মধ্যযুগের শ্রেণীবিভাগ
201. নিচের কোনটি পুঁথিসাহিত্য?
- ক. ইউসুফ-জোলেখা
 - খ. জঙ্গনামা
 - গ. গাজী-কালু-চম্পাবতী
 - ঘ. সবগুলো
 
উত্তরঃ সবগুলো
202. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
- ক. সৈয়দ হামজা
 - খ. ফকির গরীবুল্লাহ
 - গ. শাহ মুহম্মদ সগীর
 - ঘ. আলাওল
 
উত্তরঃ ফকির গরীবুল্লাহ
203. 'শ্রীকৃষ্ণকীর্তন' গ্রন্থটি কার রচনা?
- ক. জয়দেব
 - খ. বড়ু চণ্ডীদাস
 - গ. দীন চণ্ডীদাস
 - ঘ. দ্বিজ চণ্ডীদাস
 
উত্তরঃ বড়ু চণ্ডীদাস
204. শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয়-
- ক. নেপালের রাজদরবার থেকে
 - খ. বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে
 - গ. নেপালের রাজবাড়ির রান্নাঘর থেকে
 - ঘ. বার্মার এক গৃহস্থ বাড়ি থেকে
 
উত্তরঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে
205. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয়-
- ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
 - খ. শ্রীরামপুর মিশন থেকে
 - গ. রামকৃষ্ণ মিশন থেকে
 - ঘ. জানা সম্ভব হয়নি
 
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
206. কোন কবি বাঙালী না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে?
- ক. বিদ্যাপতি
 - খ. চণ্ডীদাস
 - গ. জয়দেব
 - ঘ. চৈতন্যদেব
 
উত্তরঃ বিদ্যাপতি
208. বিদ্যাপতির জন্ম--
- ক. আনুমানিক ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে
 - খ. আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে
 - গ. আনুমানিক চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে
 - ঘ. তার জন্মকাল উদ্ধার করা সম্ভব হয়নি
 
উত্তরঃ আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে
211. বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের লেখক প্রদত্ত নাম কি?
- ক. কৃষ্ণকীর্তন
 - খ. শ্রীকৃষ্ণ
 - গ. শ্রীকৃষ্ণকীর্তন
 - ঘ. কোন নাম ছিল না
 
উত্তরঃ কোন নাম ছিল না
212. বৈষ্ণব সাহিত্য কোনটির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
- ক. চৈতন্য জীবনী
 - খ. রাধাকৃষ্ণের প্রেমলীলা
 - গ. বৌদ্ধধর্ম
 - ঘ. ব্রাক্ষ ধর্ম
 
উত্তরঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা
213. বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত?
- ক. মৈথিলী ভাষায়
 - খ. বাংলা ভাষায়
 - গ. প্রাকৃত ভাষায়
 - ঘ. ব্রজবুলি ভাষায়
 
উত্তরঃ ব্রজবুলি ভাষায়
214. ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
- ক. মৈথিলী ও বাংলা
 - খ. মৈথিলী ও হিন্দি
 - গ. বাংলা ও হিন্দি
 - ঘ. বাংলা ও সংস্কৃত
 
উত্তরঃ মৈথিলী ও বাংলা
215. তিনটি শ,ষ, স- এর মধ্যে ব্রজবুলি ভাষায় কোনটি ব্যবহার করা হয়েছে?
- ক. শ
 - খ. ষ
 - গ. স
 - ঘ. একটিও না
 
উত্তরঃ স
216. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
- ক. জয়দেব
 - খ. বিদ্যাপতি
 - গ. চণ্ডীদাস
 - ঘ. জ্ঞানদাস
 
উত্তরঃ চণ্ডীদাস
217. কোন মুসলমান কবি বৈষ্ণব পদ রচনা করেন?
- ক. শেখ ফয়জুল্লাহ
 - খ. সৈয়দ আইনুদ্দিন
 - গ. আলাওল
 - ঘ. এরা প্রত্যেকেই
 
উত্তরঃ এরা প্রত্যেকেই
218. রবীন্দ্রনাথ কার কাব্যকে 'রাজকণ্ঠের মণিমালা' বলে অভিহিত করেছেন?
- ক. বিদ্যাপতির
 - খ. জ্ঞানদাসের
 - গ. চণ্ডীদাসের
 - ঘ. গোবিন্দ দাসের
 
উত্তরঃ বিদ্যাপতির
- ক. চন্ডীদাস
 - খ. বড়ু চণ্ডীদাস
 - গ. দীজ চণ্ডীদাস
 - ঘ. বিদ্যাপতি
 
উত্তরঃ বিদ্যাপতি
220. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-
- ক. তিব্বত, নেপাল
 - খ. সিকিম, ভুটান
 - গ. কাশী, বেনারস
 - ঘ. বোম্বে, জয়পুর
 
উত্তরঃ তিব্বত, নেপাল
221. বাংলায় একছত্র কবিতা না লিখে কে বাংলার কবি হয়েছিলেন?
- ক. বিদ্যাপতি
 - খ. চণ্ডীদাস
 - গ. জ্ঞানদাস
 - ঘ. গোবিন্দ দাস
 
উত্তরঃ বিদ্যাপতি
222. 'কীর্তিলতা' গ্রন্থটির রচয়িতা কে?
- ক. বড়ু চণ্ডীদাস
 - খ. বিদ্যাপতি
 - গ. জ্ঞানদাস
 - ঘ. চণ্ডীদাস
 
উত্তরঃ বিদ্যাপতি
223. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।' কার রচনা?
- ক. বিদ্যাপতি
 - খ. গোবিন্দ দাস
 - গ. জ্ঞানদাস
 - ঘ. চণ্ডীদাস
 
উত্তরঃ চণ্ডীদাস
224. বাংলাদেশে প্রচলিত বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত?
- ক. বাংলা
 - খ. মৈথিলী
 - গ. ব্রজবুলি
 - ঘ. সংস্কৃত
 
উত্তরঃ ব্রজবুলি
225. গোবিন্দ দাস কতগুলো পদ রচনা করেছেন?
- ক. প্রায় পাঁচশত
 - খ. প্রায় ছয়শত
 - গ. প্রায় সাতশত
 - ঘ. প্রায় আটশত
 
উত্তরঃ প্রায় সাতশত