মধ্যযুগের শ্রেণীবিভাগ

426. 'মানিকচন্দ্র রাজার গান' সম্পাদিত গ্রন্থটি কে সম্পাদনা করেন?

  • ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
  • খ. ড. আশরাফ সিদ্দিকী
  • গ. জর্জ গ্রিয়ার্সন
  • ঘ. দীনেশচন্দ্র সেন

উত্তরঃ জর্জ গ্রিয়ার্সন

বিস্তারিত

427. Folk-talk বলতে কি বোঝানো হয়-

  • ক. ছড়া
  • খ. ধাঁধা
  • গ. রূপকথা
  • ঘ. কথা

উত্তরঃ কথা

বিস্তারিত

429. পুঁথি সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন শতকে?

  • ক. অষ্টাদশ শতকে
  • খ. সপ্তদশ শতকে
  • গ. নবম শতকে
  • ঘ. উনিশ শতকে

উত্তরঃ অষ্টাদশ শতকে

বিস্তারিত

430. 'জঙ্গনামা' গ্রন্থটি রচনা করেছেন?

  • ক. সৈয়দ হামজা
  • খ. ফকির গরীবুল্লাহ
  • গ. শাহ মুহম্মদ সগীর
  • ঘ. দৌলত কাজী

উত্তরঃ ফকির গরীবুল্লাহ

বিস্তারিত

431. 'চাহার দরবেশ' গ্রন্থটি কার রচনা?

  • ক. ফকির গরীবুল্লাহ
  • খ. বাহরাম খান
  • গ. মোহাম্মদ দানেশ
  • ঘ. শাহ মুহাম্মদ সগীর

উত্তরঃ মোহাম্মদ দানেশ

বিস্তারিত

432. পুঁথি সাহিত্যের ভাষা কেমন?

  • ক. বাংলা
  • খ. ফারসি
  • গ. হিন্দি
  • ঘ. মিশ্র

উত্তরঃ মিশ্র

বিস্তারিত

433. ঠাকুর মার ঝুলির রচয়িতা--

  • ক. ক্ষিতিশচন্দ্র
  • খ. দক্ষিণারঞ্জন মিত্র
  • গ. দীনেশচন্দ্র
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ দক্ষিণারঞ্জন মিত্র

বিস্তারিত

434. 'উপকথা' বলতে কি বোঝায়?

  • ক. পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য
  • খ. রাজা-বাদশাদের কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য
  • গ. প্রাচীনকালের সমাজ জীবন নিয়ে রচিত সাহিত্য
  • ঘ. উপজাতিদের জীবন অবলম্বনে রচিত সাহিত্য

উত্তরঃ পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য

বিস্তারিত

435. হারামণি সংগ্রহ করেন কে?

  • ক. মনসুর উদ্দিন
  • খ. সুকুমার সেন
  • গ. ড. দীনেশচন্দ্র সেন
  • ঘ. মনসুর বয়াতি

উত্তরঃ মনসুর উদ্দিন

বিস্তারিত

436. কোন বিখ্যাত ব্যক্তিত্ব নাথগীতিকা সংগ্রহ করে নাম দেন 'ক্লাসিক রাজার গান?

  • ক. জর্জ গ্রিয়ার্সন
  • খ. উইলিয়াম কেরি
  • গ. আব্দুল করিম সাহিত্যবিশারদ
  • ঘ. ড. দীনেশ চন্দ্র সেন

উত্তরঃ জর্জ গ্রিয়ার্সন

বিস্তারিত

437. কোন পর্তুগীজ বাঙালী বিধবাকে বিয়ে করেন এবং বাংলার কবিয়াল হিসেবে খ্যাতি লাভ করেন?

  • ক. উইলিয়াম কেরী
  • খ. দোম অ্যান্তোনিও
  • গ. অ্যান্টনি ফিরিঙ্গি
  • ঘ. উইলিয়াম জোনস

উত্তরঃ অ্যান্টনি ফিরিঙ্গি

বিস্তারিত

438. 'বিদ্যাসুন্দর' কাব্যের কবি কে?

  • ক. আলাওল
  • খ. শাহ মুহম্মদ সগীর
  • গ. দৌলত কাজী
  • ঘ. সাবিরিদ খান

উত্তরঃ সাবিরিদ খান

বিস্তারিত

439. শাহ মুহম্মদ সগীরের কবি প্রতিভা কোন শতকে বিকাশ লাভ করে?

  • ক. চতুর্দশ
  • খ. পঞ্চদশ
  • গ. ষোড়শ
  • ঘ. সপ্তদশ

উত্তরঃ পঞ্চদশ

বিস্তারিত

440. 'নসীরানামা' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. আলাওল
  • খ. মাগন ঠাকুর
  • গ. চন্দ্রাবতী
  • ঘ. মরদন

উত্তরঃ মরদন

বিস্তারিত

441. তেমন কোন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সৃষ্টি না হওয়ায় মধ্যযুগের প্রথম ১৫০ বছরকে (১২০১ - ১৩৫০ সাল) বলা হয়--

  • ক. আলোকিত যুগ
  • খ. অন্ধকার যুগ
  • গ. সোনালী যুগ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অন্ধকার যুগ

বিস্তারিত

442. 'শ্রীকৃষ্ণকীর্তন" নামটি প্রদান করেন--

  • ক. শাহ মুহাম্মদ সগীর
  • খ. বসন্তরঞ্জন রায়
  • গ. ভারতচন্দ্র রায়
  • ঘ. শ্রীচৈতন্যদেব

উত্তরঃ বসন্তরঞ্জন রায়

বিস্তারিত

443. মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ--

  • ক. শ্রীকৃষ্ণকীর্তন
  • খ. মঙ্গলকাব্য
  • গ. বৈষ্ণব পদাবলী
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বৈষ্ণব পদাবলী

বিস্তারিত

444. মধ্যযুগের অন্যতম সাহিত্য--

  • ক. শ্রীকৃষ্ণকীর্তন
  • খ. মঙ্গলকাব্য
  • গ. বৈষ্ণব পদাবলী
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ মঙ্গলকাব্য

বিস্তারিত

445. চণ্ডীমঙ্গল কাব্যধারার কোন কবি কে স্বভাব কবি বলা হয়?

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. দ্বিজ মাধব
  • গ. বসন্তরঞ্জন রায়
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ দ্বিজ মাধব

বিস্তারিত

446. মালাধর বসু অনূদিত ভাগবতের নাম--

  • ক. শ্রীকৃষ্ণকীর্তন
  • খ. মঙ্গলকাব্য
  • গ. বৈষ্ণব পদাবলী
  • ঘ. শ্রীকৃষ্ণবিজয়

উত্তরঃ শ্রীকৃষ্ণবিজয়

বিস্তারিত

447. 'ইউসুফ জোলেখা' প্রণয়কাব্য রচনা করেছেন--

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. বসন্তরঞ্জন রায়
  • গ. আলাওল
  • ঘ. শাহ মুহম্মদ সগীর

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

বিস্তারিত

448. দ্রোপদী কে?

  • ক. রামায়ণে সীতার সহচরী
  • খ. মহাভারতে দুর্যোধনের স্ত্রী
  • গ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
  • ঘ. রামায়ণে লক্ষণের প্রণয়প্রার্থীনারী

উত্তরঃ মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

বিস্তারিত

449. হলায়ুদ মিশ্র রচিত পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য কোনটি?

  • ক. শ্রীকৃষ্ণকীর্তন
  • খ. গীতগোবিন্দ
  • গ. ভানুসিংহের পদাবলী
  • ঘ. সেক শুভোদয়া

উত্তরঃ সেক শুভোদয়া

বিস্তারিত

450. মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনী আছে?

  • ক. লক্ষীন্দর দেবী
  • খ. পদ্মাবতী দেবী
  • গ. মনসা দেবী
  • ঘ. বেহুলা ও চাঁদসুন্দর

উত্তরঃ মনসা দেবী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects