মধ্যযুগের শ্রেণীবিভাগ

151. ‘জয়নাবের চৌতিশা’ কে রচনা করেন?

  • ক. কবি শেরবাজ
  • খ. মুহম্মদ খান
  • গ. বাহরাম খান
  • ঘ. শেখ ফয়জুল্লাহ

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ

বিস্তারিত

152. মর্সিয়া ধারার হিন্দু কবি কে?

  • ক. রামরাম বসু
  • খ. রাধারমন গোপ
  • গ. সাধন রায়
  • ঘ. পাঁচু ঝাড়বিশিলা

উত্তরঃ রাধারমন গোপ

বিস্তারিত

153. ‘মক্তুল হোসেন’ রচয়িতা কবি মুহম্মদ খান কোন জেলার বাসিন্দা?

  • ক. রংপুর
  • খ. সিলেট
  • গ. চট্টগ্রাম
  • ঘ. খুলনা

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

154. “এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।” -কে লিখেছেন?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. রবীন্দ্রনাথ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ বিদ্যাপতি

বিস্তারিত

155. ‘শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ -কবিতাংশটি রচনা করেন-

  • ক. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. চন্ডীদাস

উত্তরঃ চন্ডীদাস

বিস্তারিত

156. বৈষ্ণব পদকর্তা ‘চণ্ডীদাস’ কত জন?

  • ক. ৩ জন
  • খ. ২ জন
  • গ. ৪ জন
  • ঘ. ৫ জন

উত্তরঃ ৩ জন

বিস্তারিত

157. বৈষ্ণব পদাবলীতে মূলত কিসের সম্পর্ক দেখানো হয়?

  • ক. স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক
  • খ. রাধা ও কৃষ্ণের সম্পর্ক
  • গ. নর ও নারীর সম্পর্ক
  • ঘ. চৈতন্যদেব ও শ্রীকৃষ্ণের সম্পর্ক

উত্তরঃ স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক

বিস্তারিত

158. শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?

  • ক. হিন্দুধর্ম
  • খ. বৌদ্ধধর্ম
  • গ. বৈষ্ণবধর্ম
  • ঘ. মানবধর্ম

উত্তরঃ বৈষ্ণবধর্ম

বিস্তারিত

159. বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে?

  • ক. ইজ্জতুল্লাহ
  • খ. বিদ্যাপতি
  • গ. বাবা আউল মনোহর দাস
  • ঘ. গোবিন্দ দাস

উত্তরঃ বাবা আউল মনোহর দাস

বিস্তারিত

160. ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে?

  • ক. বিদ্যাপতি
  • খ. চণ্ডীদাস
  • গ. জ্ঞান দাস
  • ঘ. বডু চণ্ডীদাস

উত্তরঃ বিদ্যাপতি

বিস্তারিত

161. ব্রজবুলি কোন স্থানের ভাষা?

  • ক. আসাম
  • খ. মিথিলা
  • গ. গৌড়
  • ঘ. পশ্চিমবঙ্গ

উত্তরঃ মিথিলা

বিস্তারিত

162. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?

  • ক. ফারসি
  • খ. ব্রজবুলি
  • গ. মারাঠী
  • ঘ. হিন্দী

উত্তরঃ ব্রজবুলি

বিস্তারিত

163. দোভাসী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছেন-

  • ক. সৈয়দ হামজা
  • খ. সৈয়দ সুলতান
  • গ. সৈয়দ এমদাদ আলী
  • ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ সৈয়দ হামজা

বিস্তারিত

164. ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ হামজা
  • খ. আলাওল
  • গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
  • ঘ. মীর মোহাম্মদ সফী

উত্তরঃ শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

বিস্তারিত

165. দোভাষী পুঁথি ‘জঙ্গনামা’ রচয়িতা কে?

  • ক. সৈয়দ হামজা
  • খ. ফকীর গরীবুল্লাহ
  • গ. দৌলত কাজী
  • ঘ. গোঁজলা গুই

উত্তরঃ ফকীর গরীবুল্লাহ

বিস্তারিত

166. গোরক্ষ বিজয়-এর রচয়িতা কে?

  • ক. শেখ আলিমুদ্দিন
  • খ. জৈনুদ্দিন
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. মোজাম্মেল হক

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ

বিস্তারিত

167. শায়েররা যে সাহিত্য রচনা করেছেন তাকে কি বলে?

  • ক. পুঁথি
  • খ. উপকথা
  • গ. দোভাষী সাহিত্য
  • ঘ. নাথ সাহিত্য

উত্তরঃ দোভাষী সাহিত্য

বিস্তারিত

168. বাংলা টপ্পা গানের জনক কে?

  • ক. নিতাই বৈরাগী
  • খ. রামনিধি গুপ্ত
  • গ. এন্টনি ফিরিঙ্গি
  • ঘ. ফকীর গরীবুল্লাহ

উত্তরঃ রামনিধি গুপ্ত

বিস্তারিত

169. দোভাষী পুঁথি সাহিত্যকে বটতলার পুঁথি বলা হত কেন?

  • ক. বটতলায় সুর করে গাওয়া হত বলে
  • খ. বটতলায় প্রতিযোগিতার মাধ্যমে লেখা হত বলে
  • গ. গ্রামীণ জীবনঘনিষ্ঠ সাহিত্য ছিল বলে
  • ঘ. কলকাতার সস্তা প্রেস থেকে বের হত বলে

উত্তরঃ কলকাতার সস্তা প্রেস থেকে বের হত বলে

বিস্তারিত

170. দোভাষী পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে?

  • ক. সৈয়দ হামজা
  • খ. ফকীর গরীবুল্লাহ
  • গ. আলাওল
  • ঘ. শাহ মুহাম্মদ সগীর

উত্তরঃ ফকীর গরীবুল্লাহ

বিস্তারিত

171. পুঁথি সাহিত্যের উদ্ভব-

  • ক. অষ্টাদশ শতাব্দীতে
  • খ. ষোড়শ শতাব্দীত
  • গ. চতুর্দশ শতাব্দীতে
  • ঘ. দ্বাদশ শতাব্দীতে

উত্তরঃ অষ্টাদশ শতাব্দীতে

বিস্তারিত

172. ‘নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা, পুরে কি আশা? -এ পঙ্ক্তিটি কার রচনা?

  • ক. শেখ ফজলুল করিম
  • খ. রামনিধি গুপ্ত
  • গ. আবদুল হাকিম
  • ঘ. অতুলপ্রসাদ সেন

উত্তরঃ রামনিধি গুপ্ত

বিস্তারিত

173. মহুয়া পালা কে রচনা করেছেন?

  • ক. দ্বিজ কানাই
  • খ. মনসুর বয়াতী
  • গ. ফকীর গরীবউল্লাহ
  • ঘ. নয়ন চাঁদ ঘোষ

উত্তরঃ দ্বিজ কানাই

বিস্তারিত

174. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?

  • ক. শাহ মুহম্মদ সগীর
  • খ. আলাওল
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. বাহরাম খান

উত্তরঃ আলাওল

বিস্তারিত

175. কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন-

  • ক. রাজা বিক্রমাদিত্যের
  • খ. রাজা কৃষ্ণচন্দ্রের
  • গ. রাজা ঈশ্বরচন্দ্রের
  • ঘ. রাজা চন্দ্রগুপ্তের

উত্তরঃ রাজা কৃষ্ণচন্দ্রের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects