মধ্যযুগের শ্রেণীবিভাগ
- ক. ৯০১ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
 - খ. ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ
 - গ. ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
 - ঘ. ১৮০০ খ্রিস্টাব্দ-বর্তমান
 
উত্তরঃ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
2. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকাপালন করেন-
- ক. তুর্কী শাসকবর্গ
 - খ. মুঘল সম্রাটগণ
 - গ. পাঠান সুলতানগণ
 - ঘ. সংস্কৃত পণ্ডিতগণ
 
উত্তরঃ পাঠান সুলতানগণ
3. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
- ক. আলীবর্দী খাঁ
 - খ. মুর্শিদ কুলি খাঁ
 - গ. ইসলাম খাঁ
 - ঘ. আলাউদ্দিন হোসেন শাহ
 
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ
4. কোন কবি হোসনে শাহরে পৃষ্ঠপেঅষকতায় কাব্য রচনা করেন?
- ক. রাম নিধিগুপ্ত
 - খ. মালাধর বসু
 - গ. মুকুন্দরাম চক্রবর্তী
 - ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
 
উত্তরঃ মালাধর বসু
5. কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
- ক. আলাউদ্দিন হোসেন শাহ
 - খ. রুকনউদ্দিন বারবক শাহ
 - গ. ফখরুদ্দিন মুবারক শাহ
 - ঘ. গিয়াস উদ্দিন আজম শাহ
 
উত্তরঃ গিয়াস উদ্দিন আজম শাহ
6. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
- ক. গিয়াস উদ্দীন আযম শাহ
 - খ. আলাউদ্দীন হুসেন শাহ
 - গ. ফকরুদ্দীন মোবারক শাহ
 - ঘ. ইলিয়াস শাহ
 
উত্তরঃ গিয়াস উদ্দীন আযম শাহ
7. ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরি’- এর রচয়িতা কে? অথবা,Ain-i-Akbori is written by
- ক. Firdausi
 - খ. Ghalib
 - গ. Abul Fazal
 - ঘ. None of the above
 
উত্তরঃ Abul Fazal
8. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
- ক. আকবরনামা
 - খ. আলমগীরনামা
 - গ. আইন-ই-আকবরী
 - ঘ. তুজুক-ই-আকবর
 
উত্তরঃ আইন-ই-আকবরী
10. কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
- ক. সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির
 - খ. মহাকবি আলাওল ও দৌলত কাজী
 - গ. কাশীরাম দাস ও মহাকবি আলাওল
 - ঘ. মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
 
উত্তরঃ মহাকবি আলাওল ও দৌলত কাজী
11. ভারতচন্ত্র রায়গুণাকর কোন রাজসভারকবি?
- ক. আরাকান রাজসভা
 - খ. কৃষ্ণনগর রাজসভা
 - গ. রাজাগণেশের রাজসভা
 - ঘ. লক্ষণসেনেররাজ সভা
 
উত্তরঃ কৃষ্ণনগর রাজসভা
12. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
- ক. আউল মনোহর দাস
 - খ. চৈতন্য দেব
 - গ. শ্রীকৃষ্ণ
 - ঘ. আদিনাথ শিব
 
উত্তরঃ চৈতন্য দেব
13. কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয়?
- ক. ১২০১-১৩৫০ খ্রি.
 - খ. ৬০০-৯৫০ খ্রি.
 - গ. ১৩৫১-১৫০০ খ্রি.
 - ঘ. ৬০০-৭৫০ খ্রি.
 
উত্তরঃ ১২০১-১৩৫০ খ্রি.
14. 'শূন্যপুরাণ' কাব্য কার রচনা?
- ক. লুইপা
 - খ. কাহ্নপা
 - গ. দৌলত উজির বাহারাম খা
 - ঘ. রামাই পণ্ডিত
 
উত্তরঃ রামাই পণ্ডিত
15. সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাবগ্রন্থ কোনটি?
- ক. চর্যাপদ
 - খ. শ্রীকৃষ্ণকীর্তন
 - গ. ইউসুফ-জোলেখা
 - ঘ. পদ্মাবতী
 
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
16. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
- ক. শূণ্য পুরাণ
 - খ. ডাকার্ণব
 - গ. গীতি গোবিন্দ
 - ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
 
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
17. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা
- ক. চণ্ডীদাস
 - খ. বড়ু– চণ্ডীদাস
 - গ. দ্বিজ চণ্ডীদাস
 - ঘ. দীন চণ্ডীদাস
 
উত্তরঃ বড়ু– চণ্ডীদাস
18. মধ্যযুগের প্রথম কবি হচ্ছে-
- ক. কাহ্নপা
 - খ. বিদ্যাপতি
 - গ. বড়ু– চণ্ডীদাস
 - ঘ. মালাধর বসু
 
উত্তরঃ বড়ু– চণ্ডীদাস
19. পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
- ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
 - খ. পদ্যকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
 - গ. বাউল বা মরমী গীতি
 - ঘ. বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
 
উত্তরঃ বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
20. কোন উক্তিটি ঠিক?
- ক. বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলার এিক প্রকারকাহিনী কাব্য
 - খ. বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মের যৌক্তিক ব্যাখ্যা
 - গ. বৈষ্ণব পদাবলী পদ্যে রচিত চৈতন্যদেবের জীবনী বিশেষ
 - ঘ. বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান
 
উত্তরঃ বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান
21. পদাবলীর প্রথম কবি কে? অথবা, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
- ক. শ্রীচৈতন্য
 - খ. বিদ্যাপতি
 - গ. চণ্ডীদাস
 - ঘ. জ্ঞানদাস
 
উত্তরঃ বিদ্যাপতি
22. বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
- ক. চণ্ডীদাস
 - খ. বিদ্যাপতি
 - গ. জ্ঞানদাস
 - ঘ. আলাওল
 
উত্তরঃ চণ্ডীদাস
23. বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
- ক. গোবিন্দদাস
 - খ. জ্ঞানদাস
 - গ. চণ্ডীদাস
 - ঘ. বিদ্যাপতি
 
উত্তরঃ বিদ্যাপতি
24. পদাবলী লিখেছেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. মাইকেন মধুসুদন দত্ত
 - গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - ঘ. কায়কোবদা
 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
25. বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
- ক. মাগধী
 - খ. অসমিয়া
 - গ. ব্রজবুলি
 - ঘ. জগাখিচুড়ি
 
উত্তরঃ ব্রজবুলি