মধ্যযুগের শ্রেণীবিভাগ

226. 'বাংলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. যতীন্দ্রমোহন ভট্টাচার্য
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ যতীন্দ্রমোহন ভট্টাচার্য

বিস্তারিত

227. মঙ্গলকাব্য সৃষ্টির প্রধান উদ্দেশ্য কী?

  • ক. মা মনসার পূজা করা
  • খ. চণ্ডীপূজা করা
  • গ. ধর্মের মঙ্গল সাধনা করা
  • ঘ. বিভিন্ন দেবদেবীর পূজা করা

উত্তরঃ বিভিন্ন দেবদেবীর পূজা করা

বিস্তারিত

228. মনসামঙ্গলের কবি কে?

  • ক. বিজয় গুপ্ত
  • খ. কেতকাদাস ক্ষেমানন্দ
  • গ. বিপ্রদাস পিপিলাই
  • ঘ. ওপরের তিনজনই

উত্তরঃ ওপরের তিনজনই

বিস্তারিত

229. মনসামঙ্গলের আদি কবি কে?

  • ক. কেতকা দাস
  • খ. বিজয় গুপ্ত
  • গ. বিপ্রদাস পিপিলাই
  • ঘ. কানাহরি দত্ত

উত্তরঃ কানাহরি দত্ত

বিস্তারিত

230. 'মনসাবিজয়' কাব্যের রচয়িতা কে?

  • ক. বিপ্রদাস পিপিলাই
  • খ. কেতকাদাস ক্ষেমানন্দ
  • গ. বিজয় গুপ্ত
  • ঘ. নারায়ণদেব

উত্তরঃ বিপ্রদাস পিপিলাই

বিস্তারিত

231. চণ্ডীমঙ্গলের আদি কবি কে?

  • ক. মুকুন্দরাম
  • খ. দ্বিজ মাধব
  • গ. মানিক দত্ত
  • ঘ. কানাহরি দত্ত

উত্তরঃ মানিক দত্ত

বিস্তারিত

232. 'বাইশা' কি?

  • ক. মনসামঙ্গল কাব্যের একজন কবি
  • খ. চণ্ডীমঙ্গল কাব্যের একজন কবি
  • গ. মনসামঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
  • ঘ. চণ্ডীমঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি

উত্তরঃ মনসামঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি

বিস্তারিত

233. দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়?

  • ক. ময়মনসিংহে
  • খ. কলকাতায়
  • গ. মিথিলায়
  • ঘ. সিলেট

উত্তরঃ ময়মনসিংহে

বিস্তারিত

234. 'কেতকাদাস ক্ষেমানন্দ' নামের মূল না কোনটি?

  • ক. কেতকাদাস
  • খ. ক্ষেমানন্দ
  • গ. সম্পূর্ণ অংশ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কেতকাদাস

বিস্তারিত

235. সমস্ত ধর্মমঙ্গল কাব্য কয়টি কাহিনী নিয়ে রচিত?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

236. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?

  • ক. ভারতচন্দ্র
  • খ. ঈশ্বরগুপ্ত
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. ভবানন্দ মজুমদার

উত্তরঃ ভারতচন্দ্র

বিস্তারিত

237. ভবানন্দ মজুমদারের পূর্বনাম কি ছিল?

  • ক. ভবানন্দ
  • খ. মজুমদার
  • গ. দূর্গাদাস
  • ঘ. ভবানন্দ মজুমদার

উত্তরঃ দূর্গাদাস

বিস্তারিত

238. ভারতচন্দ্র রায়গুনাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কোন গ্রন্থ রচনা করেন?

  • ক. মনসামঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. অন্নদামঙ্গল
  • ঘ. সারদামঙ্গল

উত্তরঃ অন্নদামঙ্গল

বিস্তারিত

239. কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কার অনুরোধে 'চণ্ডীমঙ্গল' কাব্য রচনা করেন?

  • ক. রাজা কৃষ্ণচন্দ্রের
  • খ. চন্দ্র সুধর্মার
  • গ. জমিদার রঘুনাথ রায়ের
  • ঘ. মাগন ঠাকুরের

উত্তরঃ জমিদার রঘুনাথ রায়ের

বিস্তারিত

241. কোনটি পৌরাণিক মঙ্গলকাব্য?

  • ক. অন্নদামঙ্গল
  • খ. গৌরীমঙ্গল
  • গ. দুর্গামঙ্গল
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

242. কোনটি লৌকিক মঙ্গলকাব্য?

  • ক. মনসামঙ্গল
  • খ. চণ্ডীদাস
  • গ. সারদামঙ্গল
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

243. মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?

  • ক. পয়ার ছন্দ
  • খ. স্বরবৃত্ত ছন্দ
  • গ. মুক্তক ছন্দ
  • ঘ. গৈরিশ ছন্দ

উত্তরঃ পয়ার ছন্দ

বিস্তারিত

244. সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম কি?

  • ক. ক্ষেমানন্দ
  • খ. কেতকা
  • গ. পদ্মাবতী
  • ঘ. খ ও গ

উত্তরঃ খ ও গ

বিস্তারিত

245. মনসামঙ্গলের কাহিনী নেয়া-

  • ক. রামায়ণ থেকে
  • খ. মহাভারত থেকে
  • গ. অন্য কোনো পুরাণ থেকে
  • ঘ. এটি একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী

উত্তরঃ এটি একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী

বিস্তারিত

246. ড. দীনেশচন্দ্র সেন কতজন মনসা কবির কথা উল্লেখ করেছেন?

  • ক. পঁয়ত্রিশ
  • খ. চল্লিশ
  • গ. পঞ্চান্ন
  • ঘ. বাষটি

উত্তরঃ বাষটি

বিস্তারিত

247. নারায়ণ দেবের 'পদ্মপুরাণ' কাব্যে কোন দেবীর মহাত্ম্য গাওয়া হয়েছে?

  • ক. মনসা দেবীর
  • খ. অন্নদা দেবীর
  • গ. চণ্ডীকা দেবীর
  • ঘ. সারদা দেবীর

উত্তরঃ মনসা দেবীর

বিস্তারিত

248. বাংলা সাহিত্যে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে?

  • ক. কানাহরি দত্ত
  • খ. নারায়ণ দেব
  • গ. বিজয়গুপ্ত
  • ঘ. বিপ্রদাস পিপিলাই

উত্তরঃ বিজয়গুপ্ত

বিস্তারিত

249. বিপ্রদাস পিপিলাই রচিত মনসাবিজয় কাব্যে কয়টি পালা পাওয়া গেছে?

  • ক. পাঁচটি
  • খ. সাতটি
  • গ. নয়টি
  • ঘ. এগারটি

উত্তরঃ নয়টি

বিস্তারিত

250. দ্বিজ বংশীদাস মনসামঙ্গল কাব্য রচনার সময় ভণিতায় কোন নাম ব্যবহার করেছেন?

  • ক. দ্বিজ বংশী
  • খ. বংশী দাস
  • গ. বংশীধর
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects