঘ. শ্রীকৃষ্ণকীর্তন

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

114. কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা?

  • ক. বংশীদাস চক্রবর্তী
  • খ. রূপরাম চক্রবর্তী
  • গ. মুকুন্দরাম চক্রবর্তী
  • ঘ. বলরাম চক্রবর্তী

উত্তরঃ রূপরাম চক্রবর্তী

বিস্তারিত

115. ‘মানসিংহ ভবানন্দ উপাখ্যান’ কার রচনা?

  • ক. কানাহরি দত্ত
  • খ. বিজয় গুপ্ত
  • গ. মুকুন্দ রাম
  • ঘ. ভারতচন্দ্র রায় গুণাকর

উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর

বিস্তারিত

116. বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি?

  • ক. মনসা মঙ্গল
  • খ. মনসা বিজয়
  • গ. চাঁদ সওদাগর কাহিনী
  • ঘ. মনসা প্রশস্তি

উত্তরঃ মনসা বিজয়

বিস্তারিত

117. চন্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?

  • ক. মুকুন্দরাম চক্রবর্তী
  • খ. ঘনারাম
  • গ. মানিক দত্ত
  • ঘ. হরিদত্ত

উত্তরঃ মানিক দত্ত

বিস্তারিত

118. ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?

  • ক. হরিদত্ত
  • খ. মানিক দত্ত
  • গ. ময়ুর ভট্ট
  • ঘ. রূপরাম

উত্তরঃ ময়ুর ভট্ট

বিস্তারিত

119. চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?

  • ক. কালকেতু
  • খ. ফুল্লরা
  • গ. ঈশ্বরী পাটনী
  • ঘ. মুরারিশীল

উত্তরঃ কালকেতু

বিস্তারিত

120. মঙ্গলকাব্যের মূল উপজীব্য কি?

  • ক. ধর্মপ্রচারঙ
  • খ. মানবন্দনা
  • গ. দেবদেবীর গুণগান
  • ঘ. লোককাহিনী

উত্তরঃ দেবদেবীর গুণগান

বিস্তারিত

121. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-উক্তিটি কার?

  • ক. ভারতচন্দ্র রায়গুণাকর
  • খ. অতুল প্রসাদ সেন
  • গ. মুকুন্দরাম চক্রবর্তী
  • ঘ. রামনিধি গুপ্ত

উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর

বিস্তারিত

122. যে কোন মঙ্গলকাব্য কয়টি অংশ থাকে?

  • ক. ৪টি
  • খ. ৫টি
  • গ. ৬টি
  • ঘ. ৭টি

উত্তরঃ ৫টি

বিস্তারিত

123. বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারায় সবেচেয় প্রাচীনতম ধারা কোনটি?

  • ক. মনসামঙ্গল কাব্য
  • খ. চন্ডীমঙ্গল কাব্য
  • গ. অন্নদামঙ্গল কাব্য
  • ঘ. ধর্মমঙ্গল কাব্য

উত্তরঃ মনসামঙ্গল কাব্য

বিস্তারিত

124. কবি বিজয়গুপ্ত কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শেষ্ঠ কবি কে?

  • ক. হরিদত্ত
  • খ. বিজয় গুপ্ত
  • গ. নারায়ণ দেব
  • ঘ. বিপ্রদাস পিপিলাই

উত্তরঃ নারায়ণ দেব

বিস্তারিত

125. মনসামঙ্গলা কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ঠ কবি কে?

  • ক. হরিদত্ত
  • খ. বিজয় গুপ্ত
  • গ. নারায়ণ দেব
  • ঘ. বিপ্রদাস পিপিলাই

উত্তরঃ বিজয় গুপ্ত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects