মধ্যযুগের শ্রেণীবিভাগ

126. মধ্যযুগের শেষ্ঠ কবি কে?

  • ক. মুকুন্দরাম চক্রবর্তী
  • খ. ভারতচন্দ্র রায়
  • গ. বিদ্যাপতি
  • ঘ. বডু চন্ডীদাস

উত্তরঃ ভারতচন্দ্র রায়

বিস্তারিত

127. অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি কে?

  • ক. মুকুন্দরাম চক্রবর্তী
  • খ. বিদ্যাপতি
  • গ. ভারতচন্দ্র রায়
  • ঘ. কবি কঙ্ক

উত্তরঃ ভারতচন্দ্র রায়

বিস্তারিত

128. কবি ভারতচন্দ্রকে ‘রায় গুণাকর’ উপাধি দেন কে?

  • ক. জমিদার রঘুনাথ
  • খ. মহারাজ কৃষ্ণচন্দ্র
  • গ. বল্লাল সেন
  • ঘ. সম্রাট আকবর

উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র

বিস্তারিত

129. ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত?

  • ক. চন্ডীদাস
  • খ. মানিক দত্ত
  • গ. ময়ূর ভট্ট
  • ঘ. হরিদত্ত

উত্তরঃ ময়ূর ভট্ট

বিস্তারিত

130. ধর্মামঙ্গল কাব্যধারা অষ্টদাশ শতকের শ্রেষ্ঠ কার কে?

  • ক. ঘনরাম চক্রবর্তী
  • খ. নিরঞ্জন মন্ডল
  • গ. শ্যামপন্ডিত
  • ঘ. রাজা রামদাস

উত্তরঃ ঘনরাম চক্রবর্তী

বিস্তারিত

131. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. মহাশ্বেতা দেবী
  • গ. পদ্মাবতী
  • ঘ. চন্দ্রাবতী

উত্তরঃ চন্দ্রাবতী

বিস্তারিত

132. 'বেহুলা' চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?

  • ক. অন্নদামঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. চন্ডীমঙ্গল
  • ঘ. মনসামঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

133. 'অন্নদা মঙ্গল' কাব্য কার রচনা?

  • ক. বিদ্যপতি
  • খ. বিজয় গুপ্ত
  • গ. ভারতচন্দ্র
  • ঘ. বিহারী লাল চক্রবর্তী

উত্তরঃ ভারতচন্দ্র

বিস্তারিত

134. হিন্দি কবি সাধন রচিত ‘মৈনাসত’ অবলম্বনে সতীময়নালোর চন্দ্রানী কাব্য রচনা করেন কে?

  • ক. দৌলত কাজী
  • খ. মাগন ঠাকুর
  • গ. সৈয়দ সুলতান
  • ঘ. আলাওল

উত্তরঃ দৌলত কাজী

বিস্তারিত

135. কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?

  • ক. মনঝন
  • খ. সাধন
  • গ. সাবিরিদ খান
  • ঘ. মালিক মুহম্মদ জায়সী

উত্তরঃ মালিক মুহম্মদ জায়সী

বিস্তারিত

136. ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?

  • ক. রত্নসেন ও পদ্মাবতী
  • খ. মরদান ও পদ্মাবতী
  • গ. সাধন ও পদ্মাবতী
  • ঘ. অসীম ও পদ্মাবতী

উত্তরঃ রত্নসেন ও পদ্মাবতী

বিস্তারিত

137. বাংলা সাহিত্যে আরাকানকে কি নামে অভিহিত করা হত?

  • ক. সরন্দীপ
  • খ. গৌড়
  • গ. রোসাঙ্গ
  • ঘ. বার্মা

উত্তরঃ রোসাঙ্গ

বিস্তারিত

138. মরদান রচিত কাব্যগ্রন্থের নাম কি?

  • ক. নুরনামা
  • খ. মধুমালতী
  • গ. চন্দ্রাবতী
  • ঘ. নসীরানামা

উত্তরঃ নসীরানামা

বিস্তারিত

139. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?

