পদ প্রকরণ

226. সমুচ্চায়ী অব্যয় কত প্রকার ?

  • ক. ৩
  • খ. ৪
  • গ. ৫
  • ঘ. ৬

উত্তরঃ

বিস্তারিত

227. অনুসর্গ অব্যয় অপর নাম কি ?

  • ক. অনন্বয়ী
  • খ. বিয়োজক
  • গ. পদান্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ পদান্বয়ী

বিস্তারিত

229. নিচের কোনগুলো বিদেশী অব্যয় শব্দ ?

  • ক. সুতরাং, পুনশ্চ
  • খ. অর্থাৎ, দৈবাৎ
  • গ. আলবত, শাবাশ
  • ঘ. হাঁ, না

উত্তরঃ আলবত, শাবাশ

বিস্তারিত

230. কোনটি অনুকার অব্যয় ?

  • ক. কল কল
  • খ. ছি ছি
  • গ. যত যত
  • ঘ. মরি মরি

উত্তরঃ কল কল

বিস্তারিত

231. বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দকে কি বলে ?

  • ক. অব্যয়
  • খ. সর্বনাম
  • গ. ক্রিয়া
  • ঘ. বিশেষণ

উত্তরঃ সর্বনাম

বিস্তারিত

232. সর্বনাম পদ কত প্রকার ?

  • ক. ৫
  • খ. ৬
  • গ. ৭
  • ঘ. ১০

উত্তরঃ ১০

বিস্তারিত

233. ধিক তারে, শত ধিক নিলজ্জ যে জন - কোন বিশেষণের উদাহরণ ?

  • ক. অব্যয়ের বিশেষণ
  • খ. বাক্যের বিশেষণ
  • গ. ভাববিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ অব্যয়ের বিশেষণ

বিস্তারিত

234. আপন ভালো সবাই চায় -এই বাক্যে ভালো কোন পদ ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

235. এ এক বিরাট সত্য - সত্য কোন পদ ?

  • ক. বিশেষণ
  • খ. সর্বনাম
  • গ. বিশেষ্য
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

236. নিচের কোনটি খাঁটি বাংলা শব্দের অতিশায়ন ?

  • ক. সামান্য একটু দুধ দাও
  • খ. বাঘের চেয়ে সিংহ বলবান
  • গ. ধীরে ধীরে কাজ কর
  • ঘ. শনশনে হাওয়া

উত্তরঃ বাঘের চেয়ে সিংহ বলবান

বিস্তারিত

237. চলন্ত গাড়ি - কিসের উদাহরণ ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. সর্বনামের বিশেষণ
  • গ. নাম বিশেষণ
  • ঘ. অব্যয়ের বিশেষণ

উত্তরঃ বিশেষ্যের বিশেষণ

বিস্তারিত

238. করুণাময় তুমি - কিসের উদাহরণ ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. সর্বনামের বিশেষণ
  • গ. ক্রিয়াজাত বিশেষণ
  • ঘ. ক্রিয়ার বিশেষণ

উত্তরঃ সর্বনামের বিশেষণ

বিস্তারিত

239. দশম শ্রেণী, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা - কোন বিশেষণের উদাহরণ ?

  • ক. ক্রমবাচক নাম বিশেষণ
  • খ. বিশেষ্যের বিশেষণ
  • গ. অব্যয়ের বিশেষণ
  • ঘ. ক্রিয়াজাত বিশেষণ

উত্তরঃ ক্রমবাচক নাম বিশেষণ

বিস্তারিত

240. বেলে মাটি, মেটে কলসী, পাথুরে মুর্তি - কোন বিশেষণের উদাহরণ ?

  • ক. রূপবাচক
  • খ. অবস্থাবাচক
  • গ. উপাদানবাচক
  • ঘ. পরিমাণবাচক

উত্তরঃ উপাদানবাচক

বিস্তারিত

241. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্যপদকে বিশেষিত করে তাকে কি বলে ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. বিশেষণের বিশেষণ
  • গ. বাক্যের বিশেষণ
  • ঘ. ভাব বিশেষণ

উত্তরঃ ভাব বিশেষণ

বিস্তারিত

242. যে বিশেষণ পদ কোনো বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষিত করে তাকে কি বলে ?

  • ক. সর্বনামের বিশেষণ
  • খ. নাম বিশেষণ
  • গ. ভাববিশেষণ
  • ঘ. ক্রিয়ার বিশেষণ

উত্তরঃ নাম বিশেষণ

বিস্তারিত

243. পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

244. ভোজন, শয়ন, দেখা, শোনা প্রভৃতি কোন প্রকার বিশেষ্যের উদাহরণ ?

  • ক. গুণবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. জাতিবাচক বিশেষ্য
  • ঘ. সমষ্টিবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

245. নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ ?

  • ক. সমিতি
  • খ. মানুষ
  • গ. পর্বত
  • ঘ. গরু

উত্তরঃ সমিতি

বিস্তারিত

246. 'নদী' নিচের কোন প্রকার বিশেষ্যের উদাহরণ ?

  • ক. সমষ্টিবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. জাতিবাচক বিশেষ্য
  • ঘ. গুনবাচক বিশেষ্য

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

247. সে চলন্ত গাড়িতে ঝুকি নিয়ে উঠল - এখানে 'চলন্ত' কোন ধরনর বিশেষণ ?

  • ক. ক্রিয়ার বিশেষণ
  • খ. বিশেষ্যের বিশেষণ
  • গ. সর্বনামের বিশেষণ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিশেষ্যের বিশেষণ

বিস্তারিত

248. নিচের কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ ?

  • ক. আস্তে যাও
  • খ. ঝুলন্ত সেতু
  • গ. দয়াময় তুমি
  • ঘ. নীল আকাশ

উত্তরঃ আস্তে যাও

বিস্তারিত

249. বিশেষণ প্রধানত কয় ভাগে বিভক্ত ?

  • ক. ৪ ভাগে
  • খ. ২ ভাগে
  • গ. ৩ ভাগে
  • ঘ. ৫ ভাগে

উত্তরঃ ২ ভাগে

বিস্তারিত

250. নিচের কোনটি রূপবাচক বিশেষণের উদাহরণ ?

  • ক. চৌকস খেলোয়াড়
  • খ. হাজার লোক
  • গ. তাজা মাছ
  • ঘ. নীল আকাশ

উত্তরঃ নীল আকাশ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects