মধ্যযুগের শ্রেণীবিভাগ
176. কোন ধরনের কাব্যকে 'জঙ্গনামা' বলা হয়?
- ক. নীতি কাব্য
 - খ. প্রণয় কাব্য
 - গ. শোকগাঁথা
 - ঘ. যুদ্ধকাব্য
 
উত্তরঃ শোকগাঁথা
177. বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত?
- ক. প্রাচীন যুগের
 - খ. মধ্যযুগের
 - গ. আধুনিক যুগের
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ মধ্যযুগের
179. 'শূন্যপুরাণ' একটি--
- ক. রোমান্টিক প্রণয়োপাখ্যান
 - খ. রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য
 - গ. ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
 - ঘ. চৈতন্য জীবনীমূলক গ্রন্থ
 
উত্তরঃ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
180. রামাই পণ্ডিতের শূন্যপুরাণ গ্রন্থে কোন দুই ধর্মের মিশ্রণ ঘটেছে?
- ক. মুসলমান ও হিন্দু
 - খ. হিন্দু ও বৌদ্ধ
 - গ. মুসলমান ও বৌদ্ধ
 - ঘ. হিন্দু ও খ্রিস্টান
 
উত্তরঃ হিন্দু ও বৌদ্ধ
181. হলায়ুদ মিশ্র রচিত 'সেক শুভোদয়া' কোন ভাষায় রচিত?
- ক. বাংলা
 - খ. হিন্দি
 - গ. সংস্কৃত
 - ঘ. পালি
 
উত্তরঃ সংস্কৃত
182. 'চম্পুকাব্য' কি?
- ক. এক ধরনের গীতিকাব্য
 - খ. নাথ সাহিত্যের অপর নাম
 - গ. গদ্যকাব্য
 - ঘ. গদ্যপদ্য মিশ্রিত কাব্য
 
উত্তরঃ গদ্যপদ্য মিশ্রিত কাব্য
- ক. জয়দেব
 - খ. শ্রী চৈতন্যদেব
 - গ. রামাই পণ্ডিত
 - ঘ. হলায়ুদ মিশ্র
 
উত্তরঃ হলায়ুদ মিশ্র
184. কোন যুগকে প্রাক চৈতন্যযুগ হিসাবে অভিহিত করা হয়?
- ক. ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে
 - খ. চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীকে
 - গ. পঞ্চদশ শতাব্দীকে
 - ঘ. ত্রয়োদশ শতাব্দীকে
 
উত্তরঃ চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীকে
185. জয়দেবের 'গীতগোবিন্দ' রচিত হয় কোন শাসনের সময়?
- ক. পাল শাসন
 - খ. সেন শাসন
 - গ. সুলতানী শাসন
 - ঘ. মুঘল শাসন
 
উত্তরঃ সেন শাসন
186. বড়ু চন্ডীদাসের জন্মস্থান কোনটি?
- ক. বীরভূম জেলার নানুর গ্রামে
 - খ. বীরভূম জেলার কাঁকিল্যা গ্রামে
 - গ. বাঁকুড়া জেলার নানুর গ্রামে
 - ঘ. বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে
 
উত্তরঃ বীরভূম জেলার নানুর গ্রামে
187. কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিস্কৃত হয়?
- ক. ১৩০৭ বঙ্গাব্দে
 - খ. ১৩০৯ বঙ্গাব্দে
 - গ. ১৩১৬ বঙ্গাব্দে
 - ঘ. ১৩২৩ বঙ্গাব্দে
 
উত্তরঃ ১৩১৬ বঙ্গাব্দে
188. কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য প্রকাশিত হয়?
- ক. ১৩০৭ বঙ্গাব্দে
 - খ. ১৩০৯ বঙ্গাব্দে
 - গ. ১৩১৬ বঙ্গাব্দে
 - ঘ. ১৩২৩ বঙ্গাব্দে
 
উত্তরঃ ১৩২৩ বঙ্গাব্দে
189. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের একখানি পুঁথিতে এর প্রকৃত নামের যে পরোক্ষ হদিস পাওয়া যায়, সেটি কি?
- ক. শ্রীকৃষ্ণলীলা
 - খ. শ্রীকৃষ্ণসন্দর্ভ
 - গ. শ্রীকৃষ্ণভগবত
 - ঘ. শ্রীগোকুল
 
উত্তরঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ
190. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের ১৩টি খন্ডের মধ্যে একমাত্র কোন খন্ডের শেষে 'খণ্ড' শব্দ যোগ করা হয়নি?
- ক. প্রথম
 - খ. সপ্তম
 - গ. একাদশ
 - ঘ. ত্রয়োদশ
 
উত্তরঃ ত্রয়োদশ
192. বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
- ক. গীতগোবিন্দ
 - খ. শ্রীকৃষ্ণ কীর্তন
 - গ. শূন্যপুরাণ
 - ঘ. সেক শুভোদয়া
 
উত্তরঃ শ্রীকৃষ্ণ কীর্তন
193. আকুল শরীর মোর বেআকুল মন! বাঁশীর শবদেঁ মোর আউলাইলোঁ রান্ধন। কোন কবির রচনা?
- ক. বিদ্যাপতি
 - খ. বড়ু চণ্ডীদাস
 - গ. জ্ঞানদাস
 - ঘ. পদাবলীর চণ্ডীদাস
 
উত্তরঃ বড়ু চণ্ডীদাস
194. কৃষ্ণভক্তি তত্ত্বরূপ লাভ করেছিল কোন যুগে?
- ক. প্রাক চৈতন্য যুগে
 - খ. চৈতন্য যুগে
 - গ. প্রাচীন যুগে
 - ঘ. আধুনিক যুগে
 
উত্তরঃ চৈতন্য যুগে
195. 'শ্রীকৃষ্ণকীর্তনের' কাব্য কে রচনা করেন?
- ক. রামাই পন্ডিত
 - খ. হলুয়াদ মিশ্র
 - গ. বড়ু চণ্ডিদাস
 - ঘ. খনা
 
উত্তরঃ বড়ু চণ্ডিদাস
196. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পাদনা করেন-
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
 - খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
 - গ. হরপ্রসাদ শাস্ত্রী
 - ঘ. বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
 
উত্তরঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
197. শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী ক'টি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
- ক. ২টি
 - খ. ৩টি
 - গ. ৪টি
 - ঘ. ৫টি
 
উত্তরঃ ৩টি
198. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চণ্ডীদাস কে?
- ক. দীন চণ্ডীদাস
 - খ. দ্বিজ চণ্ডীদাস
 - গ. বড়ু চণ্ডিদাস
 - ঘ. চণ্ডীদাস
 
উত্তরঃ বড়ু চণ্ডিদাস
199. বাসলী (বাশুলী) চরণে চণ্ডীদাস এই গান গাইলেন' এখানে 'বাসলী' কে?
- ক. রাধা
 - খ. কৃষ্ণ
 - গ. বিশালাক্ষ্ণী দেবী
 - ঘ. চণ্ডী উপাস্য দেবতা
 
উত্তরঃ বিশালাক্ষ্ণী দেবী
200. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল কত?
- ক. ১৩০০ খ্রি.
 - খ. ১৩৫০ খ্রি.
 - গ. ১৪০০ খ্রি.
 - ঘ. ১৪৫০ খ্রি.
 
উত্তরঃ ১৪০০ খ্রি.