মধ্যযুগের শ্রেণীবিভাগ
76. কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থের নাম কি?
- ক. চৈতন্যমঙ্গল
- খ. শ্রীচৈতন্য কড়চা
- গ. শ্রী চৈতন্য চরিতামৃত
- ঘ. গৌরক্ষ বিজয়
উত্তরঃ শ্রী চৈতন্য চরিতামৃত
77. বাংলা সাহিত্যের কোন যুগকে সূর্বণ যুগ বলা হয়?
- ক. আদি যুগ
- খ. চৈতন্য যুগ
- গ. চৈতন্য পরবর্তী যুগ
- ঘ. আধুনিক যুগ
উত্তরঃ চৈতন্য পরবর্তী যুগ
- ক. ১২০১-১৫০০
- খ. ১৩৫১-১৫০০
- গ. ১৩৫১-১৮০০
- ঘ. ১২০১-৮০০
উত্তরঃ ১২০১-১৫০০
79. বাংলা ভাষায় কোরআন শরীফ-এর অনুবাদক ‘ভাই গিরিশচন্দ্র সেন’ কোন ধর্মের অনুসারী ছিলেন?
- ক. হিন্দু ধর্ম
- খ. খ্রিষ্ট ধর্ম
- গ. ব্রাহ্ম ধর্ম
- ঘ. নাথ ধর্ম
উত্তরঃ ব্রাহ্ম ধর্ম
81. রামায়ণের শ্রেষ্ঠ অনুবদক কে?
- ক. কাশীরাম দাস
- খ. কৃত্তিবাস ওঝা
- গ. বাল্মীকি
- ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ কৃত্তিবাস ওঝা
82. পৃথিবীর বিখ্যাত মহাকাব্য ইলিয়ড ও ওডেসি’র রচয়িতা একজন মহাকবি। তিনি হলেন-
- ক. হোমার
- খ. মিল্টন
- গ. কক্রেটিস
- ঘ. ভার্জিল
উত্তরঃ হোমার
83. বাংলা ভাষায় ‘রামায়ণ’ অনুবাদ করেন কে?
- ক. বাল্মীকি
- খ. কৃত্তিবাস ওঝা
- গ. বেদব্যাস
- ঘ. বিজয়পণ্ডিত
উত্তরঃ কৃত্তিবাস ওঝা
84. ‘শ্রীকৃষ্ণ বিজয়’ এর রচয়িতা কে?
- ক. মুকুন্দরাম চক্রবর্তী
- খ. ভারতচন্দ্র রায়
- গ. বিজয়গুপ্ত
- ঘ. মালাধর বসু
উত্তরঃ মালাধর বসু
85. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
- ক. আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
- খ. ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
- গ. সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
- ঘ. উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
উত্তরঃ আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
86. মহাভারতের প্রথম অনুবাদক কে?
- ক. কবীন্দ্র পরমেশ্বর
- খ. শ্রীকর নন্দী
- গ. কাশীরাম দাস
- ঘ. কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর
87. মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে?
- ক. কৃত্তিবাস ওঝা
- খ. কাশীরাম দাস
- গ. শ্রীকর নন্দী
- ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ কাশীরাম দাস
88. হিন্দুধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ‘ভাগবৎ’ বাংলায় অনুবাদ করেন কে?
- ক. কৃত্তিবাস ওঝা
- খ. কবীন্দ্র পরমেশ্বর
- গ. মালাধর বসু
- ঘ. গিরিশচন্দ্র সেন
উত্তরঃ মালাধর বসু
89. 'টপ্পা' কি?
- ক. এক ধরনের গান
- খ. নাচের মুদ্রা
- গ. এক ধরনের বাদ্যযন্ত্র
- ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ এক ধরনের গান
90. কে ‘গুণরাজ খান’ উপাধি লাভ করেন?
- ক. কৃত্তিবাস
- খ. কাশীরাম দাস
- গ. মালাধর বসু
- ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ মালাধর বসু
91. ‘নূরনামা, নসীয়তনামা, শহরনামা’ -কাব্যগুলোর রচয়িতা কে?
- ক. মুহম্মদ কবীর
- খ. মুক্তল হোসেন
- গ. আবদুল হাকিম
- ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ আবদুল হাকিম
92. কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয়?
- ক. ১৮০২-১৮০৩ সালে
- খ. ১৮০৫-১৮০৬ সালে
- গ. ১৮০৮-১৮০৯ সালে
- ঘ. ১৮১১-১৮১২ সালে
উত্তরঃ ১৮০২-১৮০৩ সালে
93. কৃষ্ণ দ্বৈপায়নের নাম বেদব্যাস হয়েছিল কেন?
- ক. শ্রীকৃষ্ণকীর্তন রচনা ও গাওয়ার জন্য
- খ. বেদ এর ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে
- গ. অতি প্রাচীনকালে বেদবাক্যউচ্চারণরণ করেছিল বলে
- ঘ. সনাতন ধর্ম প্রচার করার কারণে
উত্তরঃ বেদ এর ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে
- ক. মনসুর বয়াতি
- খ. জসীমউদ্দীন
- গ. মনসুর উদ্দিন
- ঘ. সুকুমার সেন
উত্তরঃ মনসুর বয়াতি
95. মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান ॥ -চরণ দুটির রচয়িতা কে?
- ক. বাল্মীকি
- খ. কৃত্তিবাস
- গ. কাশীরাম দাস
- ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ কাশীরাম দাস
96. ‘মৈমনসিংহ গীতিকা’র সংগ্রহ করেছেন কে?
- ক. ড. আশরাফ ভট্টাচার্য
- খ. ড. আশরায় সিদ্দিকী
- গ. ড. দীনেশচন্দ্র সেন
- ঘ. ড. গোরাম সাকলায়েন
উত্তরঃ ড. দীনেশচন্দ্র সেন
99. মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন?
- ক. কাজী দৌলত
- খ. সৈয়দ সুলতান
- গ. আবুদল হাকিম
- ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ আবুদল হাকিম
100. মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
- ক. চর্যাপদ
- খ. রঘুবংশ কাব্য
- গ. শূন্যপূরণ
- ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য