  • ক. লোক সাহিত্য
  • খ. পুঁথি সাহিত্য
  • গ. বাংলা গীতিকা
  • ঘ. রোমান্টিক প্রণয়োপাথ্যান

উত্তরঃ রোমান্টিক প্রণয়োপাথ্যান

বিস্তারিত

140. কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা---

  • ক. হায়াত মাহমুদ
  • খ. বাহরাম খান
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. শেরবাজ

উত্তরঃ শেরবাজ

বিস্তারিত

141. মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কি ছিল?

  • ক. হিন্দুধর্ম
  • খ. বৈষ্ণব ধর্ম
  • গ. নাথ ধর্ম
  • ঘ. সনাতন ধর্ম

উত্তরঃ নাথ ধর্ম

বিস্তারিত

142. নাথ সাহিত্যের প্রধান কবি কে?

  • ক. শেখ ফয়জুল্লাহ
  • খ. দুর্লভ মল্লিক
  • গ. শুকুর মাহমুদ
  • ঘ. ভীমসেন রায়

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ

বিস্তারিত

143. শেখ ফয়জুল্লাহ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?

  • ক. মীন চেতন
  • খ. গোরক্ষ বিজয়
  • গ. ময়নামতির গান
  • ঘ. গোর্খ বিজয়

উত্তরঃ গোরক্ষ বিজয়

বিস্তারিত

144. নাথ সাহিত্যের প্রধান নিদর্শন কোনটি?

  • ক. পার্বতী কাহিনী
  • খ. মীননাথের নারীমোহ থেকে উদ্ধার
  • গ. ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান
  • ঘ. গোপীচন্দ্রের সন্ন্যাস

উত্তরঃ ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান

বিস্তারিত

145. নাথ সাহিত্য সংগ্রহ ও সম্পাদনা করেছেন কে?

  • ক. ড. দীনেশচন্দ্র সেন
  • খ. ড. নলিনীকান্ত সেনগুপ্ত
  • গ. ড. ফনীভূষণ দাসগুপ্ত
  • ঘ. আবদুল করিম সাহিত্যবিশারদ

উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ

বিস্তারিত

146. রংপুর থেকে ‘মানিক রাজার গান’ কে সংগ্রহ করেছিলেন?

  • ক. ড. দীনেশচন্দ্র সেন
  • খ. চন্দ্র কুমার দে
  • গ. জর্জ গ্রিয়ার্সন
  • ঘ. পল্লীকবি জসীমউদ্দীন

উত্তরঃ জর্জ গ্রিয়ার্সন

বিস্তারিত

147. নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে?

  • ক. রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী
  • খ. জমিদার নাদের চাঁদ ও সুন্দরী কন্যা মহুয়ার কাহিনী
  • গ. দস্যু কেনারাম ও রাজকুমারী কঙ্কাবতীর কাহিনী
  • ঘ. সুন্দরী কমলা ও দেওয়ান ভাবনার কাহিনী

উত্তরঃ রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী

বিস্তারিত

148. মর্সিয়া শব্দের অর্থ কি?

  • ক. শোক বা আহাজারি
  • খ. দুঃখ
  • গ. শোক কাব্য
  • ঘ. বেদনামিশ্রিত কাব্য

উত্তরঃ শোক বা আহাজারি

বিস্তারিত

149. মর্সিয়া সাহিত্য বাংলা সাহিত্যের কোন যুগের ধারা?

  • ক. সেন যুগ
  • খ. প্রাচীন যুগ
  • গ. মধ্য যুগ
  • ঘ. আধুনিক যুগ

উত্তরঃ মধ্য যুগ

বিস্তারিত

150. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?

  • ক. শেখ ফয়জুল্লাহ
  • খ. মুহম্মদ খান
  • গ. হায়াৎ মামুদ
  • ঘ. সৈয়দ সুলতান

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects