মধ্যযুগের শ্রেণীবিভাগ
276. মুরারিগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?
- ক. মুরারিগুপ্তের কড়চা
 - খ. শ্রী চৈতন্যভাগবত
 - গ. কটকচ্চ
 - ঘ. শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য-চরিতামৃতম
 
উত্তরঃ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য-চরিতামৃতম
279. মাধবাচর্যের 'শ্রীকৃষ্ণমঙ্গল' কাব্যে ভাগবতের কোন স্কন্ধকে গুরত্ব দেয়া হয়েছে?
- ক. সপ্তম স্কন্ধ
 - খ. অষ্টম স্কন্ধ
 - গ. নবম স্কন্ধ
 - ঘ. দশম স্কন্ধ
 
উত্তরঃ দশম স্কন্ধ
280. 'গৌরাঙ্গ বিজয়' গ্রন্থটির রচয়িতা কে?
- ক. লোচন দাস
 - খ. চূড়ামণিদাস
 - গ. গোবিন্দ দাস
 - ঘ. জয়দেব
 
উত্তরঃ চূড়ামণিদাস
281. বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
- ক. চৈতন্য মঙ্গল
 - খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
 - গ. শ্রী চৈতন্যভাগবত
 - ঘ. কড়চা
 
উত্তরঃ শ্রী চৈতন্যভাগবত
282. কবি জয়ানন্দ কোন জীবনী কাব্যটি লিখেছেন?
- ক. শ্রী চৈতন্য-চরিতামৃত
 - খ. চৈতন্যভাগবত
 - গ. চৈতন্যমঙ্গল
 - ঘ. গৌরাঙ্গ বিজয়
 
উত্তরঃ চৈতন্যমঙ্গল
283. শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহন করেন?
- ক. সিলেটে
 - খ. রাজশাহীতে
 - গ. পশিমবঙ্গে
 - ঘ. নবদ্বীপে
 
উত্তরঃ নবদ্বীপে
284. চৈতন্যদেবের পর কার জীবনকে কেন্দ্র করে জীবনী সাহিত্য রচিত হয়?
- ক. গোবিন্দ দাস
 - খ. চূড়ামণি দাস
 - গ. অদ্বৈতবর্মণ
 - ঘ. সুকুমার সেন
 
উত্তরঃ অদ্বৈতবর্মণ
285. চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
- ক. বৃন্দাবন দাস
 - খ. লোচন দাস
 - গ. জয়ানন্দ
 - ঘ. পরাগল খাঁ
 
উত্তরঃ বৃন্দাবন দাস
286. মাইকেল হার্ট একশত জন বিশ্ববরেন্য নেতার ক্রিয়া-কর্ম বিশ্লেষণ করে এক নম্বর স্থান দিয়েছেন-
- ক. যিশু খ্রিস্টকে
 - খ. হযরত মুহাম্মদ (স) কে
 - গ. এম. কে. গান্ধীকে
 - ঘ. বুদ্ধদেবকে
 
উত্তরঃ হযরত মুহাম্মদ (স) কে
287. 'কড়চা' অর্থ কি?
- ক. চৈতন্য জীবনী গ্রন্থ
 - খ. মুরারিগুপ্তের চৈতন্য জীবনীমূলক গ্রন্থ
 - গ. দামোদর রচিত চৈতন্য জীবনী
 - ঘ. বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী
 
উত্তরঃ চৈতন্য জীবনী গ্রন্থ
288. বাংলা ভাষায় লিখিত প্রথম জীবনী সাহিত্য কোনটি?
- ক. মুরারিগুপ্তের কড়চা
 - খ. স্বরূপ দামোদর কড়চা
 - গ. শ্রী শ্রী চৈতন্য-চরিতামৃত
 - ঘ. শ্রী চৈতন্যভাগবত
 
উত্তরঃ শ্রী চৈতন্যভাগবত
289. কোন কবি নরহরি সরকারের আদেশে 'চৈতন্যমঙ্গল' রচনা করেন?
- ক. কবি লোচন দাস
 - খ. জয়ানন্দ
 - গ. বৃন্দাবন দাস
 - ঘ. গোবিন্দ দাস
 
উত্তরঃ কবি লোচন দাস
290. কোন কাব্যটির প্রকাশক ড. সুকুমার সেন?
- ক. চৈতন্যমঙ্গল
 - খ. ভুবনমঙ্গল
 - গ. প্রেমবিলাস
 - ঘ. প্রেমামৃত
 
উত্তরঃ ভুবনমঙ্গল
291. চৈতন্যদেব আদর করে কার নাম দেন 'কবিকর্ণপুর'?
- ক. কবি লোচন দাসের
 - খ. গোবিন্দ দাসের
 - গ. দামোদরের
 - ঘ. মুরারিগুপ্তের
 
উত্তরঃ মুরারিগুপ্তের
292. নিচের কোন গ্রন্থটি সংস্কৃত ভাষায় জীবনী মহাকাব্য নামে খ্যাত?
- ক. চৈতন্য-চরিতামৃত
 - খ. প্রেমামৃত
 - গ. কড়চা
 - ঘ. রামচরিত
 
উত্তরঃ চৈতন্য-চরিতামৃত
293. শ্রীচৈতন্যের পিতা কোন জেলার অধিবাসী ছিলেন?
- ক. চট্টগ্রাম
 - খ. যশোর
 - গ. ফরিদপুর
 - ঘ. সিলেট
 
উত্তরঃ সিলেট
295. 'বৃন্দাবনের ষড় গোস্বামী' কি?
- ক. হিন্দু তীর্থক্ষেত্র
 - খ. তীর্থ ঠাকুর
 - গ. শ্রী চৈতন্যের বৃন্দাবিনী নাম
 - ঘ. বৃন্দাবনে চৈতন্যের ছয় শিষ্য
 
উত্তরঃ বৃন্দাবনে চৈতন্যের ছয় শিষ্য
296. শ্রী চৈতন্যের প্রথম জীবনী লেখক কে?
- ক. দামোদর
 - খ. গোবিন্দ দাস
 - গ. মুরারিগুপ্ত
 - ঘ. বৃন্দাবন দাস
 
উত্তরঃ মুরারিগুপ্ত
297. 'জঙ্গনামা' কাব্যটির রচয়িতা কে?
- ক. দৌলত উজির বাহরাম খান
 - খ. ফকির গরীবুল্লাহ
 - গ. মুহাম্মদ খান
 - ঘ. উপরের তিনজনই
 
উত্তরঃ উপরের তিনজনই
298. মালাধর বসুকে 'গুণরাজ খান' উপাধি প্রদান করেন কে?
- ক. নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
 - খ. শামসুদ্দীন ইউসুফ শাহ
 - গ. চন্দ্রসুধর্ম
 - ঘ. মাগন ঠাকুর
 
উত্তরঃ শামসুদ্দীন ইউসুফ শাহ
299. কত সালে সৈয়দ হামজা শাহ গরিবুল্লাহর অসমাপ্ত পুঁথি 'জঙ্গনামা' সমাপ্ত করেন?
- ক. ১৭৭৮ সালে
 - খ. ১৭৯২ সালে
 - গ. ১৭৯৮ সালে
 - ঘ. ১৮০৪ সালে
 
উত্তরঃ ১৭৯২ সালে
300. বিজয়গুপ্ত কোন জেলায় জন্মগ্রহন করেন?
- ক. মুন্সিগঞ্জ
 - খ. বরিশাল
 - গ. ফরিদপুর
 - ঘ. চট্টগ্রাম
 
উত্তরঃ বরিশাল